সুভা গল্পের mcq

Admin
November 27, 2024
985
আজ আপনাদের সুভা গল্পের প্রশ্ন গুলো দেখাবো, গল্পটি সুভাষিণী নামে একটি তরুণীকে ঘিরে আবর্তিত হয়, যাকে আদর করে সুভা বলা হয়, যে বোবা। কথা বলতে না পারা সত্ত্বেও, সুভা গভীরভাবে অভিব্যক্তিপূর্ণ এবং প্রকৃতি এবং প্রাণীদের সাথে তার সম্পর্কের মধ্যে সান্ত্বনা খুঁজে পায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক।
প্রশ্ন ও উত্তর (নিচে দেওয়া আছে)
১। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৫১ খ্রিষ্টাব্দে (খ) ১৮৬১ খ্রিষ্টাব্দে
(গ) ১৮৭১ খ্রিষ্টাব্দে (ঘ) ১৮৮১ খ্রিষ্টাব্দে
২। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
(ক) ১২৬১ বঙ্গাব্দে (খ) ১২৬২ বঙ্গাব্দে
(গ) ১২৬৮ বঙ্গাব্দে (ঘ) ১২৭২ বঙ্গাব্দে
৩। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৪১ খ্রিষ্টাব্দে (খ) ১৯৩৮ খ্রিষ্টাব্দে
(গ) ১৯৪০ খ্রিষ্টাব্দে (ঘ) ১৯৪২ খ্রিষ্টাব্দে
৪। রবীন্দ্রনাথ কোন কাব্যের ইংরেজি অনুবাদ সংকলনের জন্য নোবেল পুরস্কার পান?
(ক) ক্ষণিকা (খ) মানসী
(গ) সোনার তরী (ঘ) গীতাঞ্জলি
৫। ‘সুভা’ গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত?
(ক) গল্পগুচ্ছ (খ) মানসী
(গ) বলাকা (ঘ) বিচিত্র প্রবন্ধ
৬। সুভার গ্রামের নাম কী?
(ক) শ্যামপুর (খ) চণ্ডীপুর
(গ) চন্দনপুর (ঘ) চম্পকপুর
৭। সুভাষিণীর নাম কে রাখেন?
(ক) সুভাষিণীর মা
(খ) সুভাষিণীর বাবা
(গ) সুভাষিণীর ভাই
(ঘ) সুভাষিণীর মামা
৮। সুভাষিণীরা কয় বোন?
(ক) তিন (খ) চার
(গ) পাঁচ (ঘ) ছয়
৯। ‘সুভাষিণী’ অর্থ কী?
(ক) মধুরভাষী (খ) সুন্দর মুখ
(গ) উজ্জ্বল (ঘ) সুন্দর কথা
১০। সুকেশিনী ও সুহাসিনীর সঙ্গে সুভাষিণীর সম্পর্ক কী?
(ক) বোন (খ) বান্ধবী
(গ) খালাতো বোন (ঘ) চাচাতো বোন
১১। ‘তখন কে জানিত সে বোবা হইবে?’ এখানে কার কথা বলা হয়েছে?
(ক) সুভাষিণীর (খ) সুকেশিনীর
(গ) সুহাসিনীর (ঘ) সুনয়নার
১২। সুভাষিণী বাবা কীসের ভিত্তিতে ছোট মেয়েটির নাম রাখেন সুভাষিণী?
(ক) মায়ের নামের ভিত্তিতে
(খ) আবেগের বশে
(গ) প্রতাপের কথায়
(ঘ) বড় দুই মেয়ের নামের ভিত্তিতে
১৩। সুভার পিতার নাম কী?
(ক) নীলকণ্ঠ (খ) বাণীকণ্ঠ
(গ) বংশীকণ্ঠ (ঘ) গোসাই মণ্ডল
১৪। পিতা-মাতার মনে কে সর্বদাই জাগরূক ছিল-
(ক) প্রতাপ (খ) সুহাসিনী
(গ) সুকেশিনী (ঘ) সুভা
১৫। কে সুভাকে সুহাসিনী ও সুকেশিনী অপেক্ষা বেশি ভালোবাসেন?
(ক) প্রতাপ (খ) সুভার মাতা
(গ) সুভার পিতা (ঘ) সর্বশী
১৬। ‘সুভা’ গল্প অনুসারে প্রকৃতির শব্দ এবং বিচিত্র গতি কী?
(ক) অন্ধের চোখ (খ) বোবার ভাষা
(গ) সুভার কথা (ঘ) প্রকৃতির আর্তনাদ
১৭। দস্তুরমতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে কার বিয়ে হয়ে গেছে?
(ক) সুভার (খ) সুভার বোনদের
(গ) সুভার বান্ধবীর (ঘ) প্রতাপের
১৮। ‘সে কথা বলতে পারে না’- এখানে কাকে নির্দেশ করা হয়েছে?
(ক) সুকেশিনী (খ) সুহাসিনী
(গ) সুভাষিণী (ঘ) প্রতাপ
১৯। কে বুঝেছে যে সে বিধাতার অভিশাপরূপে জন্মগ্রহণ করেছে?
(ক) প্রতাপ (খ) সুভার মা
(গ) সুভা (ঘ) সুভার বোন
২০। সাধারণের দৃষ্টিপথ থেকে কে নিজেকে গোপন করে রাখতে সবসময় চেষ্টা করত?
(ক) সুভার পিতা (খ) সুভার বোন
(গ) সুভার মা (ঘ) সুভা
২১। সুভা নিজেকে গোপন করে রাখতে সর্বদা চেষ্টা করত কেন?
(ক) সুন্দর নয় বলে
(খ) কথা বলতে পারে না বলে
(গ) শিক্ষিত নয় বলে
(ঘ) ধনীর মেয়ে বলে
২২। সবাই ভুলে গেলে কে বাঁচে?
(ক) সুভাষিণী (খ) সুহাসিনী
(গ) প্রতাপ (ঘ) সুকেশিনী
২৩। প্রকৃতি কার ভাষার অভাব পূরণ করে দেয়?
(ক) প্রতাপের (খ) সুভাষিণীর
(গ) সুহাসিনীর (ঘ) সুকেশিনীর
২৪। ‘কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন’-কার প্রতি?
(ক) প্রতাপের প্রতি (খ) সুকেশির প্রতি
(গ) সুভার প্রতি (ঘ) সুহাসিনীর প্রতি
২৫। সুদীর্ঘ পল্লববিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল কার?
(ক) সুকেশিনীর (খ) সুভার
(গ) সুহাসিনীর (ঘ) প্রতাপের
২৬। সুভার ওষ্ঠাধর ভাবের আভাসমাত্র কীসের মতো কেঁপে উঠত?
(ক) হরিণের (খ) কচি কিশলয়ের
(গ) নির্জীবের মতো (ঘ) অসহায়ের
২৭। কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা আমাদের কী করতে হয়?
(ক) ভুলে যেতে হয় (খ) ভালোবাসতে হয়
(গ) গড়ে তুলতে হয় (ঘ) তর্জমা করতে হয়
২৮। কীসের অভাবে অনেক সময় কথায় আমরা যে ভাব প্রকাশ করি তা ভুল হয়?
(ক) ক্ষমতার (খ) তর্জমার
(গ) সময়ের (ঘ) চিন্তার
২৯। কেমন চোখকে কিছু তর্জমা করতে হয় না?
(ক) অন্ধ (খ) বোবা
(গ) কালো (ঘ) নীল
৩০। সুভা অবসরে কোথায় বসে থাকে?
(ক) রাস্তায় (খ) বাগানে
(গ) নদীতীরে (ঘ) পুকুরপাড়ে
৩২। বাণীকণ্ঠের বাড়ির বেড়া কীসের?
(ক) বাখারির (খ) কাঠের
(গ) টিনের (ঘ) লোহার
৩২। অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চেয়ে থাকে কী?
(ক) কালো চোখ (খ) নীল চোখ
(গ) বোবা চোখ (ঘ) নির্জীব চোখ
৩৩। ‘সুভা’ গল্পে কালো চোখের সঙ্গে সাদৃশ্য রয়েছে কীসের?
(ক) কচি কিশলয়ের (খ) ক্ষমতার
(গ) উজ্জ্বল মণির (ঘ) দ্রুত চঞ্চল বিদ্যুতের
৩৪। মুখের ভাব বৈ আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার কীসের ভাষা অসীম উদার?
(ক) চোখের (খ) মুখের
(গ) ঠোঁটের (ঘ) হাসির
৩৫। ‘সুভা’ গল্প অনুসারে অতলস্পর্শ গভীর কী?
(ক) চোখের চাহনি (খ) চোখের ভাষা
(গ) চোখের রং (ঘ) চেতনা
৩৬। ‘সুভা’ গল্প অনুসারে স্বচ্ছ আকাশের সঙ্গে সাদৃশ্য রয়েছে কীসের?
(ক) সুন্দর মুখের (খ) সুন্দর চুলের
(গ) চোখের ভাষার (ঘ) মুখের ভাষার
৩৭। ‘সুভা’ গল্পে ছায়ালোকের রঙ্গভূমি কেমন?
(ক) সুন্দর (খ) নিস্তব্ধ
(গ) কোলাহলপূর্ণ (ঘ) নির্জীব
৩৮। বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন কী রয়েছে?
(ক) বন (খ) মাঠ
(গ) মহত্ত্ব (ঘ) আলো
৩৯।সাধারণ বালিকারা কাকে ভয় করত?
(ক) প্রতাপকে (খ) সুভাকে
(গ) সুহাসিনীকে (ঘ) সুকেশিকে
৪০। নির্জন দ্বিপ্রহেরর সঙ্গে সাদৃশ্য রয়েছে কার?
(ক) প্রতাপের (খ) বাণীকণ্ঠ
(গ) সুকেশিনীর (ঘ) সুভার
উত্তর: ১. খ, ২. গ, ৩. ক, ৪. ঘ, ৫. ক, ৬. খ, ৭.খ, ৮. ক, ৯. ক, ১০. ক, ১১. ক, ১২. ঘ, ১৩. খ, ১৪. ঘ, ১৫. গ, ১৬. খ, ১৭. খ, ১৮. গ, ১৯. খ, ২০. ঘ, ২১. খ, ২২. ক, ২৩. খ, ২৪. গ, ২৫. খ, ২৬. খ, ২৭. গ, ২৮. ক, ২৯. গ, ৩০. গ, ৩১. গ, ৩২. ক, ৩৩. ঘ, ৩৪. ক, ৩৫. খ, ৩৬. গ, ৩৭. খ, ৩৮. গ, ৩৯. খ, ৪০. ঘ,