More Quotes
নব বর্ষের পুণ্য বাসরে কাল বৈশাখী আসে, হোক্ সে ভীষণ, ভয় ভূলে যাই অদ্ভুত উল্লাসে।
পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রান, নতুন বছরে সবাই গাইবো বৈশাখের গান, এসো হে বৈশাখ এসো এসো । ____শুভ নববর্ষ____
বৃষ্টি বিহীন, বৈশাখী দিন দমকা বায়ে, নূপূর পায়ে যখন আসে, গন্ধ ভাসে! পাকা আমের কালো জামের সঙ্গে লিচু, আরো কিছু ফলের সাথে সবাই মাতে! আসলে ঝড়, কন্ঠ স্বর হয়রে ভারী, তবুও আড়ি ভাঙে ঘর, ভাঙে চর কান্না বাড়ে, নদীর পাড়ে!
রোদ ঝলমলে বৈশাখী সকাল,প্রকৃতি গায় নতুন গানের তাল।হৃদয় ভরে ওঠে নতুন স্বপ্নে,শুভ হোক নতুন বছরের সেতু রচনে।
দিন যদি চলে যায় দিগন্তের শেষে রাত যদি চলে যায় তারার দেশে ভেব না বন্ধু আমি থাকব তোমাদের পাশে। হ্যাপি নিউ ইয়ার ১৪২৬
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি, আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ। মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥
বাজে ঢোল বাজে ঢাক ঐ এলো বৈশাখ! মেলা হবে খেলা হবে হবে কবি গান, বৈশাখে বাঙালির নাচে মন প্রাণ! মন নাচে প্রাণ নাচে হাসে কবি গুরু ঝড় এলে বুক কাঁপে ভয়ে দুরু দুরু!
সামনে আসছে শুভ দিন, আসছে সবার খুশির দিন, নতুন বছর কাটুক সবার আনন্দে ও খুশিতে !!! তাই ১৪২৫ বাংলা এর শূভ নববর্ষে জানাই তোমায় । হ্যাপি নিউ ইয়ার ১৪২৬
পৌষের কুয়া বৈশাখের ফল। য’দ্দিন কুয়া ত’দ্দিন জল। শনিতে সাত মঙ্গলে/(বুধ) তিন। আর সব দিন দিন
কথার শেষে নতুন বেশে আসছে কোন ভেলা আনন্দে ভেসে। নতুন বছর আসছে প্রকৃতির মাঝে, তাই তো মন সেজেছে রঙিন বেশে।