সত্য নিয়ে ইসলামিক উক্তি

Admin
November 24, 2024
653
ইসলাম সত্য তাই ইসলাম মানুষকে সত্য বলতে শেখায়। আজকের দিনে সত্য কথা বলে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, তাই সত্য নিয়ে ইসলামিক উক্তি আজকে আপনাদের সাথে শেয়ার করব।
আমরা চায় প্রত্যেক মানুষ সত্য কথা বলুক, সত্য পথে চলুক যার জন্য আমরা এখানে কিছু ইসলামিক বাণী আপনাদের জানাব যাতে করে এর অনুপ্রেরনায় কিছুটা হলেও আমরা সবাই সত্য কথা বলার চেষ্টা করি।
সত্য নিয়ে ইসলামিক উক্তি
১। অসৎ লোক কখনো কাউকে সৎ মনে করে না সকলকে নিজের মতই ভাবে।
_ হযরত আলী রাঃ
২। যে ব্যক্তি নিজের সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না।
_ হযরত আলী রাঃ
৩। শ্রেষ্ঠ মানুষ হল সে যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী।
_ ইবনে মাজাহ
৪। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ।
– হযরত আলী (রাঃ)
৫। সর্বশ্রেষ্ঠ সত্য হলো সততা আর সবচেয়ে বড় মিথ্যাবাদী হল অসৎ লোক।
_ আবু বক্কর রাঃ
৬। সত্যবাদীরা সুকর্মের পথ দেখায় আর সুকর্ম বেহেস্তের পথ দেখায়।
_ আল হাদিস
৭। আল্লাহ তায়ালার ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।
_ মুহাম্মদ (সা.)
৮। তোমরা সর্বদাই সত্য গ্রহণ করো, কারণ সত্যের সাথে নেকি রয়েছে আর উভয়টি জান্নাতে প্রবেশ করাবে। আর মিথ্যা থেকে বেঁচে থাকো মিথ্যা পাপাচার তোমাকে জাহান্নামে নিয়ে যাবে।
_ আল হাদিস
৯। হযরত মুহাম্মদ সাঃ বলেছেন – যখন তোমাদের মধ্যে চারটি জিনিস থাকবে তখন দুনিয়ার সবকিছু হারিয়ে গেলেও তোমাদের কোন ক্ষতি নেই। ১. আমানত রক্ষা করা। ২. সত্য কথা বলা। ৩. সৌন্দর চরিত্র। ৪. হালাল রুজি।
_ আল হাদিস
১০। সবচেয়ে সুন্দর ও ভালো চরিত্রের মানুষ সেই ব্যক্তি যার ভিতরে হিংসা-বিদ্বেষ মুক্ত।
_ আল হাদিস
১১। তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো কেননা মিথ্যাই ঈমানের ক্ষতি করে।
_ আল হাদিস
১২। সত্যের পথে চলা সবসময় মুমিনদের জন্য সহ্য কর।
_ সূরা লোকমান, আয়াত ৬৯
১৩। সত্য সময়ের সাথে চলে, মিথ্যা সময়ের সাথে নয়।
_ সূরা আল বাকারা, আয়াত ৪২
১৪। যেটি সত্য না সেটা তোমরা মুখে এনো না তাহলে তোমার সত্য কথাকেও মানুষ অসত্য বলে মনে করবে ।
_ হযরত আলী (রাঃ)
১৫। তোমরা সকলে কুরআন কে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো বিপথগামী হবেনা।
_ মিশকাত
১৬। সেই ব্যক্তির ধ্বংস নিশ্চিত যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য কথায় কথায় মিথ্যা বলে।
_ আল হাদিস
১৭। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ
_ হযরত আলী (রাঃ)
১৮। বড়দের সম্মান করো ছোটরা তোমাকে সম্মান করবে।
_ হযরত আলী রাঃ
১৯। মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমান কথা বলো।
_ হযরত আলী রাঃ
২০। তোমরা সকলে মিথ্যা থেকে এড়িয়ে থাকো, নিশ্চয়ই মিথ্যা ঈমানের ধংস করে।
_ আল হাদিস
২১। সততা স্বকর্মের পথ দেখায় এবং জান্নাতের পথ দেখায়।
_ আল হাদিস
২২। আল্লাহর পথে ১টি সকাল কিংবা ১টি সন্ধ্যা অতিবাহিত করা গোটা পৃথিবী ও পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম।
—( সহীহ বুখারী )
২৩। যারা আল্লাহর বানীকে বিজয়ী করার জন্যে লড়ে যায়, সেই মহান আল্লাহ তায়ালার পথে জিহাদ করে।
—( সহীহ বুখারী )
২৪। প্রতিটা ব্যাক্তি তার সকল কাজের সেই ফল পাবে, যেটা সে নিয়ত করবে।
—( সহীহ বুখারী )
২৫। আমার পরে সবচেয়ে বড় দানশীল সে ব্যাক্তি, যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করে এবং সেটা সবার কাছে ছড়িয়ে দেয়।
—( বায়হাকী )
২৬। যে বিপদ-আপদ ও মুসিবত আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, তা সেই রাহমাতের চাইতে উত্তম যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয়।
—ইমাম ইবনে তাইমিয়া (রাহিমাহুল্লাহ)
সত্য নিয়ে উক্তি বাংলা
১। সততা আপনাকে শান্তির পথ দেখাবে।
২। সত্যবাদী ব্যক্তি সর্বদাই আল্লাহ তায়ালার কাছে প্রিয় বান্দা হয়ে থাকে।
৩। আপনি সর্বদাই সত্য কথা বলুন কেননা সত্য আপনাকে আলোর পথে নিয়ে যাবে মিথ্যা নিয়ে যাবে অন্ধকারে।
৪। মানুষকে সম্মানিত করে আর মিথ্যা মানুষকে অপমানিত করে।
৫। মিথ্যা কথা বলে জিতে যাওয়ার চেয়ে সত্য বলে হেরে যাওয়া অধিক উত্তম।
৬। আল্লাহ তায়ালা প্রত্যেক ব্যক্তিকে সর্বদা সত্য কথা বলতে বলেছেন কেননা সত্য কথা বলা আল্লাহ তায়ালার একটি ইবাদত।
৭। একটি সত্য কথা বলার মাধ্যমে একজন মানুষকে পরিবর্তন করা যায়।
৮। সত্য কথা বলার মাঝে মানুষ এর পরিবর্তন করা যায় ।
৯। আপনি হারিয়ে গেলেও আপনার বলা সত্য কথা কখনোই হারিয়ে যাবে না।
১০। তোমরা ঈমান না এনে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না।
১১। মিথ্যা তো তারাই বলে যারা আল্লাহ তায়ালার উপর কোন ভয়-ভীতি রাখে না এবং আল্লাহ তায়ালা আদেশ সমূহের উপর ঈমান রাখে না।