প্রাণ কোম্পানির হেড অফিস কোথায়

প্রাণ কোম্পানির হেড অফিস কোথায়
Admin February 18, 2024 2442
আপনি কি প্রাণ কোম্পানির হেড অফিসের নাম্বার অনলাইন অনুসন্ধান করছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। নিবন্ধন প্রাণ কোম্পানির হেড অফিস নাম্বার ঠিকানা আপনাদের সামনে তুলে ধরব। আপনি চাইলে আমাদের এই নিবন্ধটির প্রাণ কোম্পানির হেড অফিসে নাম্বার ও ঠিকানা সমান করে নিতে পারবেন। আমরা আপনাদের জন্য প্রাণ কোম্পানির হেড অফিস ঠিকানা ও নাম্বার সংযুক্ত করে দিয়েছি। আমরা সব সময় আমাদের পাঠকদের জন্য ইউনিক কিছু তথ্য দেওয়ার প্রতিশ্রুতি বদ্ধ। এরই ধারাবাহিকতায় আজকে আমরা প্রাণ গ্রুপ বাংলাদেশের হেড অফিস ঠিকানা নাম্বার আপনাদের জন্য শেয়ার করছি।

প্রাণ গ্রুপ

প্রাণ গ্রুপ বাংলাদেশের সবচেয়ে বড় কনজুমার প্রোডাক্ট তৈরি করি প্রতিষ্ঠান। প্রাণ গ্রুপে বর্তমান পাঁচ হাজারের বেশি পণ্য তৈরি ও বিপণন করা হয়। ১৯৮১ সালে সর্বপ্রথম প্রাণ গ্রুপ রংপুর হাতে যাত্রা শুরু করে। প্রাণ গ্রুপ ডি প্রতিষ্ঠা করে আমজাদ খান চৌধুরী।

১৯৮১ শোলে আমজাদ খান চৌধুরী মেজর জেনারেল পদ থেকে অবসর নিয়ে পেনশনের টাকা দিয়ে শুরু করেন টিপওয়েল তৈরি ও আবাসন ব্যবসা। রংপুরে আবাসন ব্যবসার সুবিধা করতে না পেরে এই কোম্পানিটি আরএফএল নামে পরিচিতি লাভ করে। ১৯৮৫ পঁচাশি সালে কৃষিজাত পণ্য উৎপাদনের মধ্য দিয়ে এই কোম্পানিটি এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমিটেড বা প্রাণ লাভ করে। প্রাণ গ্রুপ এবং আরএফএল গ্রুপ যৌথভাবে প্রায় ৮৫ হাজার নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। বর্তমানে সব মিলিয়ে প্রায় ৭০০ কোটির জনগোষ্ঠীকে প্রাণ গ্রুপ কর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছে।

বর্তমানে এই গ্রুপটি ১৪১ টির ও বেশী দেশে তাদের তৈরি পণ্য রপ্তানি করে। এর ফলস্বরূপ প্রাণ গ্রুপ ২০১০-১১ অর্থবছরে টানা ১০ সৃষ্ট জাতীয় রফতানি ট্রফি লাভ করে। সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে প্লাস্টিক পণ্য রপ্তানির জন্য স্বর্ণপদক পায় প্রাণ গ্রুপের অঙ্গসংগঠন আরএফএল গ্রুপ। ২০১৯-২০ অর্থবছরে তাদের বিক্রিত পণ্যের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৪,৪০০,১৪০ কোটি টাকা।

প্রাণ কোম্পানির হেড অফিস কোথায়

চাকরি কিংবা বিভিন্ন প্রয়োজনে যারা প্রাণ গ্রুপের হেড অফিসের ঠিকানা অনুসন্ধান করছেন তাদের জন্য এই নিবন্ধে আমরা প্রাণ গ্রুপের হেড অফিস ঠিকানা সংযুক্ত করেছি। প্রাণ গ্রুপ প্রাণ কোম্পানির হেড অফিস বর্তমানে ঢাকায় অবস্থিত। চাকুরী ক্ষেত্রে প্রবেশ করতে হলে প্রাণ গ্রুপের কাছে নিজের প্রয়োজনে এবং সবচেয়ে মহামূল্যবান সার্টিফিকেট জমা প্রদান করতে হয়। চাকরি থেকে অবসর গ্রহন বা অন্য চাকরিতে প্রবেশ করলে সেই কাগজপত্র প্রাণ কোম্পানির হেড অফিস থেকে তুলে নিতে হয়। এছাড়া বিভিন্ন দরকারি প্রাণ গ্রুপের হেড অফিসের ঠিকানা আপনার প্রয়োজন হতে পারে। এজন্য এই নিবন্ধে আমরা প্রাণ গ্রুপের হেড অফিস ঠিকানা সংযুক্ত করেছি।

  • ১০৫ প্রগতি সরণি,ঢাকা-১২১২

প্রাণ গ্রুপের বর্তমান ঠিকানা এবং ফোন নম্বর

প্রাণ গ্রুপের বর্তমান ঠিকানা এবং ফোন নম্বর। প্রাণ গ্রুপের বর্তমান ঠিকানা এবং ফোন নম্বর নিচে সংযুক্ত করা আছে।

  • Address: 105 Pragati Swarani, Dhaka 1212
  • Phone: 09613-737777

প্রাণ কোম্পানির মালিকের নাম

এই কোম্পানিটি প্রতিষ্ঠা লগ্ন থেকে সুনামের সাথে পরিচালনা করেছে অনেকে তবে বর্তমানে এই কোম্পানির দায়িত্বগত মালিক একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। যিনি দীর্ঘ কয়েক বছর থেকে এই প্রাণ-আরএফএল গ্রুপ কোম্পানির হাল ধরেছেন। হাজার হাজার মানুষ এই কোম্পানিতে চাকরি করে। আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্যের কারণে বাংলাদেশের চাহিদা মিটিয়ে ১১৪ টি দেশে পণ্য রপ্তানি করে এই কোম্পানি। বর্তমানে এই কোম্পানির দায়িত্বরত মালিক আমজাদ খান চৌধুরী।


প্রাণ গ্রুপের প্রতিষ্ঠান সমূহ

ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করেও আজকে প্রাণ-আরএফএল গ্রুপে ২৫টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান। প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পাবলিক লিমিটেড দুটি কোম্পানি। এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড ও রংপুর ফাউন্ড্রি লিমিটেড(আরএফএল)। এ ছাড়া

  • অথবা.কম – তারযোগে পণ্য বিক্রির ওয়েবসাইট
  • প্রাণ ফুডস লিমিটেড
  • প্রাণ বেভারেজ লিমিটেড
  • হবিগঞ্জ এগ্রো লিমিটেড
  • প্রাণ এগ্রো লিমিটেড
  • নাটোর এগ্রো লিমিটেড
  • প্রাণ এগ্রো বিজনেস লিমিটেড
  • প্রাণ ডেইরি লিমিটেড
  • ময়মনসিংহ এগ্রো লিমিটেড
  • বঙ্গ বেকার্স লিমিটেড (অলটাইম ও বিস্ক ক্লাব ব্র্যান্ড)
  • প্রাণ কনফেকশনারি লিমিটেড
  • সান বেসিক কেমিক্যালস লিমিটেড
  • চরকা টেক্সটাইল লিমিটেড
  • প্রাণ এক্সপোর্টার্স লিমিটেড
  • আরএফএল প্লাস্টিকস লিমিটেড

এছাড়া ২৫টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রাণ-আরএফএলের দেশের ১৩টি স্থানে ২৩টি কারখানা রয়েছে, বর্তমানে প্রাণ-আরএফএল গ্রুপের উৎপাদিত পণ্য ১৪৫ টির বেশী দেশে রপ্তানি করা হচ্ছে।


প্রাণ গ্রুপের পণ্য তালিকা

প্রাণ গ্রুপ বর্তমানে ৫০০০ অধিক পণ্য উৎপাদন এবং রপ্তানি করে থাকে। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রাণ গ্রুপ বিশ্বের প্রায় ১৪১ টি দেশে তাদের উৎপাদিত পণ্য রপ্তানি করে। প্রাণ গ্রুপের উৎপাদিত পণ্য গুলোর মধ্যে অধিকাংশই তৈরি খাদ্য। আমরা প্রাণ গ্রুপের উৎপাদিত কিছু খাদ্যের তালিকা এখানে তুলে ধরেছি।

  • বিস্ক ক্লাব বিস্কুট
  • বিস্ক ক্লাব ড্রাই কেক
  • অল টাইম ক্রিম রোল
  • অল টাইম কুকিজ
  • বিস্ক ক্লাব কুকিজ
  • প্রাণ স্পেশাল টোস্ট
  • বিস্ক ক্লাব রাস্ক
  • প্রাণ মামা ওয়েফার