শাবান মাসের দোয়া

শাবান মাসের দোয়া
Admin March 23, 2024 76
চলছে শাবান মাস। এই শাবান মাস রমজানের আগের মাস। শাবান মাস রমজানের আগমনী বার্তা নিয়ে আসে। শাবান মাসের শেষেই রমজানের একফালি চাঁদ দেখা যায় আকাশের সুদূর দিগন্তে।

এই মাসটি মুমিনদের জন্য অন্য সবমাসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, এই মাসের পরপরই পবিত্র ও সেরা মাস রমজানের আগমন। এই মাসের বিভিন্ন ফজিলত ও আমল রয়েছে। তাই রমজানের প্রস্তুতির জন্য শাবান মাসে বেশি আমল, নফল রোজা ও দোয়া করা চাই।

বিভিন্ন হাদিসে বর্ণনা এসেছে, শাবান মাসে আল্লাহর রাসূল (সা.) একটি দোয়া বিশেষ করে বেশি পড়তেন বলে। রজব ও শাবান উভয় মাসে এই দোয়া বেশি পাঠ করার কথা রয়েছে। সম্ভভ হলে এই দোয়া পড়ে আল্লাহর কাছে তাওফিক চাওয়া যায়। কিংবা অন্য কোনো দোয়া পড়েও আল্লাহর কাছে তাওফিক কামনা করা যায়, যেন আল্লাহ তায়ালা রমজান মাসে বেশি থেকে বেশি নেক আমল ও ইবাদত-বন্দেগি করার তাওফিক দান করেন।

বিশ্বনবি শাবান মাসে যে দোয়া বেশি পড়তেন

রাসূল (সা.) রজব ও শাবান মাসব্যাপী বেশি বেশি বরকত হাসিলের দোয়া করতেন। রমজান মাসে ইবাদত করার সুযোগ ভিক্ষা চাইতেন। তিনি এ দোয়া বেশি বেশি পড়তেন। দোয়াটি হলো-

আরবি: اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ

উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রমাদান। 

অর্থ: হে আল্লাহ! রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন, রমজান আমাদের নসিব করুন। (মুসনাদে আহমাদ, হাদিস : ২৫৯)

আল্লাহ তায়ালা আমাদের তাওফিক দান করুন। শাবান ও রমজানের সর্বোত্তম ব্যবহার যেন আমরা নিশ্চিত করতে পারি এবং দুনিয়া-আখিরাতে আমাদের সব রকম সাফল্য ও সৌভাগ্য দিয়ে ভূষিত করুন। আমিন।