সমাজবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় এমসিকিউ

Admin
November 30, 2024
480
সমাজবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় mcq : সমাজবদ্ধ ভাবে বসবাস করাই মানুষের স্বভাব। সমাজে বসবাস করতে গিয়ে মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। মানুষের এসব সমস্যা ও সমাধানের নিমিত্তে সমাজবিজ্ঞানের উৎপত্তি। সমাজবিজ্ঞান একদিনেই উৎপত্তি লাভ করেনি। সমাজবিজ্ঞানীদের কঠোর পরিশ্রমে সমাজবিজ্ঞানের উৎপত্তি।
সমাজবিজ্ঞানের জনক বলা হয় অগাস্ট কোঁৎকে। তার হাত ধরেই সমাজবিজ্ঞানের উৎপত্তি। পরবর্তীতে ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এর ফলে সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান হিসেবে মর্যাদা লাভ করে।
সমাজবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় mcq
১. সামাজিক কার্যাবলির ওপর গুরুত্বারোপ করে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেন কোন মনীষী?
● কোভালেভস্কি
খ. নিল জে. স্মেলসার
গ. ম্যাক্স ওয়েবার
ঘ. ডুর্খেইম
২. সামাজিক বিজ্ঞানসমূহের অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে সর্বকনিষ্ঠ কোনটি?
ক. অর্থনীতিঅর্থনৈতিক খবরের সাবস্ক্রিপশন
খ. নৃবিজ্ঞান
গ. রাষ্ট্রবিজ্ঞান
● সমাজবিজ্ঞান
৩. সমাজবিজ্ঞান কোন বিষয়ের শাখা?
ক. অর্থনীতি
খ. নৃবিজ্ঞান
গ. রাষ্ট্রবিজ্ঞান
● সামাজিক বিজ্ঞান
৪. ‘Sociology is the science of social institutions.’ সংজ্ঞাটি কে প্রদান করেছেন?
ক. কোভালেভস্কি
খ. নিল জে. স্মেলসার
গ. ম্যাক্স ওয়েবার
● এমিল ডুর্খেইম
৫. সমাজবিজ্ঞানের প্রথম নাম কী?
● সোশ্যাল ফিজিকস
খ. সোশ্যাল আইডিয়া
গ. সোশ্যাল নেটওয়ার্ক
ঘ. সোশ্যাল ওয়ার্কঅর্থনৈতিক খবরের সাবস্ক্রিপশন
৬. ‘মানব সম্পর্কের বৈজ্ঞানিক জ্ঞান হলো সমাজবিজ্ঞান’ -সংজ্ঞাটি কে প্রদান করেছেন?
ক. কোভালেভস্কি
খ. নিল জে. স্মেলসার
গ. ম্যাক্স ওয়েবার
● জন এফ কিউবার
৭. কোন বিষয়টিকে ‘The Science of Society’ বলা হয়?
ক. অর্থনীতি
খ. নৃবিজ্ঞান
গ. রাষ্ট্রবিজ্ঞান
● সমাজবিজ্ঞান
৮. সমাজবিজ্ঞানের অধিকাংশ সংজ্ঞার মধ্যে কোন বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে?
ক. সামাজিক সংগঠন
খ. সামাজিক কার্যাবলি
● পারস্পরিক সম্পর্ক
ঘ. সমাজের গতিপ্রকৃতি
৯. ডেভিড পোপেনো সমাজবিজ্ঞানকে যে বিষয়ের অধ্যয়ন হিসেবে আখ্যায়িত করেছেন তা হলো—
i. সামাজিক আচরণ
ii. সমাজ
iii. সামাজিক পরিবর্তনঅর্থনৈতিক খবরের সাবস্ক্রিপশন
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০. সমাজব্যবস্থা সফলভাবে পরিচালনা করতে হলে প্রয়োজন—
ক. রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়ন
খ. সমাজকর্মের গবেষণা
● সমাজবিজ্ঞানের অধ্যয়ন
ঘ. মনোবিজ্ঞান পাঠ
১১. মিঠু চলমান সমাজের বিভিন্ন পরিবর্তন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জ্ঞান অর্জন করে করতে চায়। তার কোন বিষয়টি অধ্যয়ন করা উচিত?
● সমাজবিজ্ঞান
খ. রাষ্ট্রবিজ্ঞান
গ. সমাজকর্ম
ঘ. নৃবিজ্ঞান
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:
হৈমন্তী দ্বাদশ শ্রেণিতে পড়ে। সে তার পাঠ্যবই থেকে জেনেছে, সমাজবিজ্ঞান পাঠ্যসূচির যৌক্তিকতা পর্যালোচনা করে।
১২. হৈমন্তীর পাঠ্যবই কীরূপ সমাজবিজ্ঞানকে নির্দেশ করে?
ক. নগর সমাজবিজ্ঞান
খ. ধর্মীয় সমাজবিজ্ঞান
● শিক্ষা সমাজবিজ্ঞান
ঘ. ঐতিহাসিক সমাজবিজ্ঞান
১৩. হৈমন্তীর পঠিত সমাজবিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য-
i. শিক্ষার সাথে সমাজকাঠামোর সম্পর্ক বিশ্লেষণ
ii. শিক্ষাব্যবস্থার যৌক্তিকতা পর্যালোচনা
iii. শিক্ষার তাত্ত্বিক দর্শন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৪. Logos শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ইংরেজি
খ. ল্যাটিন
গ. ফরাসী
● গ্রিক
১৫. ‘Sociology’ শব্দটির প্রবক্তা কে?
ক. প্লেটো
খ. এরিস্টটল
গ. ইবনে খালদুন
● অগাস্ট কোঁৎ
১৬. ‘সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান’ – উপ্তিটি কার?
ক. কোভালেভস্কি
খ. নিল জে. স্মেলসার
গ. ম্যাক্স ওয়েবার
● এমিল ডুর্খেইম
১৭. ‘Socius’ কোন ভাষার শব্দ?
ক. ইংরেজি
● ল্যাটিন
গ. ফরাসী
ঘ. গ্রিক
১৮. সমাজসম্পর্কিত বস্তুনিষ্ঠ পাঠ বা বিশ্লেষণকে কী বলে?
ক. অর্থনীতি
খ. নৃবিজ্ঞান
গ. রাষ্ট্রবিজ্ঞান
● সমাজবিজ্ঞান
১৯. কোন বিষয়কে সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞান বলা হয়?
ক. অর্থনীতি
খ. নৃবিজ্ঞান
গ. রাষ্ট্রবিজ্ঞান
● সমাজবিজ্ঞান
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :
ক্লাসে তোমাকে সমাজবিজ্ঞানের সংজ্ঞা বলতে বলায় তুমি বললে, ‘সমাজবিজ্ঞান হলো সামাজিক আচরণ এবং মানবসমাজের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন।’
২০. তোমার দেওয়া সংজ্ঞাটি, কোন সমাজবিজ্ঞানীর সংজ্ঞার অনুরূপ?
ক. কোভালেভস্কি
খ. নিল জে. স্মেলসার
গ. ম্যাক্স ওয়েবার
● ডব্লিউ পি. স্কট
২১. উক্ত সংজ্ঞায় যেসব প্রত্যয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো-
i. সামাজিক আচরণ
ii. সামাজিক সম্পর্ক
iii. মানব সমাজের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii