#Quote
More Quotes
তোমাকে দেখার ইচ্ছা আমার ও হয়, দেখলে মায়া বাড়তে পারে এই জন্য দূরে থাকো আল্লাহ ওয়াস্তে ভালো থাকো !
আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন - অবশ্যই মুমিনরা সফল হয়েছে, যারা নিজদের সালাতে বিনয়াবনত। আর যারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ। আর যারা যাকাতের ক্ষেত্রে সক্রিয়।
নামাজ শুধু ফরজ নয়, এটা আল্লাহর সাথে কথা বলার একমাত্র রাস্তা।
আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা আত্মহত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর করুণাময়। — সুরা নিসা, আয়াত : ২৯
অপেক্ষা টা সেই করে, যে কাউকে মন থেকে ভালোবাসে
যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের উপর বিশ্বাস করে, সে যেন মিথ্যা না বলে।
আল্লাহ অহংকারী এবং গর্বী ব্যক্তিদের পছন্দ করেন না।
এসেছে রমজান, নিজের গুনাহের বোঝা হালকা করার চেষ্টা করুন। আপনি যত বড়ই গুনাগার হোন না কেন আল্লাহর কাছে আপনি তার সৃষ্টির একজন।
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে সাহায্য করেন এবং তার জন্য যথেষ্ট হন। -(সহীহ বুখারি)
যে ব্যক্তি আল্লাহর উপর সর্বদা প্রবল বিশ্বাস রাখেন মহান আল্লাগ তাঁর কোনো ইচ্ছা অপূর্ন রাখেন না। হযরত ওমর রাঃ