পৃথিবীর প্রত্যেকেরই প্রিয় মানুষ রয়েছে। জীবনের একেক সময় একেকজন প্রিয় হয়ে ওঠে। তবে কিছু মানুষ আজীবনই প্রিয় থেকে যায়। এর মধ্যে পিতা-মাতা, স্ত্রী, সন্তান, ভাইবোন ও বন্ধু ইত্যাদি। সবাই চায় প্রিয় মানুষ ভালো থাকুক। সুখে থাকুক। থাকুক বিপদ-আপদমুক্ত। তবে মানুষের জন্য কোনটি কল্যাণকর আর কোনটি অকাল্যাণকর-সব কিছু সম্পর্কেই আল্লাহ সবচেয়ে বেশি অবগত আছেন। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয়; অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তো-বা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর। বস্তুত আল্লাহই জানেন, তোমরা জান না।’ (সুরা বাকারা, আয়াত: ২১৬)
প্রিয় মানুষের জন্য দোয়া
ইসলামে নির্দিষ্ট মানুষের ভালো থাকা ও সুস্থতার জন্য দোয়া করার কথা আছে। মুসা (আ.) তার নিজের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আর আল্লাহ তাকে পরিপূর্ণ দান করেছিলেন। দোয়াটি হলো- বাংলা উচ্চারণ: রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।
বাংলা অর্থ: হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি তার মুখাপেক্ষী। (সুরা কাসাস, আয়াত: ২৪)
কোরআনে বিয়ে-শাদি ও সন্তান-সন্ততির জন্য আরেকটি দোয়া শিক্ষা দেওয়া হয়েছে-
বাংলা উচ্চারণ: রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররি ইয়াতিনা কুররাতা আইউন, ওয়া জা আলনা লিল মুত্তাকিনা ইমামা।
বাংলা অর্থ: হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন, যারা আমাদের চোখ শীতলকারী হবে। আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শ করুন। (সুরা ফুরকান, আয়াত: ৭৪)