পণ্য কি

পণ্য কি
Admin November 28, 2024 428

অর্থশাস্ত্রে পণ্য বলতে মূলত মূল্য আরোপিত পণ্যকে বোঝানো হয়। এটির ইংরেজি প্রতিশব্দ, "commodity". ইংরেজি শব্দটির উৎপত্তি ল্যাটিন "commode" ধাতু থেকে যার অর্থ "সঠিক পরিমাপণ। মার্ক্সীয় অর্থনীতিতে পণ্য এবং তার উপযোগের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

পন্য কি বা কাকে বলে :

সাধারণ অর্থে মানুষের প্রয়োজন বা অথবা পূরণে সক্ষম এমন দৃশ্যমান ও অদৃশ্যমান সকল জিনিসই পণ্য। অন্য কথায় পন্য কি বলতে গেলে, অর্থের বিনিময়ে ক্রয়বিক্রয়যোগ্য যে কোনো সামগ্রীই পণ্য। পণ্যের অস্তিত্ব মানুষের প্রয়োজন, অভাববোধ এবং আকাঙ্ক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িত।

সুতারাং বিপণনের দৃষ্টিতে মানুষের চাহিদা ও অভাব পূরণে সক্ষম এরূপ দৃশ্যমান ও অদৃশ্যমান বৈশিষ্ট্যের অধিকারী কোনো উপাদানকেই পণ্য বলে। বিভিন্ন লেখক পণ্য সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। নিম্নে দুজন বিশেষজ্ঞের মতামত তুলে ধরা হলো: ফিলিপ কটলার ও গ্যারি আর্মস্ট্রং (Philip Kotler and Grary Armstrong) এ দুজন লেখকের মতে, “এমন কোনো কিছুই পণ্য যাকে বাজারে উপস্থাপন করা হয় লোকের মনোযোগ আকর্ষণ, অর্জন, ব্যবহার কিংবা ভোগের জন্য, যাতে করে লোকজনের অভাব বা চাহিদার পরিতৃপ্তি ঘটে।"

W.S. Starton এর মতে, একটি পণ্য হলো- মোড়কাকরণ রং মূল্য, উৎপাদনকারী ও খুচরা বিক্রেতার মর্যাদা ও সেবা সম্বলিত অতিপয় দৃশ্যমান ও অদৃশ্যমান ঋণের সমষ্টি যা ক্রেতাগণ অভাব মোচনের উপায় হিসেবে গ্রহণ করে।

পন্য কাকে বলে? এ সম্পর্কে ম্যাকর্থি (McCarthy) বলেন, “পণ্য বলতে কোনো প্রতিষ্ঠান কর্তৃক বিক্রয়যোগ্য এবং চাহিদার সন্তুষ্টি বিধানে সক্ষম জিনিসকে বোঝায়।"

উপরিউক্ত আলোচনা ও সংজ্ঞা বিশ্লেষণে পন্য কি এ সম্পর্কে আমরা বলতে পারি, পণ্য হলো সে সব দৃশ্যমান ও অদৃশ্যমান বস্তু যা মানুষ ভোগ ও ব্যবহারের মাধ্যমে চাহিদা ও অভাব পূরণ করতে পারে এবং যা অর্থের বিনিময়ে ক্রয়বিক্রয়যোগ্য।

পণ্য কত প্রকার ও কি কি 

যতই দিন গড়াচ্ছে মানুষের অভাব ও চাহিদার বিস্তার ঘটছে আর তা পূরণের জন্য নতুন নতুন হাজারাে পণ্য বাজারে আসছে। আর এই পণ্য গুলোেকে বাজারজাতকরণ বৈশিস্ট্য অনুযায়ী প্রধানতঃ দুইভাগে ভাগ করা যায়। যথাঃ

  1. ভোগ্য পণ্য (Consumer goods) এবং
  2. শিল্প পন্য (Industrial goods)।

এ দুই শ্রেণীর পণ্যকে আবার বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়।

ভােগ্য পণ্য :

ভােগ্য পণ্য বলতে চুড়ান্ত ভােগের উপযোগী পণ্যকে বুঝায়। কোনাে রকম প্রতকরিয়াজাতকরণ ছাড়াই যে সব পণ্য সরাসরি ভােগ বা ব্যবহার করা যায় সেগুলোকে ভােগ্যপণ্য বলে। এরূপ পণ্য এমন অবস্থায় থাকে যে তা সরাসরি ভােগের নিমিত্তে ব্যবহৃত হয়। এক্ষেত্রে আর কোন প্রত্রিয়াজাতকরণ বা ব্যবসায়িক উপযোগ সৃষ্টির প্রয়ােজন পড়ে না আমাদের আশেপাশের দোকান গুলাতে সাজানাে কৃষিজাত সামগ্রী, যেমন চাল, ডাল থেকে শুরু করে শিল্পে উৎপাদিত পণ্য-সাবান, র্লেড, গাড়ি, রেডিও ইত্যাদি সবই এ ধরনের পণ্যের উদাহরণ।

ভােগ্য পণ্যকে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা-

  • সুবিধা পন্য (Convenience goods)
  • সৌখিন / বিপণন পণ্য (Shopping goods)
  • বিশিষ্ট পন্য (Specialy goods)
  • অযাচাইকৃত পন্য (Unsought goods)

নিম্নে এদের সম্পর্কে পর্যায়ক্রমে আলোেচনা করা হল।

শিল্প পন্য (Industrial goods) 

শিল্প পণ্য হচ্ছে ঐসব পণ্য যা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান পদ্ধতিকরণ, প্রক্রিয়া করণ বা পুনঃ প্রক্রিয়াকরণ আথবা ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য ক্রয় করে।

শিল্প পণ্য এবং ভােগ্য পণ্যের মধ্যে পার্থক্য ক্রেতার ক্রয়ের উদ্দেশ্যের উপর নির্ভর করে যেমনঃ পাট যদি রশি তৈরি করার জন্য ক্রয় করা হয় (যা ঘর বাঁধার জন্য ব্যবহৃত হবে) তাহলে তা হবে ভাগ্য পণ্য। আর যদি তা দিয়ে কার্পেট বা চট ইত্যাদি পাটজাত পণ্য তৈরি করার উদ্দেশ্যে ক্রয় করা হয় তবে তা হবে শিল্প পণ্য।

শিল্প পণ্যকে আবার তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। যথা

  •  মালামাল এবং খুচরা যন্ত্রাংশ,
  •  মূলধনজাতীয় পণ্য,
  •  সরবরাহ এবং সেবা।

যে সব শিল্প পণ্য চূড়ান্ত পণ্যের অংশ হিসেবে ব্যবহৃত হয় না, তবে দৈনন্দিন কার্য পরিচালনার জন্য প্রয়োজনীয় সামগ্রী অথবা মেরামত, রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে ব্যবহৃত হয় সেগুলো সরবরাহ পণ্য হিসেবে বিবেচিত হয়।

উদাহরণ হিসেবে বলা যায় লুব্রিকেন্ট, কয়লা, টাইপিং কাগজ, পেনসিল, রং, তারকাটা, ঝাড়ু ইত্যাদি। সরবরাহ পণ্যগুলো শিল্প ক্ষেত্রে সুবিধা পণ্য। কারণ এসব পণ্য ক্রয়ে ন্যূনতম খোঁজাখুঁজি এবং বাজার যাচাই করা হয়। এসব পণ্য সাধারণত মধ্যস্থকারবারীর মাধ্যমে বিক্রি করা হয়। এর কারণ হচ্ছে এগুলোর একক প্রতি মূল্য কম হয় এবং এর ক্রেতা সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে অপরদিকে ব্যবসায় সেবার (Businsess) মধ্যে রক্ষণাবেক্ষণ এবং মেরামতি সেবা (যেমনঃ জানালা দরজা পরিস্কার ও রং করা, টাইপ রাইটার মেরামত ইত্যাদি) এবং ব্যবসায় পরামর্শ ইত্যাদি অন্তর্ভুক্ত। সাধারণ চুক্তি ভিত্তিতে এসব সেবা প্রদান করা হয়।