photo

Rahitul Islam

Rahitul Islam Is a Bangladeshi Writer
Date of Birth : 14 September, 1989 (Age 35)
Place of Birth : Jessore, Khulna, Bangladesh
Profession : Writter, Film Writer, Journalist, Bangladeshi Journalist
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
রাহিতুল ইসলাম (Rahitul Islam Ruwel) একজন বাংলাদেশি তথ্যপ্রযুক্তি সাংবাদিক, লেখক ও নাট্যকার। বর্তমানে দেশের একটি শীর্ষ দৈনিকে সাংবাদিকতা করছেন। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চাও করেন। তবে তাঁর আগ্রহের বিষয় মূলত তথ্যপ্রযুক্তি। সংবাদপত্রে লিখে আর কথাসাহিত্য রচনার মধ্য দিয়ে চেষ্টা করে যাচ্ছেন পাঠকদের এই জগতের জানা-অজানা নানা বিষয়ের সঙ্গে পরিচিত করাতে। প্রকাশিত বইয়ের সংখ্যা ১২। উল্লেখযোগ্য উপন্যাস: ‘কল সেন্টারের অপরাজিতা’, ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’, ‘হ্যালো ডাক্তার আপা’, ‘ভালোবাসার হাট-বাজার’ এবং ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’। ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ বইটি ফিলিপাইন থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ বইয়ের জন্য জাতীয় ফ্রিল্যান্সিং অ্যাওয়ার্ড (২০১৯) এবং ‘কল সেন্টারের অপরাজিতা’র জন্য এসবিএসপি সাহিত্য পুরস্কার (২০২১) পেয়েছেন।

Quotes

Total 12 Quotes
বুঝে হোক না বুঝে হোক, মানুষ ভুল করে। কিছু ভুল ভাবনাহীন, অগ্রপশ্চাত না ভেবেই মানুষ করে ফেলে। তবে, যা-ই হোক, ভুল তো ভুলই, সেটা সেই হিসেবেই থেকে যায়। ভুল করার পরমুহূর্তে যে বুঝতে পারে, অস্থিরতা তাকে ভর করে। সে অস্থিরতা পাথরের মত, সব সময় বুকে চেপে থাকে। এই বোঝা নিয়ে মানুষ কিভাবে চলে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড? ~ রাহিতুল ইসলাম
ছাইয়ের গাদায় মণিমুক্তোর মতো কত যে গল্প ছড়িয়ে আছে! তার সন্ধানে আমি পথে পথে ঘুরি।
দাঁড়িয়ে থাকার মানে কেবল অপেক্ষা নয়, তাকিয়ে আছি বলে ভেবো না দুর্বলতা ভেবো না পরাজয়। ~ রাহিতুল ইসলাম
বুঝে হোক না বুঝে হোক, মানুষ ভুল করে। কিছু ভুল ভাবনাহীন, অগ্রপশ্চাত না ভেবেই মানুষ করে ফেলে। তবে, যা-ই হোক, ভুল তো ভুলই, সেটা সেই হিসেবেই থেকে যায়। ভুল করার পরমুহূর্তে যে বুঝতে পারে, অস্থিরতা তাকে ভর করে। সে অস্থিরতা পাথরের মত, সব সময় বুকে চেপে থাকে। এই বোঝা নিয়ে মানুষ কিভাবে চলে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড? ~ রাহিতুল ইসলাম
মন খারাপের রাতে আমি তোমায় পাচ্ছি কই? যে পথ ধরে চলে গিয়েছ সে পথ চেয়ে রই। ~ রাহিতুল ইসলাম
চুমুকে ডুবে যাই এই আমি যেখানে ভাবছ সেখানে নেই আমি। ~ রাহিতুল ইসলাম
কম্পিউটারের মত ভাইরাস ভরা জীবনে যখন একটুও দম ফেলার সময় নেই, তখন বারান্দায় গিয়ে একবুক শ্বাস নেওয়ার নাম বেঁচে থাকার অ্যান্টিভাইরাস। ~ রাহিতুল ইসলাম
আড়ালে যাবার আগে বাড়ালে আলোর হাত, আবার হবে দেখা কাটলে আঁধার রাত। ~ রাহিতুল ইসলাম
আমি প্রকৃতির লোক, নীরব লেখক। ~ রাহিতুল ইসলাম
বল প্রয়োগ করে যদি জিততে চাও, মনে রেখো, তুমিও হারবে নিশ্চিত। কারণ, আরো ক্ষমতাবান কেউ না কেউ তোমাকেই বল প্রয়োগ করবে। তখন বারবার মনে পড়বে আমার কথা।