More Quotes
নীলাকে কখনো নীল শাড়ি পরতে দেখিনি।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
এমন কি ভালোবাসাও, ইদানীং আমাকে আর, ভালোবাসে না।____রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
কেউ দেখবে না, তুমি কাঁদো কবি, কাঁদো কেউ জানবে না তুমি কষ্ট পাও কবি কেউ ছোঁবে না তোমাকে, তুমি তো পাথর।
যাকে কোনোদিন কেউ রাখেনি কোনো গৃহের আশ্রয়ে ভালোবেসে বুকে নিয়ে চিরকাল তাকেই বলেছি প্রেম প্রিয়তম তীর্থভূমি।
বহুদিন ধ’রে খুঁজছি এখনো আজো একজন বিশ্বাসী মানুষ খুঁজছি- বড়ো একাকি আছি।
য়েছো গোপন ঘুন, শাঁস কাটো লুকায়ে ভেতরে – পুড়ে মরি, কেমনে গো আমি তারে বাইরে দ্যাখাবো!—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
কথা কি শেষ হয়ে যায়- সব কথা?
মনে হয় একদিন কাক – জোস্নায় তুমিও দরােজা খুলে ফিরে আসবে।
কে থাকে এমন একলা থাকায় কে ডাকে অমন নিরব ডাকায়।—-রুদ্র মুহাম্মদ শহীদুল্লা।
শূন্যতা ছোঁয়, অপূর্নতার বাউল রাতে কান্দে শরীর।