photo

Husam Uddin Chowdhury Fultali

Member of Jatiya Sangsad
Date of Birth : 05 Feb, 1974
Place of Birth : Sylhet, Bangladesh
Profession : Politician
Nationality : Bangladeshi
Social Profiles :
Facebook
মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী (Husam Uddin Chowdhury Fultali) বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি সিলেট-৫ আসনের সংসদ সদস্য।

প্রারম্ভিক জীবন
মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ১৯৭০ সালে সিলেটের জকিগঞ্জের ফুলতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ও মাতা নেহারুন নেছা খানম।

রাজনৈতিক জীবন
ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালারের নাম মাওলানা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। ইতিপূর্বে তাঁর জন্য বিভিন্ন সরকারের সর্বোচ্চ মহল থেকে এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব এসেছে বার বার। তিনি স্বেচ্ছায় তা প্রত্যাখ্যান করেছিলেন। তিনি চেয়েছিলেন সংসদের বাহিরে থেকে সংসদকে পরামর্শ দিয়ে যাবেন। দিয়েও গেছেন। কিন্তু সময়ের পরিক্রমায় আজ অপরিহার্য হয়ে দাড়িছে সংসদে ইসলাম ও মুসলমানদের প্রতিনিধিত্ব করার মতো একজন দ্বীন দরদী মানুষের। কারণ আজ শিক্ষা ব্যবস্থার ঘাড়ে নাস্তিক্যবাদীরা আস্থানা গেড়েছে, যাঁর ফলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে অগ্রসর হচ্ছে, জাতীয় সংসদকে এখন রঙ্গমঞ্চ করা হয়েছে, রাষ্ট্র ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে ধর্ম বিদ্বেষী বিশ বাষ্প ছড়ানো হচ্ছে। জাতির এই ক্রান্তিলগ্নে মহান জাতীয় সংসদে মাওলানা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর মতো একজন মর্দে মুজাহিদের বড্ড প্রয়োজন। দ্বীনের পক্ষে মুসলিম মিল্লাতের স্বার্থে আপোষহীনভাবে কথা বলার জন্য নিঃসন্দেহে তাঁর জুড়ি নাই। তিনি ইতিপূর্বে প্রমাণ করেছেন যে, তিনি পারেন, পারবেন। রাষ্ট্রের কোন দায়িত্বে না থেকেও তিনি উম্মাহ’র জন্য, ইসলামী তাহজিব তামাদ্দুনের জন্য তিনি জাতিকে অনেক কিছু দিয়েছেন। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলনে তিনি প্রধান সেনাপতির ভূমিকা পালন করেছেন, বিতর্কিত নারী নীতি বন্ধ করতে অগ্রনায়কের ভূমিকা পালন করেছিলেন, শাহজালাল ইউনিভার্সিটিতে জাহানারা ইমামের মুর্তি নির্মাণ বন্ধ করেছিলেন, হাইকোর্টে মুর্তি বিরোধী আন্দোলনের জাতীয় পর্যায়ে ভূমিকায় ছিলেন, সর্বশেষ তিনি একাই বিতর্কিত ডারউইনের মতবাদভূক্ত পাঠ্যপুস্তক বাতিল করতে সরকারকে বাধ্য করেছেন। শুধু তাইনা- আঞ্চলিক, জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে যখনই ইসলাম ও মুসলমানের উপর আঘাত এসেছে তিনি তার বিরুদ্ধে সরব ভূমিকা পালন করেছেন।

মাওলানা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Quotes

Total 0 Quotes
Quotes not found.