photo

Anwar Hossain

Bangladeshi photographer and cinematographer
Date of Birth : 06 October, 1948
Date of Death : 12 January, 2018 (Aged 69)
Place of Birth : Dhaka, East Pakistan, Dominion of Pakistan
Profession : Cinematographer, Bangladeshi Photographer
Nationality : Bangladeshi
আনোয়ার হোসেন (Anwar Hossain) ছিলেন বাংলাদেশের একজন আলোকচিত্রী, চলচ্চিত্র ভিডিওগ্রাফার। বাংলাদেশের চলচ্চিত্রে চিত্রগ্রহণে অবদানের জন্য তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

প্রারম্ভিক জীবন

আনোয়ার হোসেনের জন্ম ১৯৪৮ খ্রিষ্টাব্দের ৬ অক্টোবর পুরোন ঢাকার আগানবাব দেউড়িতে। তার বাবা কাজ করতেন সিনেমা অফিসে। শৈশবে তিনি দারিদ্র্যের মধ্যে পড়ালেখা চালিয়ে যান। ১৯৬৫ সালে আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি নটরডেম কলেজে ভর্তি হন এবং সেখান থেকে ১৯৬৭ সালে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৪ খ্রিষ্টাব্দে চলচ্চিত্রের চিত্রগ্রহণের উপর উচ্চতর শিক্ষার জন্য ভারতের পুনা ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন।

কর্মজীবন

১৯৬৭ খ্রিষ্টাব্দে মাত্র দুই ডলার (সমমান ৩০ টাকা) দিয়ে কেনা প্রথম ক্যামেরা দিয়ে তার আলোকচিত্রী জীবনের শুরু। প্রথম সাত বছর ধার করা ক্যামেরা আর চলচ্চিত্রের ধার করা ফিল্ম দিয়ে তিনি কাজ করেন। ঐ ফিল্মগুলো ছিল সাদাকালো। তিনি ৩৬ টাকা ব্যয়ে রঙিন ছবি তোলা শুরু করেন ১৯৬৯ খ্রিষ্টাব্দে। পরবর্তি ২০ বছর আলোকচিত্রের মাধ্যমে বাংলাদেশকে আবিষ্কারের চেষ্টা করেছেন।

চিত্রগ্রহণ

  • সূর্য দীঘল বাড়ী, ১৯৭৯
  • এমিলের গোয়েন্দা বাহিনী, ১৯৮০
  • বস্ত্রবালিকারা (টিভি প্রামাণ্যচিত্র)
  • দহন, ১৯৮৫
  • অন্য জীবন, ১৯৯৫
  • নদীর নাম মধুমতী, ১৯৯৪
  • চিত্রা নদীর পারে, ১৯৯৯
  • লালসালু, ২০০১
  • শ্যামল ছায়া, ২০০৪
  • তিন সুন্দরী, ২০০৬
  • স্বপ্নভূমি, ২০০৭

Quotes

Total 0 Quotes
Quotes not found.