#Quote

হৈ ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক- হে ভৈরব, হে রুদ্র বৈশাখ

Facebook
Twitter
More Quotes
কে কে যাবে বৈশাখী মেলায় জমবে মেলা পথে পথে সাজবে রঙিন সাজে মনের মাঝে তাকদুম তাকদুম বৈশাখী সুর বাজে। লাল সাদা শাড়িতে সাজব পহেলা বৈশাখে লাল সাদা ফুল মালা খোঁপায় নথ ঝুলাবো নাকে। হেলে দুলে গানের মাঝে হারাবো এ বেলায় নাগরদোলায় চড়ব আমি বৈশাখী বটমেলায়। পাতায় বাঁশি হাতে নিয়ে সুর ছন্দে বাজাবো হরেক রকম আনন্দে মন আঙ্গিনা সাজাবো। ফুলের মুকুট মাথায় নিবো ঠোঁটে লালের ছোঁয়া মন্ডা মিঠাই সন্দেশ মিষ্টি কিনব মুড়ির মোয়া। বৈশাখী মেলায় কে যাবে তোমরা এবার বলো? দলে দলে বন্ধু সবাই প্রাণের মেলায় চলো।
প্রকৃতির সে এক উদাসী বিষণ্ন চেহারা, সর্বাঙ্গে ধূসর পাণ্ডুরতার আবেশ শীতের সকালের কম্বলের আরাম ছেড়ে উঠতে আর মন চায় না চোখে যেন লেগে থাকে ঘুমের রেশ।
ঝরে গেল আজ বসন্তের পাতা…নিয়ে যাক সঙ্গে সব মলিনতা…বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ মন থেকে আজ জানাই তোমায়…শুভ নববর্ষ
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি, আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ। মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥
ঐ নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন আসছে নবীন জীবন ধারা অসুন্দরে করতে ছেদন তাই যে এমন কেশে-বেশে মধুর হেসে ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর ।
এসো এসো এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নিস্নানে শুচি হোক ধরা।- রবীন্দ্রনাথ ঠাকুর
কিছু তারা মিট মিট করে জলছে, কিছু স্বপ্ন ভেসে চলছে, একটা চাঁদ আলো ছরাচ্ছে, একটা রাত নিরব হয়ে গেছে, একটা বন্ধু তোমাকে মনে করছে, আর একটা বছর পারিয়ে তোমাকে বলছে শুভ পয়লা বৈশাখ
চৈতে গিমা তিতা, বৈশাখে নালিতা মিঠা, জ্যৈষ্ঠে অমৃতফল আষাঢ়ে খৈ, শায়নে দৈ। ভাদরে তালের পিঠা, আশ্বিনে শশা মিঠা, কার্তিকে খৈলসার ঝোল, অগ্রাণে ওল। পৌষে কাঞ্ছি, মাঘে তেল, ফাল্গুনে পাকা বেল।-ক্ষণা
নীল আকাশের মেঘের ভেলায়, ঘাসের উপর শিশির কনায়, প্রজাপতির রঙ্গীন ডানায়, ফাল্গুনের ফুলের মেলায়, একটা কথা তোমাকে জানাতে চাই শুভ পয়লা বৈশাখ
সাল পহেলা আসছে আবার নববর্ষের হালখাতা বর্ষবরণ উৎসবে তাই মেতে উঠবে জনতা। গাঁয়ের মাঠে বসবে আবার বৈশাখের ঐ মেলা ছোট্র খোকা দোলনায় চড়ে খেলবে মজার খেলা। খোকা-খুকি ছন্দ পায়ে নাচবে তা ধিন’তা খুশির স্রোতে ভেসে যাবে দূর অতীতের চিন্তা। বটের নিচে জমবে আবার পান্তা খাওয়ার ধুম বর্গাচাষি করিম চাচার হারিয়ে গেছে ঘুম!