photo

Shibli Sadeeq

Former Member of the Bangladesh Parliament
Date of Birth : 28 August, 1982 (Age 42)
Place of Birth : Dinajpur, Bangladesh
Profession : Politician, Businessman
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
শিবলী সাদিক (Shibli Sadeeq) দিনাজপুর জেলার নবাবগঞ্জে জন্মগ্রহণকারী বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনী এলাকা দিনাজপুর-৬ এর নির্বাচিত সংসদ সদস্য।

প্রারম্ভিক জীবন
শিবলী সাদিক দিনাজপুরের ৬ আসনের সাবেক সাংসদ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজুর পুত্র।

শিক্ষা জীবন
তিনি ১৯৯৮ সালে আফতাবগঞ্জ বি ইউ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরপর ঢাকা আইডিয়াল স্কুল এ ভর্তি হন উচ্চ মাধ্যমিক পড়াশোনার জন্য। কিন্তু তিনি উচ্চ মাধ্যমিক সহ পরবর্তি পড়াশোনা সম্পন্ন করেন দিনাজপুর আদর্শ কলেজ থেকে।

রাজনৈতিক জীবন
তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ১১নং আসন দিনাজপুর-৬ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার আগে তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামীলীগ হতে মনোনয়ন পান 

ব্যক্তিগত জীবন
শিবলী সাদিক বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পি সালমা আক্তারকে বিয়ে করেন।তাদের একটি মেয়ে সন্তান আছে। ২০১৬ সালে শিবলী সাদিক ও সালমা আক্তারের বিচ্ছেদ হয়। ২০১৯ সালে তার নির্বাচনী এলাকা হাকিমপুরের (হিলি) মল্লিক বাড়ী মেয়ে খাদিজা শিমুর সাথে ২য় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ব্যক্তিগত জীবনে তিনি সাংস্কৃতিমনা একজন ব্যক্তি। কলেজ জীবনে তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।

বিতর্ক
২০২২ সালে শিবলী সাদিক ও তার চাচা, স্বপ্নপুরীর স্বত্বাধিকারী, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সাঁওতালদের জমি দখলের অভিযোগ অভিযোগ ওঠে। সাঁওতাল জনগোষ্ঠীর কয়েকজন ব্যক্তি সংবাদ সম্মেলন করে এমপি ও তার চাচার বিরুদ্ধে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে জমি-জমা কেড়ে নেয়া ও জমি ফিরে পেতে চাওয়ায় হত্যার হুমকি দেয়ার অভিযোগ তোলেন।শিবলী সাদিক ও তার চাচার জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করে সাঁওতালরা। পরবর্তীতে জাতীয় প্রেসক্লাবে ‘সাঁওতালদের জমি ও জীবনরক্ষা আন্দোলন’ সংবাদ সম্মেলন করে শিবলী সাদিকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করে। তবে শিবলী সাদিক জমি দখলের অভিযোগ অস্বীকার করেন।

Quotes

Total 0 Quotes
Quotes not found.