ঢাকা মেট্রোরেলের সময়সূচি ও ভাড়ার তালিকা ২০২৪

ঢাকা মেট্রোরেলের সময়সূচি ও ভাড়ার তালিকা ২০২৪
Admin September 21, 2024 25

আপনারা যারা অনলাইনে গিয়ে ঢাকা মেট্রোরেলের সময়সূচি ও ভাড়ার তালিকা খোঁজ করে থাকেন, তাদের জন্য আমি আজকের এই আর্টিকেলে জানাবো, ঢাকা মেট্রোরেলের সময়সূচি ও ভাড়ার তালিকা সম্পর্কে বিস্তারিত সকল তথ্য সমূহ। ঢাকা মেট্রোরেলের এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে কত ভাড়া লাগবে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। আপনারা যারা ঢাকা মেট্রোরেলের সময়সূচি ও ভাড়ার তালিকা জানতে চান, তারা এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন-


ঢাকা মেট্রোরেল


ঢাকা মেট্রোরেল হলো বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। ২০১৩ সালে অতি জনবহুল ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করা হয় যার অধীনে প্রথমবারের মত ঢাকায় মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। মেট্রোরেলের নিয়ন্ত্রক সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

২০১৬ সালে প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা অনুসারে ঢাকায় নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা ৩টি থেকে বাড়িয়ে ৫টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন ৬-কে নির্বাচন করা হয়। ২০১৬ সালের ২৬ জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এমআরটি লাইন-৬ এর নির্মাণকাজ শুরু হয়।

২০২২ সালের ২৮ ডিসেম্বর এমআরটি লাইন ৬-এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে ঢাকায় মেট্রোরেল আংশিক চালু হয় এবং তিনি মেট্রোরেলের প্রথম আনুষ্ঠানিক যাত্রার অংশ ছিলেন, যা ২৯ ডিসেম্বর, ২০২২ থেকে জনসাধারণের চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়।


ঢাকা মেট্রোরেলের সময়সূচি


মেট্রোরেল কতৃপক্ষ, ঢাকা মেট্রোরেলের এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে কত ভাড়া লাগবে ও মেট্রোরেলের সময়সূচি সম্পর্কে একটি নির্দিষ্ট সূচি প্রকাশ করেছে। সে অনুযায়ী ঢাকা মেট্রোরেলের সময়সূচি সকাল ০৮.০০ ঘটিকা থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত। আসুন জেনে নেই ঢাকা মেট্রোরেলের সময়সূচি সম্পর্কে সঠিক তথ্য সমূহ-


রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত Headway


  • সকাল ৮.০০ ঘটিকা থেকে সকাল ১১.০০ ঘটিকা পর্যন্ত, ১০ মিনিট পর পর মেট্রো ছাড়বে।
  • সকাল ১১.০১ মিনিট থেকে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত, ১২ মিনিট পর পর মেট্রো ছাড়বে।
  • বিকাল ০৪.০১ মিনিট থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত, ১০ মিনিট পর পর মেট্রো ছাড়বে।


শনিবারের Headway


  • সকাল ৮.০০ ঘটিকা থেকে সকাল ১১.০০ ঘটিকা পর্যন্ত, ১২ মিনিট পর পর মেট্রো ছাড়বে।
  • সকাল ১১.০১ মিনিট থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত, ১০ মিনিট পর পর মেট্রো ছাড়বে।
  • শনিবার থেকে বৃহস্পতিবার রাত ৮.১৫ মিনিট এবং রাত ৮.৩০ মিনিটে ০২(দুই)টি অতিরিক্ত মেট্রো ট্রেন আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রোরেল স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে। উল্লেখ্য এই মেট্রো ট্রেন দুইটিতে MRT Pass/Rapid Pass ধারী যাত্রীগণ চলাচল করতে পারবে।

মেট্রোরেলের ভাড়ার তালিকা

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। এরপর প্রতি দুই স্টেশন পর ১০ টাকা করে ভাড়া যোগ হবে। উত্তরা স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া হবে ৬০ টাকা।


উত্তরা সেন্টার থেকে:

  • উত্তরা সেন্টার ২০ টাকা,
  • উত্তরা সাউথ ২০ টাকা,
  • পল্লবী ৩০ টাকা,
  • মিরপুর-১১ নম্বর ৩০ টাকা,
  • মিরপুর-১০ নম্বর ৪০ টাকা,
  • কাজীপাড়া ৪০ টাকা,
  • শেওড়াপাড়া ৫০ টাকা

    উত্তরা সাউথ থেকে:

    • উত্তরা সেন্টার ২০ টাকা,
    • উত্তরা নর্থ ২০ টাকা,
    • পল্লবী ২০ টাকা,
    • মিরপুর-১১ নম্বর ২০ টাকা,
    • মিরপুর-১০ নম্বর ৩০ টাকা,
    • কাজীপাড়া ৩০ টাকা,
    • শেওড়াপাড়া ৪০ টাকা এবং
    • আগারগাঁও ৪০ টাকা।

      পল্লবী থেকে:

    • উত্তরা সাউথ ২০ টাকা,
    • উত্তরা সেন্টার ২০ টাকা,
    • উত্তরা নর্থ ৩০ টাকা,
    • মিরপুর-১১ নম্বর ২০ টাকা,
    • মিরপুর-১০ নম্বর ২০ টাকা,
    • কাজীপাড়া ২০ টাকা,
    • শেওড়াপাড়া ৩০ টাকা এবং
    • আগারগাঁও ৩০ টাকা।
      • মিরপুর-১১ নম্বর থেকে

        • পল্লবী ২০ টাকা,
        • উত্তরা সাউথ ২০ টাকা,
        • উত্তরা সেন্টার ৩০ টাকা,
        • উত্তরা নর্থ ৩০ টাকা,
        • মিরপুর-১০ নম্বর ২০ টাকা,
        • কাজীপাড়া ২০ টাকা,
        • শেওড়াপাড়া ৩০ টাকা এবং
        • আগারগাঁও ৩০ টাকা

          কাজীপাড়া থেকে:

          • মিরপুর-১০ নম্বর ২০ টাকা,
          • মিরপুর-১১ নম্বর ২০ টাকা,
          • পল্লবী ২০ টাকা,
          • উত্তরা সাউথ ৩০ টাকা,
          • উত্তরা সেন্টার ৪০ টাকা,
          • উত্তরা নর্থ ৪০ টাকা,
          • শেওড়াপাড়া ২০ টাকা এবং
          • আগারগাঁও ২০ টাকা।

            শেওড়াপাড়া থেকে:

            • কাজীপাড়া ২০ টাকা,
            • মিরপুর-১০ নম্বর ২০ টাকা,
            • মিরপুর-১১ নম্বর ২০ টাকা,
            • পল্লবী ৩০ টাকা,
            • উত্তরা সাউথ ৪০ টাকা,
            • উত্তরা সেন্টার ৪০ টাকা,
            • উত্তরা নর্থ ৫০ টাকা এবং
            • আগারগাঁও ২০ টাকা।

              আগারগাঁও থেকে:

              • শেওড়াপাড়া ২০ টাকা,
              • কাজীপাড়া ২০ টাকা,
              • মিরপুর-১০ নম্বর ২০ টাকা,
              • মিরপুর-১১ নম্বর ৩০ টাকা,
              • পল্লবী ৩০ টাকা,
              • উত্তরা সাউথ ৪০ টাকা,
              • উত্তরা সেন্টার ৫০ টাকা এবং
              • উত্তরা নর্থ ৬০ টাকা।

              মেট্রোরেলের পাস হারিয়ে গেলে কি করতে হবে

              MRT Pass হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে রেজিস্টার্ড কার্ডের বাহককে জামানত পরিশোধ করে নতুন MRT Pass গ্রহণ করতে হবে। এক্ষেত্রে অব্যবহৃত অর্থ স্বয়ংক্রিয়ভাবে নতুন MRT Pass এ স্থানান্তরিত হবে। MRT Pass হারিয়ে গেলে নিকটস্থ স্টেশনের TOM অপারেটরকে অবহিত করে রেজিস্টার্ড কার্ডের অবৈধ ব্যবহার বন্ধ করা যাবে।

              মেট্রোরেলের ষ্টেশন সমুহ

              STATIONস্টেশন
              Uttara Northউত্তরা উত্তর
              Uttara Centerউত্তরা কেন্দ্র
              Uttara Southউত্তরা দক্ষিণ
              Pallabiপল্লবী
              Mirpur-11মিরপুর-১১
              Mirpur-10মিরপুর-১০
              Kaziparaকাজীপাড়া
              Shewraparaশেওড়াপাড়া
              Agargaonআগারগাঁও
              Bijoy Sarawniবিজয় স্বরণী
              Framgateফার্মগেট
              Karwan Bazarকারওয়ান বাজার
              Shahbagশাহবাগ
              Dhaka Universityঢাকা বিশ্ববিদ্যালয়
              Bangladesh Secretariatবাংলাদেশ সচিবালয়
              Motijheelমতিঝিল