সূরা ইয়াসিন বাংলা উচ্চারণ 2025

Admin
March 01, 2025
92
মানুষের মনে নানা ধরনের ভয় থাকে। প্রতিদিন এই সুরা পাঠ করলে আপনার সমস্ত ভয় দূর হয়। আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) বলেন এবং আমি কোরআনকে বোঝার জন্য এবং স্মরণ রাখার জন্য সহজ করে দিয়েছি, তাহলে উপদেশ গ্রহণকারি কেউ আছে কি? এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে, কোরআনের যে কোনো সুরা মুখস্থ করা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আর সুরা ইয়াসিনা কোরআনের সবচেয়ে সহজ সুরাগুলির মধ্যে একটি । এটি খুব দীর্ঘ নয়, আয়াতগুলি উপলব্ধি করা এবং মুখস্থ করা তুলনামূলকভাবে সহজ।
সুরা ইয়াসিনের ফজিলত
সুরা ইয়াসিনের ফজিলত, গুরুত্ব ও মাহাত্ম্য বর্ণনা করে শেষ করা যাবে না। এই সুরার মহাত্ম্য সম্পর্কে রাসুল (সা.) অসংখ্য হাদিসে বলেছেন। নিচে কিছু ফজিলত দেওয়া হলো-
সুরা ইয়াসিন কোরআনের হৃদয়
হজরত মুহাম্মদ (সা.) বলেছেন-সব কিছুর মধ্যেই একটি হৃদয় আছে; কোরআনের হৃদয় হল সুরা ইয়াসিন।
তাফসির-আল-সাবুনী খণ্ড ২
এই হাদিসটি আমাদের দেখায় যে সুরা ইয়াসিন কতটা তাৎপর্যপূর্ণ । কারণ হার্ট আমাদের শরিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, পুরো কার্যকারিতা হার্টের ওপর নির্ভর করে। একইভাবে, সুরা ইয়াসিন কোরআনের হৃদয় এবং প্রতিটি মুসলমানের জন্য এটি পড়া এবং বোঝা অপরিহার্য।
সুরা ইয়াসিন চমৎকার পুরস্কার লাভের মাধ্যম
পবিত্র কোরআনের একটি শব্দ পড়লে আল্লাহর ১০টি নিয়ামত পাওয়া যাবে। সুরা ইয়াসিন পড়ার সময় একজন ব্যক্তি ১০ বার কোরআন পড়ার সওয়াব পাবেন। যেমন আল্লাহর রাসূল মুহাম্মাদ (সা.) বলেছেন : যে ব্যক্তি সুরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ তাকে পুরো কোরআন পড়ার সমান সওয়াব দান করেন। (তিরমিজি ২৮১২)
সুরা ইয়াসিন গুনাহ মাফের মাধ্যম
আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন : যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রাতে সুরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। (ইবনে হিব্বান, দারিমি ৩২৮৩-এ)
আপনি যদি মহান আল্লাহর কাছে আপনার গুনাহের জন্য ক্ষমা চাইতে চান তাহলে প্রতিদিন সুরা ইয়াসিন পড়ুন আল্লাহ অবশ্যই আপনার গুনাহ মাফ করবেন।
সুরা ইয়াসিন কোরআনের ৩৬ তম সুরা। এর আয়াত সংখ্যা ৮৩ এবং রুকু ৫টি। হজরত মুহাম্মদ (সা.)- এর নবুয়ত লাভের প্রথম দিকে এবং হিজরতের বহু আগে মক্কায় এই সুরা ইয়াসিন অবতীর্ণ হয়েছে।
এই সুরা থেকে পবিত্র কোরআনের বিশালত্ব সম্পর্কে সম্যক ধারণা পায় যায়।
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ : বিসমিল্লাহির রাহমানির রাহিম।
অর্থ : শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
يس
উচ্চারণ : ইয়াসিন
অর্থ : ইয়া-সিন (সুরা ইয়াসিন ৩৬:১)
وَالْقُرْآنِ الْحَكِيمِ
উচ্চারণ : ওয়াল কোরআনিল হাকিম।
অর্থ : প্রজ্ঞাময় কোরআনের কসম। (সুরা ইয়াসিন ৩৬:২)
إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ
উচ্চারণ : ইন্নাকা লামিনাল মুরসালিন।
অর্থ : নিশ্চয়ই আপনি প্রেরিত রাসুলগণের একজন। (সুরা ইয়াসিন ৩৬:৩)
عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ
উচ্চারণ : আলা সিরাতিম মুসতাকিম।
অর্থ: সরল পথে প্রতিষ্ঠিত। [ সুরা ইয়াসিন ৩৬:৪)
تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ
উচ্চারণ : তানজিলাল ‘আজিজির রাহিম।
অর্থ : কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ, (সুরা ইয়াসিন ৩৬:৫)
لِتُنذِرَ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ
উচ্চারণ : লিতুনজিরা কাওমাম্মাউনজিরা আ-বাউহুম ফাহুম গা-ফিলুন।
অর্থ : যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন, যাদের পূর্ব-পুরুষগণকেও সতর্ক করা হয়নি। ফলে তারা গাফেল। (সুরা ইয়াসিন ৩৬:৬)
لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلَى أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ
উচ্চারণ : লাকাদ হাক্কাল কাওলু‘আলাআকসারিহিম ফাহুম লা-ইউ’মিনুন।
অর্থ : তাদের অধিকাংশের জন্য শাস্তির বিষয় অবধারিত হয়েছে। সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না। (সুরা ইয়াসিন ৩৬:৭)
إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلاَلاً فَهِيَ إِلَى الأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ
উচ্চারণ : ইন্না- যা‘আলনা-ফি আ‘না-কিহিম আগলা-লান ফাহিয়া ইলাল আজকা-নি ফাহুম মুকমাহুন।
অর্থ : আমি তাদের গর্দানে চিবুক পর্যন্ত বেড়ি পরিয়েছি। ফলে তাদের মস্তক ঊর্ধ্বমুখী হয়ে গেছে। (সুরা ইয়াসিন ৩৬:৮)
وَجَعَلْنَا مِن بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لاَ يُبْصِرُونَ
উচ্চারণ : ওয়া যা‘আল না-মিম বাইনি আইদিহিম ছাদ্দাওঁ ওয়া মিন খালফিহিম ছাদ্দান ফাআগশাইনা-হুম ফাহুম লা-ইউবসিরুন।
অর্থ : আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদের আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখে না। (সুরা ইয়াসিন ৩৬:৯)
وَسَوَاء عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لاَ يُؤْمِنُونَ
উচ্চারণ : ওয়া ছাওয়াউন ‘আলাইহিম আ আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা-ইউ’মিনুন।
অর্থ : আপনি তাদের সতর্ক করুন বা না করুন, তাদের পক্ষে দুয়েই সমান; তারা বিশ্বাস স্থাপন করবে না। (সুরা ইয়াসিন ৩৬:১০)
إِنَّمَا تُنذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِيَ الرَّحْمَن بِالْغَيْبِ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَأَجْرٍ كَرِيمٍ
উচ্চারণ : ইন্নামা-তুনজিরু মানিত্তাবা‘আজজিরা ওয়া খাশিয়াররাহমা-না বিলগাইবি ফাবাশশিরহু বিমাগফিরাতিওঁ ওয়া আজরিন কারিম।
অর্থ : আপনি কেবল তাদেরই সতর্ক করতে পারেন, যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। অতএব আপনি তাদের সুসংবাদ দিয়ে দিন ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের। (সুরা ইয়াসিন ৩৬:১১)