-64f0de210b44b.jpg)
Prarthana Fardin Dighi
Bangladeshi film actress and model
Date of Birth | : | 09 September, 2000 (Age 24) |
Place of Birth | : | Chattogram |
Profession | : | Film Actor, Model |
Nationality | : | Bangladeshi |
Social Profiles | : |
Facebook
Instagram
|
প্রার্থনা ফারদিন দীঘি (Prarthana Fardin Dighi) বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। তার বাবা সুব্রত চক্রবর্তী চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘী। কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা দিঘী অভিনীত প্রথম চলচ্চিত্র। ২০২১ সালে তুমি আছো তুমি নেই চলচ্চিত্রের মাধ্যমে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে পুনরায় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
ব্যক্তিগত জীবন
ব্যক্তিগত জীবনে দীঘি চলচ্চিত্র পরিবারের সন্তান। তার বাবা সুব্রত চক্রবর্তী চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র নায়িকা। ২০১১ সালে দীঘির মা দোয়েল মারা যান। বর্তমানে দীঘি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে পড়ছেন।
অভিনয় জীবন
দীঘি কাজী হায়াত পরিচালিত কাবুলিওয়ালা চলচ্চিত্রের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করেন । চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দীঘি। কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা দীঘি অভিনীত প্রথম চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই ২০০৬ সালে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দীঘি। তারপরে আরও দুটি চলচ্চিত্রে অভিনয়ের কারণে শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে সে।
চলচ্চিত্রের তালিকা
বছর | চলচ্চিত্র | চরিত্রের নাম | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০০৬ | কাবুলিওয়ালা | মিনি | কাজী হায়াৎ | প্রথম শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ |
চাচ্চু | এফ আই মানিক | |||
দাদীমা | এফ আই মানিক | |||
২০০৭ | সাজঘর | শাহ আলম কিরণ | ||
অবুঝ শিশু | শফিকুল ইসলাম ভৈরবী | |||
কপাল | হাসিবুল ইসলাম মিজান | |||
২০০৮ | বাবা আমার বাবা | ইলিয়াস কাঞ্চন | ||
১ টাকার বউ | পি এ কাজল | |||
২০০৯ | পিরিতির আগুন জ্বলে দিগুন | পি এ কাজল | ||
পাঁচ টাকার প্রেম | শাহীন-সুমন | |||
২০১০ | রিকসাওয়ালার ছেলে | মনতাজুর রহমান আকবর | ||
চাচ্চু আমার চাচ্চু | এফ আই মানিক | |||
জীবন মরণের সাথী | শাহাদাত হোসেন লিটন | |||
টপ হিরো | মনতাজুর রহমান আকবর | |||
২০১১ | ছোট্ট সংসার | মনতাজুর রহমান আকবর | ||
তোর কারণে বেঁচে আছি | এম বি মানিক | |||
২০১২ | দ্যা স্পিড | সোহানুর রহমান সোহান | ||
২০১৫ | লীলা মন্থন | জাহিদ হোসেন, খোরশেদ আলম খসরু | ||
২০২১ | তুমি আছো তুমি নেই | রুমা/মমতাময়ী | দেলোয়ার জাহান ঝন্টু | প্রাপ্ত বয়স্ক অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ |
টুঙ্গিপাড়ার মিয়া ভাই | শেখ ফজিলাতুন্নেছা মুজিব (রেনু) | সেলিম খান, শামীম আহমেদ রনি | ||
২০২২ | শেষ চিঠি (ওয়েব ফিল্ম) | তুলি | সুমন ধর | প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে প্রার্থনা ফারদিন দীঘি |
২০২৩ | মুজিব:একটি জাতির রূপকার | তরুণী রেনু (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) | শ্যাম বেনেগাল |
পুরস্কার
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার
বছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
২০০৬ | শ্রেষ্ঠ শিশু শিল্পী | কাবুলিওয়ালা' | বিজয়ী | |
২০০৮ | শ্রেষ্ঠ শিশু শিল্পী | ১ টাকার বউ | বিজয়ী | |
২০১০ | শ্রেষ্ঠ শিশু শিল্পী | চাচ্চু আমার চাচ্চু | বিজয়ী |
- বিসিআরএ অ্যাওয়ার্ড
বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২০০৭ | শ্রেষ্ঠ শিশুশিল্পী (সমালোচক) | বিজয়ী |
Quotes
Total 0 Quotes
Quotes not found.