photo

Prarthana Fardin Dighi

Bangladeshi actress
Date of Birth : 09 Sep, 2002
Place of Birth : Chattogram
Profession : Bangladeshi Actress
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Instagram
প্রার্থনা ফারদিন দীঘি (Prarthana Fardin Dighi) বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। তার বাবা সুব্রত চক্রবর্তী চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘী। কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা দিঘী অভিনীত প্রথম চলচ্চিত্র। ২০২১ সালে তুমি আছো তুমি নেই চলচ্চিত্রের মাধ্যমে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে পুনরায় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

ব্যক্তিগত জীবন
ব্যক্তিগত জীবনে দীঘি চলচ্চিত্র পরিবারের সন্তান। তার বাবা সুব্রত চক্রবর্তী চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র নায়িকা। ২০১১ সালে দীঘির মা দোয়েল মারা যান। বর্তমানে দীঘি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে পড়ছেন।

অভিনয় জীবন
দীঘি কাজী হায়াত পরিচালিত কাবুলিওয়ালা চলচ্চিত্রের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করেন । চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দীঘি। কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা দীঘি অভিনীত প্রথম চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই ২০০৬ সালে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দীঘি। তারপরে আরও দুটি চলচ্চিত্রে অভিনয়ের কারণে শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে সে।

চলচ্চিত্রের তালিকা

বছরচলচ্চিত্রচরিত্রের নামপরিচালকটীকা
২০০৬কাবুলিওয়ালামিনিকাজী হায়াৎপ্রথম শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ
চাচ্চুএফ আই মানিক
দাদীমাএফ আই মানিক
২০০৭সাজঘরশাহ আলম কিরণ
অবুঝ শিশুশফিকুল ইসলাম ভৈরবী
কপালহাসিবুল ইসলাম মিজান
২০০৮বাবা আমার বাবাইলিয়াস কাঞ্চন
১ টাকার বউপি এ কাজল
২০০৯পিরিতির আগুন জ্বলে দিগুনপি এ কাজল
পাঁচ টাকার প্রেমশাহীন-সুমন
২০১০রিকসাওয়ালার ছেলেমনতাজুর রহমান আকবর
চাচ্চু আমার চাচ্চুএফ আই মানিক
জীবন মরণের সাথীশাহাদাত হোসেন লিটন
টপ হিরোমনতাজুর রহমান আকবর
২০১১ছোট্ট সংসারমনতাজুর রহমান আকবর
তোর কারণে বেঁচে আছিএম বি মানিক
২০১২দ্যা স্পিডসোহানুর রহমান সোহান
২০১৫লীলা মন্থনজাহিদ হোসেন, খোরশেদ আলম খসরু
২০২১তুমি আছো তুমি নেইরুমা/মমতাময়ীদেলোয়ার জাহান ঝন্টুপ্রাপ্ত বয়স্ক অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ
টুঙ্গিপাড়ার মিয়া ভাইশেখ ফজিলাতুন্নেছা মুজিব (রেনু)সেলিম খান, শামীম আহমেদ রনি
২০২২শেষ চিঠি (ওয়েব ফিল্ম)তুলিসুমন ধরপ্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে প্রার্থনা ফারদিন দীঘি 
২০২৩মুজিব:একটি জাতির রূপকারতরুণী রেনু (শেখ ফজিলাতুন্নেছা মুজিব)শ্যাম বেনেগাল
পুরস্কার
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বছরপুরস্কারবিভাগচলচ্চিত্রফলাফল
২০০৬শ্রেষ্ঠ শিশু শিল্পীকাবুলিওয়ালা'বিজয়ী
২০০৮শ্রেষ্ঠ শিশু শিল্পী১ টাকার বউবিজয়ী
২০১০শ্রেষ্ঠ শিশু শিল্পীচাচ্চু আমার চাচ্চুবিজয়ী
বিসিআরএ অ্যাওয়ার্ড
বছরবিভাগমনোনীত কর্মফলাফলসূত্র
২০০৭শ্রেষ্ঠ শিশুশিল্পী (সমালোচক)বিজয়ী

Quotes

Total 0 Quotes
Quotes not found.