#Quote

আমার বিদ্রোহ হবে সেদিন বন্ধ জালিমের কালো কপাট করব যেদিন রুদ্ধ।

Facebook
Twitter
More Quotes by Kazi Nazrul Islam
সম্মুখে আমাদের পর্বত প্রমাণ বাধা, নিরাশার মরুভূমি, বিধি-নিষেধের দুস্তর পাথার; এই সব লংঘন করিয়া, অতিক্রম করিয়া যাইবার দুঃসাহসিকতা যাহাদের, তাহারা তরুণ।
যিনি নিজে স্বাধীন হলেন না, তিনি দেশের, জাতির স্বাধীনতা আনবেন কেমন করে?
ফুটবে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী, আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনী-চৈতী-রাতের চাঁদনী।ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন-হে মোর সোহাগ-ভীতু! চাইবে কেঁদে নীল নভো গা’য়, আমার মতন চোখ ভ’রে চায় যে-তারা তা’য় খুঁজবে-বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
চাঁদ হেরিছে চাঁদমুখ তার সরসীর আরশিতে ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে। - কাজী নজরুল ইসলাম
ফুটবে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী,আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনী-চৈতী-রাতের চাঁদনী।ঋতুর পরে ফিরবে ঋতু,সেদিন-হে মোর সোহাগ-ভীতু!চাইবে কেঁদে নীল নভো গা’য়,আমার মতন চোখ ভ’রে চায় যে-তারা তা’য় খুঁজবে-বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
যাহারা অটল-সংস্কারের পাষাণ স্তুপ আঁকড়িয়া পড়িয়া আছে, তাহারা জীব হইয়াও জড়।
"তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন"
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছে চলে জাগিয়া কেদে ডাকি দেবতায় প্রিয়তম প্রিয়তম প্রিয়তম। - কাজী নজরুল ইসলাম
“কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী; প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী।”
তোমার আত্মশক্তি যদি উদ্বুদ্ধ হয়ে উঠে তবে বিশ্বে এতো বড় দানব-শক্তি নেই যা তোমাকে পায়ের তলায় ফেলে রাখে।