photo

Shakib Khan

Bangladeshi actor and film producer
Date of Birth : 28 Mar, 1979
Place of Birth : Dhaka, Bangladesh
Profession : Bangladeshi Actor, Model, Actor, Producer
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
Twitter
Instagram
শাকিব খান (Shakib Khan) হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা (১৯৯৯) চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি গণমাধ্যমে "কিং খান" ও "ঢালিউড কিং" হিসাবে সম্বোধিত হন। তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা।

শাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটটি মেরিল-প্রথম আলো পুরস্কার, তিনটি বাচসাস পুরস্কার ও চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার। তিনি ২০১০ সালের ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, ২০১২ সালের খোদার পরে মা, ২০১৫ সালের আরো ভালোবাসবো তোমায় এবং ২০১৭ সালের সত্তা চলচ্চিত্রের জন্য চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল নাট্যধর্মী সুভা (২০০৬), প্রণয়ধর্মী আমার প্রাণের স্বামী (২০০৭), প্রিয়া আমার প্রিয়া (২০০৮), ও বলবো কথা বাসর ঘরে (২০০৯), প্রণয়ধর্মী-হাস্যরসাত্মক আদরের জামাই (২০১১), মারপিট-প্রণয়ধর্মী ডন নাম্বার ওয়ান (২০১২), প্রণয়ধর্মী পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩), মারপিট-থ্রিলারধর্মী শিকারি (২০১৬), নবাব (২০১৭), নাট্যধর্মী রাজনীতি (২০১৭), সত্তা (২০১৭) ও প্রণয়ধর্মী-হাস্যরসাত্মক চালবাজ (২০১৮), ভাইজান এলো রে(২০১৮), নাকাব(২০১৮)। ২০১১ সালে মনের জ্বালা চলচ্চিত্রে তিনি প্রথমবারে মতো তিনি নেপথ্য সঙ্গীতশিল্পী হিসাবে গানে কন্ঠ দেন। ২০১৪ সালে তিনি হিরো: দ্যা সুপার স্টার চলচ্চিত্র দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীকালে পাসওয়ার্ড (২০১৯), বীর (২০২০)।

প্রাথমিক জীবন
শাকিব খান ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদীতে মাসুদ রানা হিসেবে জন্মগ্রহণ করেন। খানের আদি নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন ও এক ভাই। বাবার চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়।

শাকিব খানের পড়াশোনা
শাকিব খান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাশ করেন।
এছাড়াও তিনি কোরিওগ্রাফার আজিজ রেজা এর অধীনে একটি নাচের কোর্স সম্পন্ন করেন। এর পর চলচিত্রের সাথে যুক্ত হয়ে যাওয়ায় আর পড়াশোনা করা হয়ে ওঠেনি।

শাকিব খান তার ইচ্ছে প্রসঙ্গে বলেন,
"ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) হব। কারণ আমি সাইন্সের (বিজ্ঞানের) ছাত্র ছিলাম। সবসময় বুকে লালন করতাম ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব। এর বাইরে যে অপশনটি (বিকল্পটি) আমার মধ্যে কাজ করত তা হলো ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) হওয়া। খুব পছন্দ ছিল এই পেশাটিও। কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ করার পর হঠাৎ করেই যেন ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকল।

কর্মজীবন
২০০৬ - ২০১০
২০০৬ সালে তার অভিনীত ১৩টি চলচ্চিত্র মুক্তি পায় এবং সেগুলো এই বছরের সেরা ব্যবসাসফল চলচ্চিত্র ছিল। এই সাফল্যের ফলে তার পারিশ্রমিক তিন লাখ থেকে ছয়-সাত লাখে উত্তীর্ণ হয় তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প সুভা অবলম্বনে নির্মিত চাষী নজরুল ইসলাম পরিচালিত সুভা চলচ্চিত্রে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেন। এ চলচ্চিত্রের জন্য তিনি ২০০৭ সালে প্রদত্ত লাক্স-চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা বিভাগে দর্শক জরিপ ও সমালোচক উভয় শাখায় মনোনীত হন। একই বছর মুক্তি পায় এফ আই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন, পিতার আসন, দাদীমা ও চাচ্চু, ঢাকার পোলা বরিশাইল্যা মাইয়া এবং দিলীপ বিশ্বাস পরিচালিত মায়ের মর্যাদা। কোটি টাকার কাবিন চলচ্চিত্রটিতে তিনি প্রথম অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেন। চাচ্চু চলচ্চিত্র দিয়ে শাকিব খান প্রথম জনপ্রিয়তা অর্জন করেন।

২০১১ - ২০১৫
২০১১ সালে শাকিব খান অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত কোটি টাকার প্রেম ও পরিচালক জুটি শাহীন-সুমন পরিচালিত টাইগার নাম্বার ওয়ান ব্যবসাসফল হয়। মালেক আফসারী পরিচালিত মনের জ্বালা চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন অপু বিশ্বাস, চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো তিনি নেপথ্য শিল্পী হিসেবে আমি চোখ তুলে তাকালেই সূর্য লুকায় গানে কণ্ঠ দেন। মোহাম্মদ হোসেন জেমী পরিচালিত কিং খান চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করে অপু বিশ্বাস ও লামিয়া মিমো, এবং এটি বছরের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র হয়। এই চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ২০১২ সালে প্রদত্ত মেরিল-প্রথম আলো পুরস্কার-এ দর্শক জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কার অর্জন করেন।

২০১৬ - ২০২০
২০১৬ সালের শুরুতে মুক্তি পায় তার অভিনীত উত্তম আকাশ পরিচালিত রাজা ৪২০। কৌতুকধর্মী রাজা ৪২০ চলচ্চিত্রে তিনি নাম ভূমিকা অভিনয় করেছেন। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও রাভিনা বৃষ্টি। এরপর এপ্রিলে মুক্তি পায় সাফি উদ্দিন সাফি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২, যা ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর অনুবর্তী পর্ব। খান তার অভিনয় জীবনে প্রথমবারের মতো ক্রিকেটার চরিত্রে অভিনয় করেছেন। দুই ক্রিকেটারের দ্বন্দ্ব নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে তার সাথে অভিনয় করেছেন জয়া আহসান, মামনুন হাসান ইমন ও মৌসুমী হামিদ। চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পায়, এবং বক্স অফিসেও ব্যবসায়িকভাবে সফল হয়, যা বক্স অফিসে সুপার হিট হিসাবে ঘোষিত হয়। এটি ২০১৬ সালের সর্বাধিক উপার্জনকারী বাংলাদেশী চলচ্চিত্রের মধ্যে অন্যতম হয়। এই বছর ঈদুল ফিতরে মুক্তি পায় তার অভিনীত শিকারি, রানা পাগলা - দ্য মেন্টাল, সম্রাট। যৌথ প্রযোজনার শিকারি পরিচালনা করেন বাংলাদেশের জাকির হোসেন সীমান্ত ও ভারতের জয়দীপ মুখার্জী। 

২০২১ – বর্তমান
২০২১ সালে তার কয়েকটি চলচ্চিত্র মুক্তির কথা থাকলেও বাংলাদেশে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

২০২২ সালের ঈদুল ফিতরে মুক্তি পায় তার বিদ্রোহী ও গলুই। শাহীন সুমন পরিচালিত মারপিট-নাট্য চলচ্চিত্র বিদ্রোহীতে তার বিপরীতে অভিনয় করেন শবনম বুবলি ও অভিষিক্ত সুচিস্মিতা মৃদুলা। চলচ্চিত্রটিতে খান পারিশ্রমিক ৬০ লাখ টাকা নেন, যা তাকে বাংলাদেশী চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে। চলচ্চিত্রটি নকল ও ভূল উচ্চারণের জন্য সমালোচিত হয় এবং বক্স অফিসে ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। এসএ হক অলিক পরিচালিত ৫ম চলচ্চিত্র প্রণয়ধর্মী–বিয়োগান্তিক গলুইয়ে লালু চরিত্রে একজন ঢোলি (ঢোল বাদক) হিসাবে অভিনয় করেন, যেখানে প্রথমবারের তার বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেন পূজা চেরি। চলচ্চিত্রটি সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পায়, তা সত্ত্বেও বক্স অফিসে ব্যবসায়িকভাবে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারেনি।

চলচ্চিত্র সংগঠক
শাকিব খান ২০১১ সালের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে জয়লাভ করে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৫ সালের নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।

চলচ্চিত্র প্রযোজনা
২০১৪ সালে শাকিব খান এসকে ফিল্মস নামের একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন। ফেব্রুয়ারি ২০২০-এর হিসাব অনুযায়ী তিনি তিনটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। ৫ বছর পর ২০১৯ সালে তার নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের ব্যানারে পাসওয়ার্ড চলচ্চিত্রের মাধ্যমে পুনরায় প্রযোজনায় ফেরেন এই অভিনেতা। এটি মুক্তির দিক দিয়ে তার প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ২০১৮ সালে তিনি হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা নামে একটি চলচ্চিত্র প্রযোজনায় হাত দেন। চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করার কথা রয়েছে শবনম বুবলি। পরে অবশ্য চলচ্চিত্রটি আর মুক্তি পায়নি। বর্তমানে এটির চিত্রায়ণ চলছে। তার সর্বশেষ প্রযোজিত চলচ্চিত্র বীর, যা ২০২০ সালের ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পায়। এর আগে ২০১৯ সালে তিনি একসঙ্গে চারটি চলচ্চিত্র প্রযোজনার ঘোষণা দেন।

মঞ্চ অনুষ্ঠান
শাকিব খান অভিনয়ের পাশাপাশি অনেকগুলো মঞ্চ পরিবেশনাও করেছেন। খান ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে স্বাগতিক তিন দেশ ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে ‘ট্রাইনেশন বিগ শো’-এ মঞ্চ পরিবেশনা করেন। ২০১৯ সালের ১৪ নভেম্বর ভারতীয় উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট আয়োজিত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট মাঠে ২০১৯ টি১০ লীগ-এর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ পরিবেশন করেন তিনি। যেখানে হিন্দি ভাষায় কথা বলে সমালোচনার মুখোমুখি হতে হয় তাকে। ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে দুস্থ শিক্ষার্থী ও অনাথ শিশুদের সহায়তার জন্য আয়োজিত শ্রাবন্তী ও শাকিব খান নাইট নামের একটি বিচিত্রানুষ্ঠানে পশ্চিম ত্রিমোহনী ঝাঁঝরা ক্লাবে মঞ্চ মাতান খান, যেখানে তার সঙ্গে মঞ্চ মাতান ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উৎসবে মঞ্চ মাতান তিনি, যেখানে তার সঙ্গে মঞ্চ মাতান রিয়াজ, মৌসুমী ও পপি। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

বিজ্ঞাপন
খান প্রথম বিজ্ঞাপনে অভিনয় করেন এশিয়ান ডুপ্লেক্স সিটি নামের একটি বিজ্ঞাপনচিত্রে। এরপর ২০১৩ সালে এনার্জি ড্রিংকস "পাওয়ার"-এর বিজ্ঞাপনচিত্রে কাজ করেন তিনি।
২০১৮ সালে বাংলাদেশের মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের "বেশি বেশি খুশি খুশি" শিরোনামের একটি বিজ্ঞাপনে অভিনয় করেন, যেখানে প্রথমবারের মতো একসাথে দেখা যায় শাকিব খান ও নুসরাত ফারিয়াকে।

২০১৯ সালে খান আরও একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেন। আদনান আল রাজীব পরিচালিত এসএমসি ওরস্যালাইন এন-এর এই বিজ্ঞাপনচিত্রটিতে তাকে হারকিউলিস রূপে দেখা যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, “আদনানের সঙ্গে আগেও একটি বিজ্ঞাপনে কাজ করেছি। সেই কাজটি বেশ প্রশংসিত হয়েছে মানুষের কাছে। তার চিন্তা ভাবনা বেশ চমৎকার। একেবারে অন্যরকমভাবে আমাকে খুঁজে পাওয়া যাবে। বাকিটা টেলিভিশন পর্দায় দেখবেন দর্শকরা।

গণমাধ্যমে
শাকিব খানকে বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা হিসেবে গণ্য করা হয়। তাকে প্রায়ই "কিং খান" এবং "ঢালিউড কিং" হিসাবে সম্বোধন করা হয়, এছাড়াও "নাম্বার ওয়ান শাকিব খান" হিসাবেও সম্বোধন করা হয়। ২০২৩ সালের ২৮ মার্চ তার জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের একটি প্রতিবেদন অনুযায়ী, খান প্রায় দুই দশকের বর্ণাট্য কর্মজীবনে ২৪৩টিরও বেশি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং বাংলাদেশের অন্যতম সফল অভিনেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার অভিনীত বেশির ভাগ চলচ্চিত্রই ব্যবসায়িক ও সমালোচিতভাবে সফল হয়।

২০১৩ সালে বাংলাদেশের এনার্জি ড্রিংক ‘পাওয়ার’ এর শুভেচ্ছাদূত হন শাকিব খান। খানের জন্য কোনো শুভেচ্ছাদূত হিসেবে এটাই প্রথম আত্মপ্রকাশ। এরপর একই বছর তিনি এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লিমিটেডের আবাসন প্রকল্প এশিয়ান ডুপ্লেক্স টাউনের শুভেচ্ছাদূত হন। যেখানে তিনি একবছরের জন্য বিজ্ঞাপনচিত্রসহ এর বিভিন্ন প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন।

২০১৯ সালে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার ক্রোড়পত্র কলকাতা টাইমস এর ‘কলকাতা টাইমস মোস্ট ডিজায়ারেবল ম্যান’ জরিপে সেরা ২০জন তারকার তালিকায় প্রথমবারের মতো কোনো বাংলাদেশী হিসাবে স্থান করে নেন তিনি।

২০১৮ সালে ভারতে শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর ব্যবসা, দর্শকদের চাহিদা ও সহশিল্পী সবকিছু বিবেচনা করে কলকাতা টাইমস সেরা ২০ তারকার মধ্যে ১৮-তে স্থান দেয় খানকে।

ব্যক্তিগত জীবন
শাকিব খান ২০০৮ সালে ১৮ এপ্রিল তার গুলশানের বাড়িতে তার সর্বাধিক চলচ্চিত্রের সহশিল্পী অপু বিশ্বাসকে বিয়ে করেন। বিয়ের বিষয়টি গণমাধ্যমে গোপন রাখা হয়। পরে ২০১৭ সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে বিয়ের করার কথা অপু বিশ্বাস জানান। বিয়ের পর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। যার নাম রাখা হয় আব্রাম খান জয়।

২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব খান তালাকের জন্য আবেদন করেন এবং ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয়।

শাকিব খান ক্রিকেট খেলার ভক্ত। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্ত ও বন্ধু।

চিত্রনায়ক শাকিব খান যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করছেন। অভিনয়শিল্পী হিসেবে ইবি ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করেছেন তিনি। ২০২০ সালে একটি এজেন্সির মাধ্যমে আবেদন করেন। যুক্তরাষ্ট্রে তার নাগরিকত্ব লাভের বিষয়টি দেখাশোনা করছে আমেরিকাপ্রবাসী এক নেপালি উকিল।

রাজনৈতিক দৃষ্টিভঙ্গি
২০১৮ সালে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল শাকিব খানের। ২০১৮ সালের ১০ নভেম্বর তিনি জানান যে, ১১ নভেম্বর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনবেন।

যদিও এদিন রাতেই তিনি তার সিদ্ধান্ত বদল করেন এবং জানান যে, তিনি নির্বাচন করছেন না। তিনি বলেন, "সি‌নেমা ছে‌ড়ে এখনই আমার অন্য কিছু নি‌য়ে ব্যস্ত হওয়া ঠিক হ‌চ্ছে না। সি‌নেমায় থে‌কেও দে‌শের সেবা করা সম্ভব। তাই ঘ‌নিষ্ঠ‌দের স‌ঙ্গে আলোচনা ক‌রেই নির্বাচ‌নে অংশ না নেয়ার ব্যাপা‌রে সিদ্ধান্ত নিলাম।

এরপর তিনি একই নির্বাচনে একটি ভিডিও বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীকে ভোট চান। ১ মিনিটের ঐ ভিডিও বার্তায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। তাকে ‘মমতাময়ী মা’ ও উন্নয়নের প্রতীক হিসেবে উল্লেখ করেন শাকিব খান।

সমালোচনা
২০১৭: চলচ্চিত্র সংগঠন কর্তৃক অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা
২০১৭ সালের ১০ এপ্রিল অভিনেত্রী অপু বিশ্বাস নিউজ টোয়েন্টিফোরে লাইভ অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে তার গোপন বিয়ে এবং তাদের সন্তানের খবর জানান।এর প্রতিক্রিয়ায় ১৬ এপ্রিল একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান বলেন, ‘‘এখন যেহেতু বেশি সিনেমা নির্মাণ হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি। পরিচালক সমিতির তালিকায় দেখবেন অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডা মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? শিল্পী এবং প্রযোজকদেরও একই অবস্থা। খানের এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এবং চলচ্চিত্রপাড়ায় তাকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়। এরপর ২০১৭ সালের ২৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিসহ ১২টি চলচ্চিত্র সংগঠন যৌথভাবে খানকে বাংলাদেশী চলচ্চিত্র থেকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এবং মহাসচিব বদিউল আলম খোকন স্বাক্ষরিত নিষেধাজ্ঞার ওই বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়েছে, ‘‘বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র-সংশ্লিষ্ট কুশলীদের সব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়

শাকিব খান এর..মুভি লিস্ট
 ১। অনন্ত ভালোবাসা (ইরিন
 জামান)
 ২। সবাইতো সুখী হতে যায়
 (কারিশমা শেখ)
 ৩। দুজন দুজনার (পপি)
 ৪। আজকের দাপট (পূর্ণিমা)
 ৫। জানের জান (মুনমুন)
 ৬। গোলাম (শাবনূর)
 ৭। দস্যু (পপি)
 ৮। পাগলা বাবা (মুনমুন)
 ৯। ডাকু রানী (পপি)
 ১০। বন্ধু যখন শত্রু (পূর্ণিমা)
 ১১। পালটা হামলা (ময়ূরী)
 ১২। প্রেম সংঘাত (শাবনূর)
 ১৩। বিষে ভরা নাগিন (মুনমুন)
 ১৪। ওরা সাহসী (পপি)
 ১৫। লোহার শিকল (ময়ূরী)
 ১৬। দুই নাগিন (মুনমুন)
 ১৭। ফুল নেবে না অশ্রু নেবে
 (শাবনূর)
 ১৮। ওরা দালাল (রচনা ব্যানার্জী)
 ১৯। ডেঞ্জার (কারিশমা শেখ)
 ২০। মরণ নিশান (ময়ূরী)
 ২১। বিষাক্ত নাগিন (মুনমুন)
 ২২। সাহসী মানুষ চাই (কেয়া)
 ২৩। সবার উপরে প্রেম (শাবনূর)
 ২৪। নাটের গুরু (মুনমুন)
 ২৫। ক্ষমতার দাপট (পপি)
 ২৬। রুখে দাড়াও (সাহারা)
 ২৭। বড় মালিক (সাথী)
 ২৮। হিম্মত (তামান্না)
 ২৯। ভয়ংকর পরিণাম (পপি)
 ৩০। ব্যাড সন (বৈশাখী)
 ৩১। দুর্ধর্ষ (শাকিবা)
 ৩২। মায়ের মর্যাদা (শাবনূর)
 ৩৩। লালু কসাই (সাহারা)
 ৩৪। আন্ডার ওয়ার্ল্ড (কেয়া)
 ৩৫। জুয়াড়ি (পপি)
 ৩৬। লাস্ট টার্গেট (কারিশমা
 শেখ)
 ৩৭। কসম বাংলার মাটি (ময়ূরী)
 ৩৮। ঠেকাও মাস্তান (শিমলা)
 ৩৯। বাহাদুর সন্তান (একা, ময়ূরী)
 ৪০। মায়ের জেহাদ (পূর্ণিমা)
 ৪১। ভণ্ড ওঝা (মুনমুন)
 ৪২। হুমকির মুখে (একা)
 ৪৩। নিস্পাপ কয়েদী (শিমলা)
 ৪৪। অশান্তির আগুন (তামান্না)
 ৪৫। হিরা চুনি পান্না (পপি)
 ৪৬। বোবা খুনি (মুনমুন)
 ৪৭। জ্যান্ত লাশ (কেয়া)
 ৪৮। ধর শয়তান (সাহারা)
 ৪৯। জাত শত্রু (পলি)
 ৫০। নিখোঁজ সংবাদ (বৈশাখী)
 ৫১। কোটি টাকার কাবিন (অপু)
 ৫২। পিতার আসন (অপু, নিপুণ)
 ৫৩। মায়ের হাতে বেহেস্তের
 চাবি (অপু)
 ৫৪। দাদীমা (অপু)
 ৫৫। নষ্ট (কেয়া)
 ৫৬। মিয়া বাড়ির চাকর (অপু)
 ৫৭। দুই নাম্বার (নেহা)
 ৫৮। যদি বউ সাজো গো (অপু)
 ৫৯। ও প্রিয়া তুমি কোথায় (শাবনূর)
 ৬০। পরেনা চোখের পলক (রত্না)
 ৬১। হট লাইন (রত্না)
 ৬২। স্বপ্নের বাসর (শাবনূর)
 ৬৩। বস্তির রানী সুরিয়া (পপি)
 ৬৪। রাজধানীর রাজা (কেয়া)
 ৬৫। জন্ম (জনা,শাবনূর)
 ৬৬। হৃদয় শুধু তোমার জন্য (শাবনূর)
 ৬৭। মনে প্রাণে আছো তুমি (অপু)
 ৬৮। ভাড়াটে খুনি (সাহারা)
 ৬৯। হিংসা প্রতিহিংসা (রত্না)
 ৭০। যুদ্ধে যাবো (মুনমুন)
 ৭১। হিংসার পতন (পূর্ণিমা)
 ৭২। নষ্ট ছাত্র (সাহারা)
 ৭৩। খল নায়িকা (মুনমুন)
 ৭৪। কপাল (শাবনূর)
 ৭৫। রাঙা মাস্তান (কেয়া)
 ৭৬। শিকারি (পূর্ণিমা)
 ৭৭। খুনি শিকদার (নদী)
 ৭৮। বাপ বেটির যুদ্ধ (পপি)
 ৭৯। পাল্টা আক্রমণ (কেয়া)
 ৮০। সমাজের শত্রু (উপমা)
 ৮১। মেজাজ গরম (পূর্ণিমা)
 ৮২। আজকের ক্যাডার (ময়ূরী)
 ৮৩। গণ দুশমন (পপি)
 ৮৪। নাচনেওয়ালি (শাবনূর)
 ৮৫। গুরু দেব (মুনমুন)
 ৮৬। দুশমন দরদী (পূর্ণিমা)
 ৮৭। মুখোশধারী (তামান্না)
 ৮৮। উত্তেজিত (শিমলা)
 ৮৯। স্ত্রীর মর্যাদা (মুনমুন)
 ৯০। মায়ের হাতের বালা (নদী)
 ৯১। প্রাণের মানুষ (শাবনূর)
 ৯২। প্রেম মানে না বাঁধা (অপু)
 ৯৩। বিশ্ব বাটপার (পপি)
 ৯৪। ভালোবাসার দুশমন (শাবনূর)
 ৯৫। বাঁধা (পূর্ণিমা)
 ৯৬। সিটি টেরর (বৈশাখী)
 ৯৭। আমাদের ছোট সাহেব
 (অপু,সাহারা)
 ৯৮। টপ লিডার (নেহা)
 ৯৯। নয়ন ভরা জল (শাবনূর)
 ১০০। ডাক্তার বাড়ি (জনা)
 ১০১। নগ্ন হামলা (নদী)
 ১০২। কঠিন শাস্তি (তামান্না)
 ১০৩। ও সাথী রে (অপু)
 ১০৪। বিয়ে বাড়ি (রোমানা)
 ১০৫। আমার স্বপ্ন তুমি (শাবনূর)
 ১০৬। হিংস্র মানব
 ১০৭। কথা দাও সাথী হবে (অপু)
 ১০৮। সাত খুন মাফ (নদী)
 ১০৯। ঢাকাইয়া পোলা বরিশালের
 মাইয়া (শাবনূর)
 ১১০। তুই যদি আমার হইতি রে
 (মৌসুমী)
 ১১১। চাচ্চু (অপু)
 ১১২। সন্তান আমার অহংকার
 (রত্না,অপু)
 ১১৩। জমজ (পপি)
 ১১৪। রঙ্গিন সমাধি (শাবনূর)
 ১১৫। শুভা (পূর্ণিমা)
 ১১৬। রঙ্গিন রসের বাইদানি
 (শাবনূর)
 ১১৭। তুমি আমার প্রেম ( অপু)
 ১১৮। এক বুক জ্বালা (শুভেচ্ছা)
 ১১৯। তুমি স্বপ্ন তুমি সাধনা (অপু)
 ১২০। এক টাকার বউ
 (শাবনূর,রোমানা)
 ১২১। আমার জান আমার প্রাণ
 (অপু,রেসি)
 ১২২। দানব সন্তান (পপি)
 ১২৩। প্রিয়া আমার প্রিয়া
 (সাহারা)
 ১২৪। জান আমার জান (অপু)
 ১২৫। চেহারা (রেসি)
 ১২৬। বিয়ের প্রস্তাব (পূর্ণিমা)
 ১২৭। প্রেমে পড়েছি (রোমানা,অপু)
 ১২৮। টিপ টিপ বৃষ্টি (শাবনূর)
 ১২৯। প্রেম কয়েদী (সাহারা)
 ১৩০। বলবো কথা বাসর ঘরে
 (শাবনূর,সাহারা)
 ১৩১। স্বামীর সংসার (অপু)
 ১৩২। হৃদয় আমার নাম (ইরিন
 জামান)
 ১৩৩। কাবিন নামা (অপু)
 ১৩৪। আজকের সমাজ (পূর্ণিমা)
 ১৩৫। তোমার জন্য মরতে পারি (অপু)
 ১৩৬। স্বামী স্ত্রীর ওয়াদা
 (শাবনূর,রোমানা)
 ১৩৭। জন্ম তোমার জন্য (অপু)
 ১৩৮। আমার প্রাণের স্বামী
 (শাবনূর,নিপুণ)
 ১৩৯। ভালোবাসার লাল গোলাপ
 (অপু, পূর্ণিমা)
 ১৪০। তোমাকে বউ বানাবো
 (শাবনূর)
 ১৪১। সবার উপরে তুমি (স্বস্তিকা)
 ১৪২। আমার প্রাণের প্রিয়া (মীম)
 ১৪৩। আমার বুকের মধ্যিখানে
 (অপু,রেসি)
 ১৪৪। মন যেখানে হৃদয় সেখানে
 (অপু,রত্না)
 ১৪৫। কঠিন প্রেম (শাবনূর)
 ১৪৬। টপ হিরো (অপু)
 ১৪৭। টাকার চেয়ে প্রেম বড় (অপু)
 ১৪৮। বল না কবুল (অপু)
 ১৪৯। ভালোবেসে মরতে পারি
 (সাহারা)
 ১৫০। বল না তুমি আমার (শখ)
 ১৫১। মা আমার স্বর্গ (পূর্ণিমা)
 ১৫২। নাম্বার ওয়ান শাকিব খান
 (অপু)
 ১৫৩। সাহের নামে গোলাম
 (সাহারা)
 ১৫৪। কিং খান (অপু,মিমো)
 ১৫৫। ভালোবাসলেই ঘর বাঁধা যায়
 না (অপু,রোমানা)
 ১৫৬। ভালোবাসা দিবি কিনা বল
 (অপু)
 ১৫৭। মনে বড় কষ্ট (অপু)
 ১৫৮। জীবন মরণের সাথী (অপু)
 ১৫৯। নিঃশ্বাস আমার তুমি (অপু)
 ১৬০। প্রেমিক পুরুষ (অপু,রোমানা)
 ১৬১। মনের জ্বালা (অপু)
 ১৬২। হায় প্রেম হায় ভালোবাসা
 (অপু)
 ১৬৩। চাচ্চু আমার চাচ্চু (অপু)
 ১৬৪। তুমি আমার মনের মানুষ (অপু)
 ১৬৫। জনম জনমের প্রেম (অপু)
 ১৬৬। পরাণ যায় জ্বলিয়ারে
 (পূর্ণিমা,নদী,রোমানা)
 ১৬৭। টাইগার নাম্বার ওয়ান
 (সাহারা,নিপুণ)
 ১৬৮। কোটি টাকার প্রেম (অপু)
 ১৬৯। একবার বল ভালোবাসি
 (অপু,তমা মীর্জা)
 ১৭০। প্রিয়া আমার জান (অপু)
 ১৭১। তোর কারণে বেঁচে আছি (অপু)
 ১৭২। জান কোরবান (অপু)
 ১৭৩। বস নাম্বার ওয়ান
 (সাহারা,নিপুণ)
 ১৭৪। মনের ঘরে বসত করে (অপু)
 ১৭৫। আদরের জামাই (অপু,নিপুণ)
১৭৬। মাটির ঠিকানা
 (পূর্ণিমা,শাকিবা)
 ১৭৭। অন্তরে আছো তুমি (অপু)
 ১৭৮। আমার চ্যালেঞ্জ (সাহারা)
 ১৭৯। আই লাভ ইউ (পূর্ণিমা)
 ১৮০। এক টাকার দেনমোহর (অপু)
 ১৮১। সন্তানের মতো সন্তান
 (সাহারা)
 ১৮২। এক মন এক প্রাণ (অপু,তমা
 মীর্জা)
 ১৮৩। মাই নেম ইজ সুলতান
 (সাহারা)
 ১৮৪। সে আমার মন কেড়েছে
 (তিন্নি)
 ১৮৫। খোদার পরে মা (সাহারা)
 ১৮৬। দুর্ধর্ষ প্রেমিক (অপু)
 ১৮৭। ডন নাম্বার ওয়ান (সাহারা)
 ১৮৮। ঢাকার কিং (অপু,নিপুণ)


শাকিব খানের নেট ওয়ার্থ কত?
শাকিব খান হলেন একজন বাংলাদেশী অভিনেতা যার মোট সম্পদ $20 মিলিয়ন। শাকিব খানের জন্ম নারায়ণগঞ্জ, ঢাকা, বাংলাদেশের। 1999 সালে আত্মপ্রকাশের পর তিনি সর্বকালের অন্যতম সফল বাংলাদেশী অভিনেতা হয়ে উঠেছেন। খান আটটি মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন এবং 2010 সালে 'ভালোবাসলেই ঘোর বাঁধা যায় না' সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। 2012 সালে মা এবং 2015 সালে অরো ভালোবাসা তোমার।

খান একজন প্রযোজকও যিনি হিরো: দ্য সুপারস্টার চলচ্চিত্রে কাজ করেছিলেন তার নিজের কোম্পানি এসকে ফিল্মসের সাথে যা 2014 সালে চালু হয়েছিল। তিনি 2011 সালে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হন এবং 2015 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। শাকিব খান 2008 সালে অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে করেন। যদিও 2016 সালে একটি ছেলে হওয়ার পর তাদের বিয়ে 2017 পর্যন্ত গোপন রাখা হয়েছিল। তিনি এশিয়ান ডুপ্লেক্স টাউন এবং প্রাণ পাওয়ার এনার্জি ড্রিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন।



Quotes

Total 0 Quotes
Quotes not found.