-659462c8b3886.jpg)
Afsana Mimi
Bangladeshi actress and model
Date of Birth | : | 20 December, 1968 (Age 56) |
Place of Birth | : | Dhaka, Bangladesh |
Profession | : | Actress, Film Director, Model |
Nationality | : | Bangladeshi |
Social Profiles | : |
Facebook
Twitter
Instagram
|
আফসানা মিমি (Afsana Mimi) একজন বাংলাদেশী অভিনেত্রী, মডেল, পরিচালক।
ব্যক্তিগত জীবন
বাবার নাম সৈয়দ ফজলুল করিম। তিনি পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। মা শিরীন আফরোজ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এই অভিনেত্রী পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৯৫ সালে আফসানা মিমি গাজী রাকায়েত সহশিল্পী কে বিয়ে করেন। ১৯৯৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
কর্মজীবন
মিমি ১৯৯০ সালে বাংলা টেলিভিশনে কোথাও কেউ নেই নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তারপর থেকে তিনি বহু টেলিভিশন নাটক এবং কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯২ সালে আজিজুর রহমানের ‘দিল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার। তারপর ‘নদীর নাম মধুমতি (১৯৯৪)’, ‘চিত্রা নদীর পাড়ে (১৯৯৯)’, ‘প্রিয়তমেষু (২০০৯)’ ছবিতে অভিনয় করেন।
পরবর্তীতে তিনি মনের কথা নামে একটি টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনা করেন।
২০১৩ সালের সেপ্টেম্বর অণুয়ায়ী তিনি মুহাম্মদ জাফর ইকবালের গল্প ক্যাম্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের পরিচালনা করেন।
কাজ
চলচ্চিত্র
- দিল (১৯৯২)
- নদীর নাম মধুমতী (১৯৯৪)
- চিত্রা নদীর পারে (১৯৯৯)
- প্রিয়তমেষু (২০০৯)
- পাপ পুন্য (২০২২)
টেলিভিশন নাটক
- বন্ধন
- ডল’স হাউজ (২০০৭–২০০৯)
- কাছের মানুষ (২০০৬)
- কোথাও কেউ নেই (১৯৯০)
- মনের কথা
- জীবন যে রকম
- কথা দিলাম
- সেই তুমি
- বেদনার রং নীল
- নক্ষত্রের রাত
- ইতি তোমার আমি
- অতিক্রম
- অতসী
Quotes
Total 0 Quotes
Quotes not found.