সন্ধি তাপমাত্রা কি

Admin
November 26, 2024
507
যে তাপমাত্রায় বা তাপমাত্রার কম তাপমাত্রায় কোনো গ্যাসকে নির্দিষ্ট চাপ প্রয়োগে তরলে পরিণত করা যায়, সেই তাপমাত্রাকে ঐ গ্যাসের সন্ধি তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা বা Tc বলে।
সন্ধি আয়তন কী?
উ: সন্ধি তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের দখলীকৃত আয়তনকে সন্ধি আয়তন বলে।
সন্ধি চাপ বা সংকট চাপঃ
কোন গ্যাসকে তার সন্ধি তাপমাত্রায় রেখে ন্যূনতম যে চাপ প্রয়োগ করে তাকে তরলে পরিণত করা যায় ঐ চাপকে সন্ধি চাপ বা সংকট চাপ বলে। একে Tc দ্বারা নির্দেশ করা হয়।
যেমনঃ হাইড্রোজেনের সংকট চাপ 12.8 atm. অর্থাৎ হাইড্রোজেন গ্যাসকে তার সংকট তাপমাত্রায় রেখে ন্যূনতম 12.8 atm চাপ প্রয়োগ করলে তরলে পরিণত হয়। এজন্য 12.8 atm চাপকে হাইড্রোজেন গ্যাসের সংকট চাপ বা সন্ধি চাপ বলে।