সাইয়েদুল ইস্তেগফার অর্থ সহ

সাইয়েদুল ইস্তেগফার অর্থ সহ
Admin November 18, 2024 332

ইসলামিক প্রার্থনা ও দোয়ার মধ্যে সাইয়েদুল ইস্তেগফার দোয়া একটি বিশেষ স্থান অধিকার করে আছে। এই দোয়া মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ফজিলত অপরিসীম। সাইয়েদুল ইস্তেগফার দোয়া বাংলা উচ্চারণ জানার মাধ্যমে আমরা এর সঠিক উচ্চারণ ও অর্থ সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারি।

সাইয়েদুল ইস্তেগফার আরবি

اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

সাইয়েদুল ইস্তেগফার দোয়ার বাংলা উচ্চারণ

অনেকেই সাইয়েদুল ইস্তেগফার দোয়ার সঠিক উচ্চারণ জানেন না। নিচে সঠিক উচ্চারণ দেওয়া হলো:

“আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা, খালাকতানি, ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া’দিকা মাস্তাতাতু, আউযুবিকা মিন শাররি মা সানাতু, আবু’উ লাকা বিনি’মাতিকা আলাইয়া, ওয়া আবু’উ বিযাম্বি, ফাগফিরলি, ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ্জুনূবা ইল্লা আনতা।”

সায়্যিদুল ইস্তেগফার দোয়া এর অর্থ কি?

সায়্যিদুল ইস্তেগফার দোয়ার অর্থ হলো সমস্ত ইস্তেগফারের সর্দার বা প্রধান ইস্তেগফার। এটি এমন একটি দোয়া যা পাঠ করলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। সায়্যিদুল ইস্তেগফার দোয়াতে একটি মুসলিম তার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং নিজের ভুল শিকার করে। এই দোয়া পাঠ করলে আল্লাহর রহমত ও ক্ষমার দ্বার উন্মুক্ত হয়।

- সাইয়েদুল ইসতেগফার পড়া

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

উচ্চারণ : আল্লাহুম্মা আংতা রাব্বি লা ইলাহা ইল্লা আংতা খালাক্কতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহ্দিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউজুবিকা মিন শাররি মা সানাতু আবুউলাকা বিনিমাতিকা আলাইয়্যা ওয়া আবুউলাকা বিজাম্বি ফাগ্ফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আংতা।

অর্থ : হে আল্লাহ! তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের ওপর আছি।

আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নেয়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গোনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ তুমি ছাড়া কেউ গোনাহ ক্ষমা করতে পারবে না।

নিয়ম : সকালে ও সন্ধ্যায় এ ইসতেগফার করা। ফজর ও মাগরিবের নামাজের পর এ ইসতেগফার পড়তে ভুল না করা।

কেননা হাদিসে এসেছে- যে ব্যক্তি এ ইসতেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতে যাবে। (বুখারি)

এ কারণেই কোরআন ও সুন্নাহতে বেশি বেশি তাওবাহ ইসতেগফার করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। কেননা গোনাহমুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তাওবাহ ও ইসতেগফার করা। আল্লাহতাআলা ঘোষণা করেন-

- وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللّهَ يَجِدِ اللّهَ غَفُورًا رَّحِيمًا

যে গোনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল, করুণাময় পায়। (সুরা নিসা : আয়াত ১১০)

- নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না। কিন্তু যারা তওবাহ করে ও সংশোধন হয় তারা ব্যতিত। (সুরা নিসা : আয়াত ১৪৫-১৪৬)

- وَتُوْبُوْا إِلَى اللهِ جَمِيْعاً أَيُّهَا الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ

হে মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, যাতে তোমরা সফলকাম হতে পার। (সুরা নুর : আয়াত ৩১)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথা নিয়মে তার কাছে ক্ষমা প্রার্থনার তাওফিক দান করুন। কোরআন-সুন্নাহ ঘোষিত নিয়মে ক্ষমা প্রার্থনায় বেশি বেশি তাওবাহ-ইসতেগফার করার তাওফিক দান করুন। দুনিয়া ও পরকালের যাবতীয় কল্যাণ লাভের তাওফিক দান করুন। আমিন।

সাইয়েদুল ইস্তেগফার এর ফজিলত কি?

সাইয়েদুল ইস্তেগফার এর ফজিলত অপরিসীম। এই দোয়া পাঠ করলে আল্লাহর কাছ থেকে বিশেষ রহমত পাওয়া যায়। কিছু হাদিসে বর্ণিত আছে যে, যিনি নিয়মিতভাবে সাইয়েদুল ইস্তেগফার দোয়া পাঠ করবেন, আল্লাহ তাকে সকল দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি দেবেন এবং তার জীবনকে সহজ ও শান্তিতে ভরে দেবেন।