#Quote
More Quotes
ফাগুনের আগুন লেগেছে হৃদয়ে,সেজেছে আজ পলাশের রঙে
এসো হে নবীন,বাজিয়ে সুরের লহরী উল্লসিত নব বীণ,আজ সুর মিলিয়ে গাইব সবে জয়যাত্রার গান,আনন্দে আহ্লাদিত নব প্রাণ।—রুনা লায়লা।
ঐ নতূনের কেতন ওড়ে, কাল বোশেখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর – কাজী নজরুল ইসলাম
নবীনের বরণে প্রবীণের স্নেহ আর উচ্ছ্বাস দেখিতে পাইব, জানিবে জয়রথ সেই পথ দিয়াই যাত্রা করিবে।এবং এ বিষয়ে নিশ্চিত থাকিও।—শত্রুঘ্ন কুমার৷
সময় গিয়াছে, নূতন হইয়াছে পুরাতন। দ্বার খোলো আবার, আবার আসিয়াছে নূতন, লও তাহারে বরণ করিয়া। — রবীন্দ্রনাথ ঠাকুর।
নবীনের বরণে প্রবীণের স্নেহ আর উচ্ছ্বাস দেখিতে পাইব, জানিবে জয়রথ সেই পথ দিয়াই যাত্রা করিবে। এবং এ বিষয়ে নিশ্চিত থাকিও। — শত্রুঘ্ন কুমার৷
এসো হে নবীন, নির্মল ভালোবাসায় হও রংধনুর রঙে রঙিন, শত বাধা-বিপত্তি পেছনে ফেলে, পায়ে পায়ে অগ্রসরমান হও ঢাকের তালে তালে। – রুনা লায়লা (বাংলা কবিতা.কম)
এসো হে নবীন–ভেদাভেদ ভুলে নবীন বা প্রবীন,সোনামাখা সোনালী বরণ ঢালায়,সাজিয়েছি আজ হে নবীন তোমাদেরি শুভেচ্ছায়।– রুনা লায়লা বাংলা কবিতা.কম
হে নবীন, বাহির হও গুহা থেকে, আঁধার থেকে। টগবগে তীব্র রক্ত তোমার, প্রবল তেজ। যা কিছু ভালোর শুরু তোমার হাত ধরে, জাতির যা কিছু মহানের যাত্রা সেই তোমারই পথ পানে চেয়ে। তবে কেন ঢাকো নিজেকে অন্ধকারে?
অহংকার জিনিসটা হাতি ঘােড়ার মতাে নয় , তাহাকে নিতান্ত অল্প খরচে ও বিনা খােরাকে বেশ মােটা করিয়া পােষা যায় ।
অহংকার নিয়ে উক্তি
অহংকার নিয়ে স্ট্যাটাস
অহংকার নিয়ে ক্যাপশন
অহংকার
জিনিস
হাতি
ঘােড়ার
নিতান্ত
অল্প
বিনা
বেশ
মােটা
পােষা
করিয়া