More Quotes
এসো আলোর মিছিলে হে নবীন, হে তরুন দল, ফুটন্ত টগ-বগে শিরা তোমার । এইতো সময় কিছু করার, ভাল কিছু জাতিকে দেবার । তবে কেন গুহাবাসির মত, নিজেকে লুকিয়েছ অন্ধকারে ? অন্ধকার জগতে নির্বাসিত হয়ে, মনকে ফেলেছ কলুসিত করে । – সংগ্রহিত
স্বপন ভেঙে নিশুত্ রাতে জাগবে হঠাৎ চমকে,কাহার যেন চেনা-ছোঁওয়ায় উঠবে ও-বুকে ছমকে,-জাগবে হঠাৎ চমকে!ভাববে বুঝি আমিই এসে ব’সনু বুকের কোলটি ঘেঁষে,ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা! মিথ্যা স্বপন!বেদনাতে চোখ বুঁজবে-বুঝবে সেদিন বুঝবে!! - কাজী নজরুল ইসলাম
কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী; প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী। - কাজী নজরুল ইসলাম
পৃথিবীতে যত ঝড় আসুক স্বামী ছাড়বো না তোমার হাত আমি তুমি জীবন তুমি মরণ করবো না কখনো পর।
গাইতে ব’সে কন্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, ব’লবে সবাই-“ সেই যে পথিক তার শেখানো গান না?’’ আসবে ভেঙে কান্না!প’ড়বে মনে আমার সোহাগ, কন্ঠে তোমার কাঁদবে বেহাগ! প’ড়বে মনে অনেক ফাঁকি অশ্র”-হারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে- বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে,সেই তরীতে হয়ত কেহ থাকবে তোমার সঙ্গে- দুলবে তরী রঙ্গে, প’ড়বে মনে সে কোন্ রাতে এক তরীতে ছিলেম সাথে,এমনি গাঙ ছিল জোয়ার, নদীর দু’ধার এমনি আঁধার তেমনি তরী ছুটবে-বুঝবে সেদিন বুঝবে! - কাজী নজরুল ইসলাম
আমি বন্ধনহারা কুমারীর বেনী, তন্বী নয়নে বহ্নি, আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি। - কাজী নজরুল ইসলাম
কিছু মেঘ গুমোট করুক আকাশের মাঝেই সব মেঘেদের মাটির বুকে ঝড়ে পড়তে নেই৷
তোর ওই কঠিন পাষাণ হৃদয় আমার জন্য ভালবাসার ঘর,আর তোর ফিরিয়ে নেয়া দৃষ্টি আমার জীবন জুরে কালবৈশাখি ঝড়!
ডিপ্রেশন হলো ঝড় যা চলে যায়। – অজানা