সূরা দোহা

Admin
November 04, 2024
400
সূরা আদ-দুহা পবিত্র কোরআনের ৯৩ নম্বর সূরা। এর আয়াত সংখ্যা ১১। সূরাটি মক্কায় অবতীর্ণ ও পবিত্র কোরআনের ত্রিশতম পারায় অবস্থিত। এই সূরার শানে নুযূল সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে,
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হলেন। এ কারণে তিনি এক রাত বা দুই রাত সালাত আদায়ের জন্য বের হননি। তখন এক মহিলা এসে বলল, “মুহাম্মাদ! আমি তো দেখছি তোমার শয়তান তোমাকে ত্যাগ করেছে, এক রাত বা দুই রাত তো তোমার কাছেও আসেনি।” এরই পরিপ্রেক্ষিতে এই সূরা নাযিল হয়। (বুখারি, হাদিস: ৪৯৫০, ৪৯৫১, ৪৯৮৩)’
সূরা আদ দুহা
وَالضُّحٰی ۙ ١ وَالَّیۡلِ اِذَا سَجٰی ۙ ٢ مَا وَدَّعَکَ رَبُّکَ وَمَا قَلٰی ؕ ٣ وَلَلۡاٰخِرَۃُ خَیۡرٌ لَّکَ مِنَ الۡاُوۡلٰی ؕ ٤ وَلَسَوۡفَ یُعۡطِیۡکَ رَبُّکَ فَتَرۡضٰی ؕ ٥ اَلَمۡ یَجِدۡکَ یَتِیۡمًا فَاٰوٰی ۪ ٦ وَوَجَدَکَ ضَآلًّا فَہَدٰی ۪ ٧ وَوَجَدَکَ عَآئِلًا فَاَغۡنٰی ؕ ٨ فَاَمَّا الۡیَتِیۡمَ فَلَا تَقۡہَرۡ ؕ ٩ وَاَمَّا السَّآئِلَ فَلَا تَنۡہَرۡ ؕ ١۰ وَاَمَّا بِنِعۡمَۃِ رَبِّکَ فَحَدِّثۡ ٪ ١١
সূরা আদ-দুহার বাংলা উচ্চারণ:
- ওয়াদ-দুহা।
- ওয়াল্লাইলি ইযা সা-জা।
- মা ওয়াদ্দা‘আকা রাব্বুকা ওয়ামা কালা।
- ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা।
- ওয়ালা-সাওফা ইউ‘তীকা রাব্বুকা ফাতারদা।
- আ-লাম ইয়াজিদকা ইয়াতীমান ফা-আওয়া।
- ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা।
- ওয়া ওয়াজাদাকা ‘আইলান ফা-আগনা।
- ফা-আম্মাল ইয়াতীমা ফালা তাকহার।
- ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার।
- ওয়া আম্মা বিনি‘মাতি রাব্বিকা ফাহাদ্দিস।
সূরা আদ-দুহার বাংলা অর্থ:
সকালের উজ্জ্বল আলোর শপথ, এবং রাতের, যখন তার অন্ধকার গভীর হয়। তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি নারাজও হননি। নিশ্চয়ই পরবর্তী সময় তোমার পক্ষে পূর্বের সময় অপেক্ষা শ্রেয়। অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দেবেন যে, তুমি খুশি হয়ে যাবে।
তিনি কি তোমাকে ইয়াতীম পাননি, অতঃপর তোমাকে আশ্রয় দিয়েছেন? এবং তোমাকে পেয়েছিলেন পথ সম্পর্কে অনবহিত; অতঃপর তোমাকে পথ দেখিয়েছেন। এবং তোমাকে নিঃস্ব পেয়েছিলেন, অতঃপর (তোমাকে) ঐশ্বর্যশালী বানিয়ে দিলেন।
সুতরাং যে ইয়াতীম, তুমি তার প্রতি কঠোরতা প্রদর্শন করো না। এবং ভিক্ষুককে ধমক দিও না। আর আপনি আপনার রবের অনুগ্রহের কথা জানিয়ে দিন। (সূরা দুহা, আয়াত: ১১)