#Quote

ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে; দিল তারে বনবীথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে – রবীন্দ্রনাথ ঠাকুর

Facebook
Twitter
More Quotes
কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি দখিন দুয়ার গেছে খুলি? বাতাবী নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল? - সুফিয়া কামাল
মনের আকাশে ঐ ফাগুন পিয়াসী পাখি উড়ে যায় সুদূরেতে কার যেছায়া মাখি! - সংগৃহীত
নবীনের সাথে মিলিয়া প্রবীণ গাহিব নূতনেরই গান।এসো ছায়াতলে,করিব বরণ হৃদয়ের মায়া তীরে।—মাশরুর এনান।
ফাগুনের রঙে রেঙেছো তুমি না বলা কথা আজ বলবো আমিঃ হৃদয়ের ডাক শুনবে কি তুমি? - সংগৃহীত
কোকিলের কুহুতানে সুরেলা বসন্ত এসেছে আমার দুয়ারে। অথচ তুমি এলে একটু শূন্য অবহেলা নিয়ে।
এসো হে নবীন–ভেদাভেদ ভুলে নবীন বা প্রবীন,সোনামাখা সোনালী বরণ ঢালায়,সাজিয়েছি আজ হে নবীন তোমাদেরি শুভেচ্ছায়।– রুনা লায়লা বাংলা কবিতা.কম
যে নবীন খোলা মনে প্রবীণকে আর তার অভিজ্ঞতাকে সম্মানের সাথে বরণ করিয়া নিতে পারে,বুদ্ধিমত্তায় তার চেয়ে প্রবীণ আর কেউ হতে পারে না।—প্রসিধ কৃষ্ণা।
এসো নবীন,গ্রহণ করো প্রভাতে রবির কর,প্রখর তাপ, প্রবল বর্ষণের তেজ,আলো আঁধারির খেলা।সকলকেই বরণ করিয়া লইতে হবে। দুঃখ ও আনন্দবোধের সীমারেখা দূর আকাশে ঠেলিয়া দাও।—সংগৃহীত ।
বসন্ত তার গান লিখে যায় ধূলির পরে কি আদরে তাই সে ধুলা ওঠে হেসে বারে বারে নবীন বেশে।
বসন্ত এলো এলো এলোরে পঞ্চম স্বরে কোকিল কুহুরে মুহু মুহু কুহু কুহু তানে মাধবী নিকুঞ্জে পুঞ্জে পুঞ্জে ভ্রমর গুঞ্জে গুঞ্জে গুনগুন গানে - কাজী নজরুল ইসলাম