প্রিয় মানুষের জন্য দোয়া

প্রিয় মানুষের জন্য দোয়া
Admin October 31, 2024 520

পৃথিবীর প্রত্যেকেরই প্রিয় মানুষ রয়েছে। জীবনের একেক সময় একেকজন প্রিয় হয়ে ওঠে। তবে কিছু মানুষ আজীবনই প্রিয় থেকে যায়। এর মধ্যে পিতা-মাতা, স্ত্রী, সন্তান, ভাইবোন ও বন্ধু ইত্যাদি। সবাই চায় প্রিয় মানুষ ভালো থাকুক। সুখে থাকুক। থাকুক বিপদ-আপদমুক্ত। তবে মানুষের জন্য কোনটি কল্যাণকর আর কোনটি অকাল্যাণকর-সব কিছু সম্পর্কেই আল্লাহ সবচেয়ে বেশি অবগত আছেন। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয়; অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তো-বা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর। বস্তুত আল্লাহই জানেন, তোমরা জান না।’ (সুরা বাকারা, আয়াত: ২১৬)

প্রিয় মানুষের জন্য দোয়া

ইসলামে নির্দিষ্ট মানুষের ভালো থাকা ও সুস্থতার জন্য দোয়া করার কথা আছে। মুসা (আ.) তার নিজের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আর আল্লাহ তাকে পরিপূর্ণ দান করেছিলেন। দোয়াটি হলো- বাংলা উচ্চারণ: রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।

বাংলা অর্থ: হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি তার মুখাপেক্ষী। (সুরা কাসাস, আয়াত: ২৪)

কোরআনে বিয়ে-শাদি ও সন্তান-সন্ততির জন্য আরেকটি দোয়া শিক্ষা দেওয়া হয়েছে-

বাংলা উচ্চারণ: রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররি ইয়াতিনা কুররাতা আইউন, ওয়া জা আলনা লিল মুত্তাকিনা ইমামা। 

বাংলা অর্থ: হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন, যারা আমাদের চোখ শীতলকারী হবে। আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শ করুন। (সুরা ফুরকান, আয়াত: ৭৪)