ট্রেনের টিকিট কাটার অ্যাপস
-65cf723c7024f.jpg)
Admin
February 16, 2024
541
ঘরে বসেই কাটতে পারবেন ট্রেনের টিকিট। আপনারা কি চান অ্যাপের মাধ্যমে টিকিট ক্রয় করতে? এর জন্য আপনার মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটির মাধ্যমে ঘণ্টায় ১৫ হাজার টিকিট কাটা যাবে। অর্থাৎ প্রতি মিনিটে ২৫০ টা টিকিট কাটা যাবে।
একই সঙ্গে একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। মোট টিকিটের ৫০ শতাংশ ক্রয় করা যাবে মোবাইলের ম্যাসেজ বা অনলাইনের মাধ্যমে।
যেভাবে ট্রেনের টিকিট কাটার Apps এ একাউন্ট খুলবেন:
প্রথমে আপনার মোবাইল থেকে প্লে স্টোর অ্যাপসটি ওপেন করুন এবং সার্চবারে লিখুন Rail Sheba.
এরপর অ্যাপস টি আসলে ইনস্টল বাটনে ক্লিক করে ডাউনলোড সম্পূর্ণ করুন এবং ওপেন করুন।
এরপর রেজিস্টার বাটনে ক্লিক করে সম্পূর্ণ নাম, ইমেইল, ফোন নাম্বার, পাসওয়ার্ড, আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ এনআইডি নাম্বার, ঠিকানা এবং পোস্টাল কোড দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করুন।
[ এনআইডি কার্ড যদি আপনার না থাকে এক্ষেত্রে বার্থ সার্টিফিকেট এর নাম্বার প্রযোজ্য হবে। পাশাপাশি কোন নাম্বারে কোন ভেরিফিকেশন কোড আসলে তা রেজিস্টার করার সময় ব্যবহার করুন। ]
ট্রেনের টিকিট কাটার অ্যাপস ব্যাবহার করে যেভাবে টিকিট ক্রয় করবেন:
প্রথমে অ্যাপটি ওপেন করুন এবং Buy Ticket এ ক্লিক করে কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে চাচ্ছেন তা উল্লেখ করুন। পাশাপাশি ক্লাস এবং কয় তারিখে যেতে চাচ্ছেন তা উল্লেখ করে Search Trains এ ক্লিক করুন।
এরপর আপনার সামনে চলে আসবে টিকিট এবং এই মুহূর্তে যে ট্রেনগুলো অ্যাভেলেবেল রয়েছে।
এরপর আপনার পছন্দ অনুযায়ী ট্রেন এবং সিট পছন্দ করে Continue Purchase বাটনে ক্লিক করুন।
এরপর Proced বাটনে ক্লিক করে যে অনলাইন ব্যাংকিং গুলো ব্যবহার করে পেমেন্ট করতে চাচ্ছেন। তা সিলেক্ট করুন এবং Proced To Payment বাটনে ক্লিক করুন।
সর্বশেষ যে অনলাইন ব্যাংকিং ব্যবহার করে পেমেন্ট করবেন তার ইনফরমেশন প্রোভাইড করুন এবং টিকিট সংগ্রহ করুন।
ট্রেনের টিকিট কতদিন আগে কাটা যায়:
অগ্রিম ট্রেনের টিকিট পূর্বে ১০ দিন আগে কাটা যেত কিন্তু ২০২১ সালের ৯ মার্চ বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেন।
সেখানে বলা হয়েছে এখন থেকে ৫ দিন আগে ট্রেনের টিকিট কাটা যাবে। অর্থ্যাৎ ১০ দিনের পরিবর্তনে ৫ দিন আগে ট্রেনের অগ্রিম টিকিট কাটা যাবে।