#Quote

আমি আমার ব্যাপারে আল্লাহর কাছে সমর্পণ করছি। নিশ্চয় বান্দারা আল্লাহর দৃষ্টিতে রয়েছে। (মুমিন আয়াত ৪৪)

Facebook
Twitter
More Quotes
নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন। যদি তোমাদের প্রতি কিছু বিপদ আসে, তবে ধৈর্য ধরো, কারণ এটি তোমাদের জন্য উত্তম।
হে মুমিনগণ, আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানে তোমরা অবিচল থাকবে, কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদের যেন কখনো সুবিচার বর্জনে প্ররোচিত না করে, সুবিচার করবে, এটা তাকওয়ার নিকটতর এবং আল্লাহকে ভয় করবে, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ তার সম্যক খবর রাখেন। - আল-কুরআন
সর্বদা নিজেই থাকুন, নিজের প্রতি আস্থা প্রকাশ করুন, বাইরে গিয়ে শুধু সফল ব্যক্তিত্বের সন্ধান করবেন না। – ব্রুস লি
কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করবে তখনও বিশ্বাস হারাবেন না । — স্টিভ জবস
নিশ্চয়ই আল্লাহ প্রতারণাকারীদের ভালোবাসেন না। -(আল-কুরআন, সূরা আল-আনফাল: ৫৮)
নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
আল্লাহর উপর ভরসাকারীরা কখনো বিপদে পরাজিত হয় না।
আল্লাহ কখনো তার বান্দার উপর অধিক ভার চাপিয়ে দেন না। (সূরা আল-বাকারা: ২৮৬)
আল্লাহ ভরসাকারীর পাশে থাকেন। তিনি কখনো তাকে একা ছেড়ে দেন না।
নিশ্চয়ই তাদের উপর শয়তানের কোনো শক্তি নেই যারা ঈমান আনে এবং স্বীয় প্রতিপালকের উপর ভরসা করে। (নহল : আয়াত ৯৯)