পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৫

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৫
Admin February 01, 2025 138
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান আপনি আপনার যে কোন পরীক্ষার জন্য পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জেনে রাখুন। বিভিন্ন পরীক্ষায় পদ্মা সেতু সম্পর্কে প্রশ্ন আসে। তাই নিচে বিভিন্ন পরীক্ষা যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান নিচে দেওয়া হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান জানার পাশাপাশি আপনি জানতে পারবেন পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য এবং পদ্মা সেতু সম্পর্কে অনুচ্ছেদ

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
  • পদ্মা সেতুর প্রকল্পের নাম কি = পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
  • পদ্মা সেতু নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি কখন হয় =  বাংলাদেশ সরকার এবং চিনা চায়না মেজর ব্রিজ কোম্পানির সাথে ১৭ই জুন, ২০১৪ইং সালে চুক্তি হয়।
  • পদ্মা সেতুর ধরন কি = পদ্মা সেতুর ধরন দ্বিতল বিশিষ্ট কংক্রিট এবং স্টিল দিয়ে নির্মিত  সেতু।
  • পদ্মা সেতু বিশ্বের কততম সেতু = পদ্মা সেতু বিশ্বে ১২২তম সেতু 
  • পদ্মা সেতুর কত কিলোমিটার =  পদ্মা সেতুর ৬.১৫ কিলোমিটার।
  • পদ্মা সেতুর দৈর্ঘ্য কত =  পদ্মা সেতুর দৈঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।
  • পদ্মা সেতু উদ্বোধন =  সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়
  • পদ্মা সেতু উদ্বোধনের তারিখ =  পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ২৫ জুন ২০২২ সাল
  • পদ্মা সেতুর খরচ কত =  পদ্মা সেতু ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা
  • পদ্মা সেতুর পিলার কয়টি = পদ্মা সেতুর পিলার রয়েছে ৪২টি
  • পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত = দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. ও প্রস্থ ১৮.১০ মি,
  • পদ্মা সেতু কোন জেলায় অবস্থিত = মুন্সিগঞ্জের মাওয়া ও শরিয়তপুরের জাজিরা পয়েন্ট দিয়ে পদ্মা নদীর দুই প্রান্তকে যুক্ত করেছে পদ্মা বহুমুখী সেতু। তাই বলা যায় পদ্মা সেতু মুন্সিগঞ্জের ও  শরিয়তপুর জেলায় অবস্থিত।  

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান সকল পরীক্ষার 

  • পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কী =  চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ
  • পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত = ২৬৪ টি।
  • পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত = ৬০ ফুট 
  • পদ্মা সেতুর প্রকল্পের জনবল কত = পদ্মা সেতুর প্রকল্পের জনবল  প্রায় ৪ হাজার।
  • পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি = ৮১ টি।
  • পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত ফুট =  ৩৮৩ ফুট।
  • পদ্মা সেতুর প্রতিটি পিলারের জন্য পাইলিং কয়টি করে করা হয়েছে = ৬ টি।
  • পদ্মা সেতু রক্ষণাবেক্ষেণের দায়িত্ব কার =
  • পদ্মা সেতু তৈরিতে কত কিলোমিটার এলাকা নদীশাসনের আওতায় আনা হয়েছে?  দুই পারে প্রায় ১২ কিলোমিটার।
  • পদ্মা সেতুর কয় লেন বিশিষ্ট =  পদ্মা সেতুর ৪ লেন বিশিষ্ট
  • পদ্মা সেতুতে রেললাইন স্থাপন করা হয় কোথায় = দ্বিতলবিশিষ্ট  পদ্মা সেতুর উপর তলায় যানবাহন নিচ তলায় রেললাইন স্থাপন করা হয়।
  • পদ্মা সেতুর কি দিয়ে নির্মিত হয়েছে =   পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট যা কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হয়েছে।
  • বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি = বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম পদ্মা সেতু’।
  • পদ্মা সেতুর বিশেষ নকশা করা হয় কোথায় =  পদ্মা সেতুর বিশেষ নকশা করা হয় হংকংয়ে।
  • পদ্মা সেতু প্রকল্পের জন্য কত সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয় = পদ্মা সেতু প্রকল্পের জন্য ১১ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়।
  • পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি কে =  পদ্মা সেতু প্যানেলের সভাপতি ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
  • পদ্মা সেতু নির্মাণে কত দেশের উপকরণ ব্যবহার করা হয় =  পদ্মা সেতু নির্মাণে ৬০ টি দেশের কোন না কোন উপকরণ ব্যবহার করা হয়।
  • পদ্মা সেতু কতটি দেশের মেধা ও শ্রম দিয়ে নির্মিত হয়েছে = পদ্মা সেতু  ২০ টি দেশের মানুষের মেধা ও শ্রম কদিয়ে নির্মিত হয়েছে।
  • পদ্মা সেতুর অবস্থান ০৩ টি জেলায় মুন্সিগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর
  • পদ্মা সেতু পার হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত টাকা টোল দিয়েছেন = প্রধানমন্ত্রীর গাড়িবহরে ১৮টি গাড়ি ছিল। পদ্মা সেতুতে ১৬ হাজার ৪০০ টাকা টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে  নিজের গাড়ির জন্য ৭৫০ টাকা টোল দিয়েছেন তিনি।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ও ১০টি বাক্য
  • বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় সেতুর নাম হল পদ্মা বহুমুখী সেতু।
  • পদ্মা সেতু নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি হয় বাংলাদেশ সরকার এবং চিনা চায়না মেজর ব্রিজ কোম্পানির সাথে ১৭ই জুন, ২০১৪ইং সালে।
  •  স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২৬ নভেম্বর ২০১৪ এবং নির্মাণ কাজ শেষ হয় ২৩শে জুন ২০২২ সালে।
  •  পদ্মা সেতুর নির্মাণ কাজে  ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
  • স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন ২৫ জুন ২০২২ খ্রিস্টাব্দে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • স্বপ্নের পদ্মা সেতুর দৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিটার বা ২০,২০০ ফুট এবং  প্রস্থ: ১৮.১০ মিটার বা ৫৯.৪ ফুট। 
  • স্বপ্নের পদ্মা সেতুতে ৪২ টি পিলার ও ৪১ টি স্প্যান ব্যবহার করা হয়েছে।
  • স্বপ্নের পদ্মা সেতু মুন্সিগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা কে পরস্পর সংযুক্ত হয়েছে।
  • আমাদের স্বপ্নের পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এবং বিশ্বের ১২২ তম দীর্ঘ সেতু।
  •  পদ্মা সেতু বাংলাদেশের দক্ষিন অঞ্চলের জেলাগুলোর সাথে ঢাকা জেলার যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইসাথে অর্থনৈতিকভাবেও যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী উদাহরণ।

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান কি ওয়ার্ড

পদ্মা সেতু এশিয়া মহাদেশের কততম সেতু ,   পদ্মা সেতুর ডিজাইনার কে ,  পদ্মা সেতু বিশ্বের কততম সেতু ,  পদ্মা সেতু অনুচ্ছেদ ,  পদ্মা সেতু উদ্বোধনের তারিখ , পদ্মা সেতুর খরচ কত ,  পদ্মা সেতুর পিলার কয়টি ,  পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত , স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য , পদ্মা সেতু কোন জেলায় অবস্থিত , পদ্মা সেতুর প্রস্থ কত , অনুচ্ছেদ পদ্মা সেতু , পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত ,  পদ্মা সেতুর বাজেট ২০২২ , স্বপ্নের পদ্মা সেতু , পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয় , পদ্মা সেতু কোথায় অবস্থিত।