ট্রেডিং করে ইনকাম

ট্রেডিং করে ইনকাম
Admin January 28, 2025 169
ট্রেডিং করে কোটিপতি হোন। ট্রেডিং কিভাবে করবেন ২০২৫ সালে বা ফরেক্স ট্রেডিং কিভাবে করে এই নিয়ে অনেকে জানে না। এই ডিজিটাল যুগে টাকা ইনকাম করার অনেক নতুন নতুন উপায় আছে তার ,মধ্যে ফরেক্স ট্রেডিং অন্যতম। আজ এই আর্টিকেলে আমি ফরেক্স ট্রেডিং নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর আপনার মনে থাকা সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তবে দেরি কিসের চলুন ফরেক্স ট্রেডিং করে আয় করার উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নেই। 

ফরেক্স ট্রেডিং কি

ফরেক্স ট্রেডিং হলো বিনিময় বাজারে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করার প্রক্রিয়া। অর্থাৎ একটি দেশের মুদ্রার বিনিময়ে অন্য একটি দেশের মুদ্রা ক্রয়/বিক্রয় করাকে ফরেক্স ট্রেডিং বলে।  ফরেক্স (FOREX) শব্দটির এর পূর্ণরূপ হলো Foreign Exchange । এটি বিশ্বের সবচেয়ে বড় ফিনান্সিয়াল মার্কেট যেখানে প্রতিদিন ট্রিলিয়ন ডলার এরও বেশি অর্থ লেনদেন করা হয়। এক কথায় এটিকে বিশ্বের সবচেয়ে লাভজনক মার্কেটপ্লেসও বলা যেতে পারে।  

আর একটু সহজ ভাবে বলি। আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন না কোন সময় ফরেক্স ট্রেডিং করেছি। মনে করুন আপনি বাংলাদেশ থেকে আমেরিকা ঘুরতে যাবেন। তখন নিশ্চয়ই আপনাকে কিছু টাকা ডলারে কনভার্ট করতে হবে। নতুবা আপনি কিছু কিনতে পারবেন না বা সেখানে হোটেল বিল দিতে পারবেন না। এই যে আপনি টাকাকে ডলারের কনভার্ট করলেন এটাকে বলা হয় ফরেক্স ট্রেডিং। 

বিশ্ব অর্থনৈতিক বাজারে ফরেক্স ট্রেডিং এর গুরুত্ব অপরিসীম। এ বিনিময়ের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন আর্থিক ক্রিয়াকলাপের পরিচালনা করে থাকে। যার মাধ্যমে মুদ্রা পরিবর্তন এর জন্য একটি গ্লোবাল বাজার সৃষ্টি হয়। এটি রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এর মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে বিনিময় এবং সম্পর্ক স্থাপন হয়ে থাকে। তাই বুঝা যায় অর্থনীতি এবং বিভিন্ন দেশের মধ্যে ফরেক্স ট্রেডিং একটি যোগাযোগ মাধ্যম এবং এর গুরুত্ব অপরিসীম।

কিভাবে ফরেক্স ট্রেডিং শুরু করবেন

ফরেক্স ট্রেডিং কি সেটা তো বুঝলাম। এখন তাইলে প্রশ্ন হতে পারে কিভাবে ফরেক্স ট্রেডিং শুরু করব তাইনা? ফরেক্স ট্রেডিং শুরু করার সময় আমরা এমন কিছু ভুল করে থাকি যে কারণে আমাদের ট্রেডিং জার্নি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। উহু, ভয় পাওয়া যাবে না। আজকের এই আর্টিকেলটা মনোযোগ দিয়ে পড়লে আপনার সব ভয় কেটে যাবে। আমি এই আর্টিকেলে ৫টা ধাপ বলবো। এই ধাপ গুলো আপনি ভালোমতো অনুসরণ করলে আপনাদের ট্রেডিং জার্নিটা স্মুথ  হয়ে যাবে।

এই পাঁচটা ধাপের মধ্যে চার নম্বর এবং পাঁচ নম্বর ধাপটি অনেক গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি ধাপ মনোযোগ সহকারে পড়ুন। তাই চলুন দেরি না করে জেনে নিই কিভাবে ফরেক্স ট্রেডিং শুরু করবেন, 

প্রথম ধাপ: কম বা স্বল্প পুঁজি দিয়ে শুরু করুন 
আমরা তখন কোন ব্যবসা শুরু করি তখন কম বা স্বল্প পুঁজি দিয়ে শুরু করি তাই না? তেমনি ফরেক্স ট্রেডিং শুরু করার সময় আমাদের কম বা স্বল্প পুঁজিতে শুরু করতে হবে। কারণ আপনি যখন ট্রেডিং শুরু করতে যাবেন শুরুতে আপনার ক্ষতি হবে এটাই আবশ্যিক। তাই আপনি যদি কম বাস অল্প পুঁজি দিয়ে ট্রেডিং করা শুরু করেন আপনার ক্ষতির পরিমাণ টাও কম হবে। কিন্তু এই কম ক্ষতির পরিমাণ দিয়ে আপনি মার্কেটপ্লেস নিয়ে অনেক কিছু শিখবেন যা আপনার পরবর্তীতে লাভের রাস্তা খুলে দিবে।

দ্বিতীয় ধাপ: পেশাগতভাবে শিখুন 
আপনি যখন শিখবেন তখন আপনি সময় নিয়ে পেশাগতভাবে শিখুন। তারপর আপনার যখন আত্মবিশ্বাসটা আসবে যে আপনি মুদ্রা বিনিয়োগ করলে লাভ না হোক কিন্তু ক্ষতি হবে না তখন আপনি বড় পুঁজি দিয়ে শুরু করতে পারবেন।

তৃতীয় ধাপ: আপনার চাকরি/ব্যবসা/পড়াশোনা ছাড়বেন না
আমরা অনেকেই এই ভুলটা করে থাকি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা দেখে যে ফরেক্স ট্রেডিং করলে লাখ লাখ টাকা ইনকাম করা যায় বা ক্যারিয়ার করা যায়, তখন তারা তাদের চাকরির,ব্যবসা ও পড়াশোনা সব কিছুই ছেড়ে দেয়। কিন্তু এই ভুলটা কোনোদিনও করবেন না। ১০০ জনের মধ্যে ৯০ জনই ট্রেডিং করতে গিয়ে সফল হতে পারেনা। তারমানে আপনার সফল না হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। তাই ট্রেডিং করে লাখ লাখ টাকা ইনকাম করার আশায় কখনোই নিজের চাকরি,ব্যবসা বা পড়াশোনা ছাড়বেন না। আর ট্রেডিং করতে গেলে আপনার আর ট্রেডিং করতে গেলে আপনার টাকার দরকার হয়। তাই আপনি যদি কিছু একটা করেন তাহলে আপনার কাছে টাকা আসার একটা সোর্স থাকবে। আপনার ওই টাকা দিয়ে ট্রেডিং এর যে ক্ষতগুলো  হবে সেগুলো রিকভার করতে পারবেন।

চতুর্থ ধাপ: বড় পুঁজি দিয়ে ট্রেডিং করা
উপরে তিনটি ধাপ অনুসরণ করে এখন আপনি প্রফেশনাল ভাবে শিখে গেছেন। কি কি কারনে ক্ষতি হয় সেটাও জেনে গেছেন। এখন আপনার উচিত বড় পুঁজিদের ট্রেডিং করা। ট্রেডিং এমন একটি মার্কেটপ্লেস যেখানে আপনি যত বেশি পুঁজি বিনিয়োগ করবেন তত বেশি আপনার সফল হওয়ার চান্স থাকবে। 

পঞ্চম ধাপ: ধৈর্য 
ট্রেডিং এ সফল হওয়ার জন্য আপনার সময় লাগবেই। ট্রেডিং এ আপনি দুই দিনেই কোটিপতি হতে পারবেন না। অনেকের দুই মাস লাগে, ছয় মাসও লাগে আবার এক থেকে দুই বছর লাগতেও পারে। তাই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে।

কিভাবে সহজে ফরেক্স ট্রেডিং করা যায়

সাধারণত বাস্তব জীবনে আমরা ব্যাংক অথবা এক্সচেঞ্জ হাউজ এর মাধ্যমে মুদ্রা বিনিময় বা ফরেক্স করে থাকি। কিন্তু সার্বক্ষণিকভাবে আমরা যখন ফরেক্স ট্রেডিং করব তখন বারবার প্রতিষ্ঠান সংগঠনগুলো থেকে এরকম বিনিময় করা সম্ভব নয়। সব সময় যাতে সহজে ফরেক্স ট্রেডিং করা যায় এজন্য বিভিন্ন ব্রোকার আমাদেরকে অনলাইনে মুদ্রা বিনিময় করার সুযোগ দিয়ে থাকে। এ ব্রোকারগুলো আমাদের অনেক সুযোগ-সুবিধা দিয়ে থাকে। 

ফরেক্স ট্রেডিং কেনো করবেন

ফরেক্স ট্রেডিং কেন করবেন? এমন প্রশ্ন অনেকের মনে থেকে যায়। সবাই ঘরে বসে আয় করতে চাই। আবার স্টুডেন্ট তারা পড়ালেখার পাশাপাশি পড়াশোনার পাশে ইনকামের জন্য ছোটখাটো কিছু করতে চাই, যেন তাদের পড়াশোনা কোন ক্ষতি না হয় এবং ভাল একটি ইনকামও হয়। আবার অনেকে কাজের পাশাপাশি তাদের আয়ও বাড়াতে চাই। তাদের জন্যই ফরেক্স। এখন আপনি বলতে পারেন ঘরে বসে আয় করতে তো ফ্রিল্যান্সিং সাইটও আছে। 

আপনি কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত। আমরা শুধু ভালো জিনিস তুলে ধরছি আপনার সুবিধার্থে। আপনারা যারা ফ্রিল্যান্সিং করার কথা বলবেন তাদেরও বলবো আপনি ঘরে বসে ফ্রিল্যান্সিং করেও অনেক টাকা আয় করতে পারেন। উভয় ফরেক্স এবং ফ্রিল্যান্সিং সাইটের যেমন সুবিধা আছে তেমন অসুবিধা আছে। এটি নির্ভর করছে আপনার স্কিল ও ফিনান্সিয়াল অবস্থা এর উপর। এবার চলুন তবে জেনে নেই  ফরেক্স ট্রেডিং কেন করবেন। 

ফরেক্সে কেনো ট্রেড করবেন

ফরেক্সএ কেন ট্রেড করবেন? এখন প্রশ্ন এটা থাকতে পারে। কারণ বিশ্বে এতগুলো ট্রেডিং মার্কেট থাকার পরেও আমরা কেন ফরেক্স নিয়ে কথা বলছি। তাহলে নিশ্চয় ফরেক্সে কিছু আলাদা সুবিধা রয়েছে। আপনারা যারা জানতে ইচ্ছুক তাদের জন্যই আমি আজকে বলবো ফরেক্সে কেন ট্রেড করবেন। চলুন তবে জেনে নেই,

  • ফরেক্স ট্রেডিং করতে কোন গভারমেন্ট ফি লাগে না।
  • ফরেক্স ট্রেডিং করতে কোন এক্সচেঞ্জ ফি লাগেনা।
  • ফরেক্স ট্রেডিং করতে কোন অ্যানুয়াল চার্জ লাগে না।
  • ফরেক্স ট্রেডিং করতে কোন কমিশন লাগে না।
  • শুধুমাত্র ব্রোকার হাউজ সামান্য স্প্রেড বা কমিশন কাটবে। 
  • এই মার্কেট সপ্তাহে পাঁচ দিনই ২৪ ঘন্টা খোলা থাকে।
  • আগে শুধুমাত্র বিশাল ধনী অথবা ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে পারত। কিন্তু বর্তমান সময়ে পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ধরনের প্রকারের আবির্ভাব হওয়ার কারণে ও প্রতিযোগিতা বৃদ্ধির কারণে যে কেউ পৃথিবীতে কোন দেশ থেকে ফরেক্সে ট্রেডিং করতে পারে।
  • মাত্র ১ ডলার দিয়েও ফরেক্স ট্রেডিং করা সম্ভব। 
  • সর্বোপরি একজন সফল ও দক্ষ ফরেক্স ট্রেডার এ মার্কেট থেকে প্রচুর পরিমাণে আয় করতে পারে। যেখান থেকে আপনি নিজের মেধা ও শ্রম খাটিয়ে টাকা উপার্জন করতে পারবেন। এবং এটি কোন একদিনের জন্য নয়, এটি লাইফ টাইম এর বিজনেস।