তল কাকে বলে

তল কাকে বলে
Admin March 13, 2024 238

যেকোনো ঘনবস্তুর এক কিংবা একাধিক উপরিভাগ বা পৃষ্ঠ রয়েছে। প্রতিটি ঘনবস্তুর উপরিভাগকেই ঘনবস্তুর তল বলা হয়। যে জিনিসের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেধ বা উচ্চতা নেই তাকে তল বলে।

জ্যামিতিক তল কাকে বলে?

জ্যামিতিক চিত্রগুলির গাণিতিক অধ্যয়ন যার অংশগুলি বা সব তলগুলি একই সমতলে থাকে তাকে জ্যামিতিক তল বলে। যেমন: বহুভুজ, বৃত্ত এবং রেখা ইত্যাদি। বহুভুজ, বৃত্ত এবং রেখা এদের তলগুলো একই সমতলে থাকে তাই এদেরকে জ্যামিতিক তল বলে।

অসমতল কাকে বলে?

এক কথায় যা সমতল না। যেই তলগুলো মসৃণ নয়, শ্রমসাধ্য, এলোমেলো, বড় অসম খাঁজ আছে অথবা যা সোজা বা সমান্তরাল থেকে ভিন্ন তাকে অসমতল বলে। যেমন: একটি অসম পৃষ্ঠ বা প্রান্ত মসৃণ, সমতল বা সোজা নয়।

বক্রতল কাকে বলে?

বক্রতল পৃষ্ঠ হলো একটি গোলাকার পৃষ্ঠ যা সমতল নয়। সমতল একটি বস্তুর চারপাশে একটি বক্রতল থাকতে পারে। এই ধরনের বক্ররেখার সেরা উদাহরণ হল বৃত্ত, উপবৃত্ত ইত্যাদি।

তল কত প্রকার ও কি কি?

 সাধারণত তল দুই প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে সমতল Plane surface, আরেকটি হচ্ছে অসমতল বা বক্রতল Curved surface. তল এর প্রকারভেদ গুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

সমতল (Plane surface):

সমতল বলতে বোঝায় সমান। অর্থাৎ যে তলেৱ কোন জায়গায় উঁচু-নিচু কিছু নেই। সর্বত্র একই রকম সমান উপরিভাগ বিশিষ্ট তল ই হচ্ছে সমতল। কোন নির্দিষ্ট অংশের পরিমাপ বা আকার সমতলের নেই। কিছু কিছু সমতলের আবার নির্দিষ্ট অংশের পরিমাপ আকার রয়েছে। উদাহরণ হিসেবে আপনি ঘরের মেঝে দেখতে পারেন অথবা কাগজের উপরিভাগ। এইসব তল একেবারে সমান কোথাও কোন উঁচু-নিচু নেই।

অসমতল বা বক্রতল (Curved surface):

অসমতল মানে হচ্ছে যা সমান নয়। অর্থাৎ যে তল সমতল নয় সেটি হচ্ছে অসমতল বা বক্রতল। অর্থাৎ যে তলের উপরিভাগ উঁচু-নিচু আছে অথবা একাবেকা রেখা রয়েছে তাই হচ্ছে অসমতল। উদাহরণ হিসেবে পাথর বিছানো রাস্তার দিকে তাকাতে পারেন অথবা ঘরের টিনের চালের দিকে। টিনের চালের উপরিভাগ সমান সমান নয় এটা উঁচু-নিচু তাই এটাই অসমতল।

উপসংহার: তল নিয়ে আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। তল কাকে বলে আশা করছি তা আপনি খুব ভালভাবে উপলব্ধি করতে পেরেছেন। তল কাকে বলে এ ব্যাপারে আপনি যদি এখনও পরিষ্কার ধারণা পেয়ে না থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব সম্পূর্ণ আর্টিকেলটি আরেকবার ভালোভাবে পড়ার জন্য। এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়লে শুধু তল নয় দলের প্রকারভেদ গুলো আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। যাই হপ এরপরেও যদি দল নিয়ে আপনাদের কোন কিছু জানার থাকে তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।