স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখা

Admin
November 17, 2024
304
সুস্থ থাকতে পর্যাপ্ত ও ভালো ঘুমের কোনো বিকল্প নেই। ঘুম শরীরকে পুনর্জীবিত করার পাশাপাশি পরবর্তী দিনের কাজের জন্য আমাদের প্রস্তুত করে। আর এই ঘুমের সময়ই হাতছানি দেয় নানা ধরনের স্বপ্ন।
স্বপ্ন ধারাবাহিক কতগুলো ছবি ও আবেগের সমষ্টি। যা ঘুমের সময় মানুষের মনে ডানা মেলার সুযোগ পায়। বিশেষজ্ঞরা মনে করেন, মানুষের স্বপ্ন দেখা কল্পনা থেকে হতে পারে বা অবচেতন মনের সাধ থেকে হতে পারে।
যাদের চিন্তাশক্তি ভীষণ জোরালো ও যুক্তিসঙ্গত, তাদের মস্তিষ্ক আগাম সতর্ক হতে পারে। যা মানুষ জাগ্রত অবস্থায় অনুভব করতে পারে না। ঘুমের সময় অবচেতন মন কাজ শুরু করলে অনেক সময় মানুষ স্বপ্নে খুঁজে পায় কোনো আলোর পথ। আবার কখনো বা বিপদের সংকেত।
স্বপ্নে কোনো বিপদের সংকেতকে বলা হয় অশুভ। আর খুঁজে পায় কোনো আলোর পথ বরাবরই শুভ ধরা হয়। আর এমনই এক স্বপ্ন হলো স্বপ্নে মৃত ব্যক্তিদের দেখা।
অনেক সময়ই স্বপ্নে কেউ কেউ মৃত প্রিয়জনদের দেখেন। তারপর হঠাৎই স্বপ্ন ভেঙে যাওয়ার পর আপনি ঠিক কী করবেন বুঝে উঠতে পারেন না। দিনটি বিষণ্ণতার চাদরে মুড়ে আপনাকে আটকে রাখে।
এমন পরিস্থিতির সম্মুখীন হলে অবশ্যই আপনাকে জানতে হবে এমন স্বপ্ন দেখার কারণ কী? এমন স্বপ্নের অর্থের ব্যাখ্যা দিয়েছেন অনেক স্বপ্নবিশারদ। ব্যাখ্যা পাওয়া গেছে বিভিন্ন বিজ্ঞানীদের কাছ থেকেও। তাদের মতে, ঘুমের মধ্যে স্বপ্নে মৃত প্রিয়জনদের দেখা খুবই স্বাভাবিক ঘটনা। প্রতিদিন বহু মানুষ এমন স্বপ্ন দেখেন।
তবে এ স্বপ্নের কারণ বা একটি ব্যাখ্যা রয়েছে। যেমন স্বপ্নবিশারদদের মতে, মৃত প্রিয়জনদের স্বপ্নে দেখার মানে হলো আপনি তার প্রতি টান অনুভব করছেন। সজ্ঞানে তা বোঝার সময় করতে না পারলেও আপনি অবচেতন মনে প্রায়ই তাকে স্মরণ করেন। আর তাই ঘুমের সময় আপনার অবচেতন মন আপনাকে নিয়ে যায় সে প্রিয়জনের স্মৃতিতে।
এর আরেকটি ব্যাখ্যা আছে। ভবিষ্যতে কোনো আসন্ন ঘটনার আগেই ইঙ্গিত পাওয়া যায়, যদি স্বপ্নে আপনি মৃত প্রিয়জনদের দেখেন। তারা স্বপ্নে যে ইঙ্গিত দেবে অনেক সময় সেটিই ভবিষ্যতে হওয়া ঘটনার সঙ্গে মিলে যায়।
এমন স্বপ্ন অসমাপ্ত কাজ সমাপ্ত করার ইঙ্গিত দেয়। নিজের ইচ্ছাপূরণেরও তাগিদ দেয়। স্বপ্নে যদি মৃত ব্যক্তিকে সুখী দেখেন তবে তা আপনার জীবনে সুখ, সমৃদ্ধি আর শুভ লক্ষণের ইঙ্গিত। তবে স্বপ্নে মৃত ব্যক্তিকে সুখী দেখার অর্থ হলো তারা আপনাকে কোনো আগাম দুর্ঘটনা থেকে রক্ষার বার্তা দিচ্ছেন।