পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম

পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম
Admin February 01, 2025 446
পাতলা পায়খানা হওয়াটা স্বাভাবিক একটা ব্যাপার। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়ষ্ক মানুষের পাতলা পায়খানা জনিত সমস্যা হয়ে থাকে। পাতলা পায়খানা বাসি বা দুর্গন্ধ জাতীয় খাবার অথবা ভাজা-পুড়া খাবার অতিরিক্ত খাওয়ার ফলে হয়ে থাকে। অনেকের পেটের সমস্যা জনিত বা বদ-হজম হওয়ার ফলেও পাতলা পায়খানা হয়ে থাকে। আমাদের পেট খারাপ হলে বা ডায়রিয়া হলে আমাদের পাতলা পায়খানা হয়ে থাকে সেটা তো আমরা সবাই জানি। কিন্তু পাতলা পায়খানা হওয়ার পর আমাদের কি অষুধ খেতে হবে সে সম্পর্কে আমরা জানি না। আমরা মনে করি শুধু স্যালাইন খেলে আমাদের পাতলা পায়খানা কমে যাবে। স্যালাইন খাওয়ার পরেও আমাদের পাতলা পায়খানা কমে না। পাতলা পায়খানা হলে তা কমানোর জন্য রয়েছে অষুধ, যেগুলো সেবন করলে অনেক তাড়াতাড়ি পাতলা পায়খানা সেরে যায়। পাতলা পায়খানা হলে সঠিক ঔষধ সেবন করতে হবে। তাহলেই, দ্রুত সুস্থ হওয়া সম্ভব।

পাতলা পায়খানা কেন হয়

আমরা এখন জানবো পাতলা পায়খানা কেন হয়। পাতলা পায়খানা হওয়ার অনেক কারণ রয়েছে। যেগুলোর কারণে আমাদের পাতলা পায়খানা হয়ে থাকে। অতিরিক্ত তৈলাক্ত জিনিস, বাসি খাবার খাওয়ার ফলে আমাদের পাতলা পায়খানা হয়ে থাকে। এইগুলো ছাড়াও আমাদের আরো অনেক কারণে পাতলা পায়খানা হয়ে থাকে। নিচে পাতলা পায়খানা হওয়ার কয়েকটি কারণ তুলে ধরা হলো। যেগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে পারলে আমরা পাতলা পায়খানা থেকে মুক্তি পাবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক পাতলা পায়খানা হওয়ার কারণ:-

ভাইরাস সংক্রমণে পাতলা পায়খানা

সাধারণত রোটাভাইরাস, নরোভাইরাস ও অ্যাডেনোভাইরাস এর সংক্রমণের ফলে পাতলা পায়খানা হয়ে থাকে। এই ভাইরাস গুলো শিশুদের বেশি হয়ে থাকে। যার ফলে শিশুদের পাতলা পায়খানা ও ডায়রিয়া হয়ে থাকে। জ্বর, কাশি ও সর্দির কারণে এই ভাইরাস গুলো হয়ে থাকে। ভাইরাস গুলো যেনো না ছড়াতে পারে সে জন্য আপনার শিশুকে ভালোভাবে যত্ন নিন।

অতিরিক্ত তেল-চর্বি ও ভাঁজা খাবার

আমরা অনেক সময় মাত্রাতিরিক্ত তেল-চর্বি ও ভাঁজা জাতীয় খাবার খেয়ে থাকি। যার ফলে আমাদের পাতলা পায়খানা জনিত সমস্যা বেশি হয়ে থাকে। গ্রীষ্মকালে আমরা যদি মাত্রাতিরিক্ত তেল-চর্বি ও ভাঁজা জাতীয় খাবার খেয়ে থাকি তাহলে আমাদের পাতলা পায়খানা বেশি হবে। অধিক মশলাযুক্ত খাবার খেলেও আমাদের পেট খারাপ হয়ে থাকে। আমাদের উচিৎ তেল-চর্বি ও ভাঁজা জাতীয় খাবার প্রয়োজনের বেশি না খাওয়া।

বিভিন্ন ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া

জ্বর, সর্দি, কাঁশি অথবা অন্য যেকোন রোগ সারানোর জন্য বিভিন্ন ধরনের ঔষধ সেবন করে থাকি। এই ঔষধ গুলোর পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে আমাদের পাতলা পায়খানা, ডায়রিয়া হয়ে থাকে। তাই, যেকোনো ঔষধ সেবন করার পূর্বেই অবশ্যই সেগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিতে হবে।

দূষিত বা ময়লা পানি

দূষিত বা ময়লা পানি পান করার ফলে আমাদের পেট খারাপ হতে পারে। পরবর্তীতে পেট খারাপ থেকে আমাদের ডায়রিয়া ও পাতলা পায়খানার মত সমস্যা হতে পারে। আমরা চেষ্টা করবো পরিষ্কার ও বিশুদ্ধ পানি পান করার। পরিষ্কার ও বিশুদ্ধ পানি না পেলে অবশ্যই পানি ফুটিয়ে পান করতে হবে।

পঁচা-বাসি খাবার খেলে পাতলা পায়খানা

পঁচা-বাসি খাবার খাওয়ার ফলেও আমাদের পাতলা পায়খানা ও ডায়রিয়া হয়ে থাকে। কোন খাবার খাওয়ার আগে আমাদেরকে জেনে নিতে হবে সে খাবার ঠিক আছে কিনা। প্যাকেটজাত কোন খাবার খাওয়ার আগে অবশ্যই তার মেয়াদ আছে কিনা জেনে নিবেন।

পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম

আমাদের পাতলা পায়খানা হলে আমাদের ঔষধ সেবন করতে হয়। কারণ ঔষধ সেবন না করলে আমাদের পাতলা পায়খানা কমে না। আমরা অনেকি পাতলা পায়খানার ট্যাবলেট কি সে সম্পর্কে জানি না। ঔষধ গুলোর নাম জেনে রাখলে, আপনার যদি পাতলা পায়খানা হয় অথবা আপনার পরিবারে অন্য কারো যদি পাতলা পায়খানা হয়ে থাকে তখন এই ঔষধগুলো সেবন করে সহজেই পাতলা পায়খানার সমস্যা থেকে রক্ষা পাবেন। নিচে দেওয়া ঔষুধ গুলো নিকটস্থ যেকোন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন।

পাতলা পায়খানার ট্যাবলেট এর নাম গুলো হচ্ছে

  • Metro 400 – Ziska Pharma Company
  • Flagyl 400 – Sanofi Company
  • Zox Tablet – Square Company
  • Metryl – Opsonin Pharma Company
  • Amodis – Square Company
  • Aprocin 500 – Aristophsrma
  • Flontin 500 – Renata Company
  • Imotil– Square Company
পেট খারাপ হওয়ার পর আমাদের পাতলা পায়খানা ও ডায়রিয়া হলে এই ঔষুধ গুলো সেবন করলে আমাদের পাতলা পায়খানা জনিত সমস্যা ঠিক হয়ে যাবে। এই ঔষুধ গুলো আপনার এলাকার নিকটস্থ যেকোন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন।

কি খেলে পাতলা পায়খানা বন্ধ হয়

আমরা ইতোমধ্যে জেনেছি পাতলা পায়খানা হলে আমাদের কোন ঔষুধ গুলো খেতে হবে। আমরা এখন জানবো কি খেলে পাতলা পায়খানা বন্ধ হয় সে সম্পর্কে। এমন কিছু খাবার রয়েছে যেগুলো খাওয়ার পর আমাদের পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে। অনেক সময় ফার্মেসিতে ঔষুধ না পাওয়া যেতে পারে অথবা ফার্মেসির দোকান দূরে হওয়ার ফলে ঔষুধ আনতে সমস্যা হয়। আপনি নিচের দেওয়া খাবার গুলো খাওয়ার পর আপনার পাতলা পায়খানা অনেকটা কমে যাবে। এই খাবার গুলো ওষুধের বিকল্প হিসেবে কাজ করবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কি খেলে পাতলা পায়খানা বন্ধ হয়।
  • মধু
  • খাবার স্যালাইন খাওয়া
  • বেশি পরিমাণে পানি পান করা
  • লেবু পানি পান করা
  • সরষে বিজ খাওয়া
  • সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নাবলী

ঘন ঘন পাতলা পায়খানা হলে করণীয় কী?

ঘন ঘন পাতলা পায়খানা হলে নিয়মিত ওষুধ খেতে হবে। পাতলা পায়খানার ঔষুধ সম্পর্কে আর্টিকেলের উপরে আলোচনা করা হয়েছে। যেসব কারণে পাতলা পায়খানা হচ্ছে যেসব কারণ গুলো থেকে দূরে থাকতে হবে।

পাতলা পায়খানা বন্ধ করার উপায় কী?

পাতলা পায়খানা বন্ধ করার উপায় হচ্ছে নিয়মিত পাতলা পায়খানার ট্যাবলেট খাওয়া সাথে মধু, লেবু পানি, খাবার স্যালাইন খেতে হবে।

পাতলা পায়খানার ঔষধ স্কয়ার কোম্পানির কোনগুলো?

স্কয়ার কোম্পানির পাতলা পায়খানার ট্যাবলেট এর নামগুলো হলো:– Zox Tablet, Amodis, Imotil

সাধারণত জীবাণু পেটে ঢোকার কারণে ডায়রিয়া বা পাতলা পায়খানা হয়ে থাকে। আর সেটা অধিকাংশ ক্ষেত্রে কয়েকদিনের মাঝেই সেরে যায়। তবে ডায়রিয়া থেকে যদি মারাত্মক পানিশূন্যতা হয়, তবে তা মৃত্যুর কারণও হতে পারে। পানিশূন্যতা প্রতিরোধ করার উপায় ও পাতলা পায়খানা হলে কী করণীয় তা এই লেখায় থাকছে।

আমরা সাধারণত ‘ডায়রিয়া’ ও ‘পাতলা পায়খানা’ শব্দ দুটি একই অর্থে ব্যবহার করি। তবে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় আপনার পায়খানা নরম বা পাতলা হওয়া মানেই যে আপনার ডায়রিয়া হয়েছে, এমনটি নয়। সারাদিনে তিনবার বা তার বেশি নরম বা পাতলা পায়খানা হলে তাকেই সাধারণত ডায়রিয়া বলা হয়। এছাড়া কারও যদি স্বাভাবিকের তুলনায় ঘনঘন পাতলা পায়খানা হয় সেটাকেও ডায়রিয়া হিসেবে ধরে নেওয়া হয়।

পাতলা পায়খানার ঔষধ

ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর পানি ও প্রয়োজনীয় বিভিন্ন লবণ বেরিয়ে যায়। যখন এই ঘাটতি পূরণ করা হয় না, তখনই পানিশূন্যতা দেখা দেয়। আর এই পানিশূন্যতা মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে গেলে তা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই ডায়রিয়ার প্রথম চিকিৎসা হলো পানিশূন্যতা পূরণ করা।

পানিশূন্যতার প্রধান লক্ষণগুলো হচ্ছে—

  • চোখ শুকনো লাগা বা খচখচ করা
  • গাঢ়, তীব্র দুর্গন্ধযুক্ত প্রস্রাব হওয়া
  • প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া
  • পাতলা পায়খানার ঘরোয়া চিকিৎসা
সাধারণত আপনি ঘরোয়াভাবেই পাতলা পায়খানার চিকিৎসা করতে পারবেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পানিশূণ্যতা এড়াতে প্রচুর পরিমাণে তরল পানীয় ও খাবার খাওয়া।

পাতলা পায়খানা হলে কী খাবার খেতে হবে?

ডায়রিয়া চিকিৎসায় মূল করণীয় হলো শরীরের পানি ও লবনের ঘাটতি মেটানো। এজন্য ডায়রিয়া হলে প্রচুর পরিমাণে খাবার স্যালাইন, তরল পানীয় ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত। সাধারণত প্রতিবার পাতলা পায়খানা হওয়ার পর এক প্যাকেট বা আধা লিটার করে খাবার স্যালাইন খাওয়ার উপদেশ দেয়া হয়। তরল পানীয়ের মধ্যে চিড়ার পানি, ভাতের মাড়, কিংবা ডাবের পানি খাওয়া যেতে পারে। ভাতের মাড়ে সামান্য লবণ দিতে পারেন।

পাতলা পায়খানা হলে যা খাবেন না

নির্দিষ্ট কোন খাবার খেলেই ডায়রিয়া সেরে যাবে, এমন কথার ভিত্তি নেই। যেমন, এমন ধারণা প্রচলিত আছে যে রোগী সাদা ভাত আর কাঁচকলা ছাড়া আর কিছুই খেতে পারবে না। এই ধারণা টা সঠিক নয়। পাতলা পায়খানা হলেও পরিচ্ছন্ন পরিবেশে তৈরি সব ধরনের পুষ্টিকর খাবারই খাওয়া উচিত। তবে ডায়রিয়া হলে বাজার থেকে কেনা ফলের জুস, কোমল পানীয়, কফি, চিনি দেয়া চা পরিহার করবেন। কারণ এসব খেলে ডায়রিয়া আরো খারাপ হয়ে যেতে পারে। ডায়রিয়া সাধারণত ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়, তবে ডায়রিয়ার কারণে সৃষ্ট পানিশূন্যতার দ্রুত চিকিৎসা প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে বসেই চিকিৎসার মাধ্যমে ডায়রিয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব। 

নিচে পাতলা পায়খানার ওষুধগুলো উল্লেখ করা হলো—

১। খাবার স্যালাইন:সাধারণত প্রতিবার পাতলা পায়খানা হওয়ার পর এক প্যাকেট বা আধা লিটার করে খাবার স্যালাইন খাওয়ার উপদেশ দেয়া হয়। ঘরে খাবার স্যালাইন না থাকলেও ঘরোয়া উপায়ে খাবার স্যালাইন তৈরি করে নিতে পারেন। এছাড়া চিড়ার পানি, ভাতের মাড়, কিংবা ডাবের পানিও খাওয়া যেতে পারে। ভাতের মাড়ে সামান্য লবণ দিতে পারেন। বমি ভাব হলে ছোট ছোট চুমুকে খাওয়ার চেষ্টা করবেন।

২। জিংক ট্যাবলেট: গবেষণায় দেখা গেছে, জিংক ট্যাবলেট ওষুধটি পাতলা পায়খানা হবার সময়কাল এক-চতুর্থাংশ কমিয়ে আনতে পারে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ১০-১৪ দিনের জন্য ২০ মিলিগ্রাম করে জিংক ট্যাবলেট কিংবা সিরাপ খাওয়াতে পারেন।

৩। প্যারাসিটামল: পেটে অস্বস্তি বোধ করলে প্যারাসিটামল খাওয়া যেতে পারে। শিশুকে ওষুধ দেওয়ার আগে ওষুধের সাথে থাকা নির্দেশিকা ভালো মত পড়ে নিবেন, আর অবশ্যই বয়স অনুযায়ী সঠিক পরিমাণে ওষুধ খাওয়াতে হবে।

৪। লোপেরামাইড-জাতীয় ওষুধ: জরুরি প্রয়োজনে কয়েক ঘণ্টার জন্য পাতলা পায়খানা বন্ধ করতে ডাক্তার আপনাকে লোপেরামাইড-জাতীয় ওষুধ সেবনের পরামর্শ দিতে পারে। তবে ওষুধটি কখনই ডাক্তারের পরামর্শ ছাড়া এবং ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এতে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

পাতলা পায়খানা ওষুধের সাথে পুষ্টিকর খাবারও খেতে হবে। পুষ্টিহীনতা থেকে ডায়রিয়া হয়, আবার ডায়রিয়ার কারণে বিভিন্ন পুষ্টি উপাদান শরীর থেকে বেরিয়ে যায়। তাই ছয় মাসের কম বয়সী শিশুদের বুকের দুধ এবং সবার জন্য পুষ্টিকর খাবার খাওয়া চালিয়ে যেতে হবে। তবে মনে রাখতে হবে, মারাত্মক পানিশূন্যতা হলে হাসপাতালে ভর্তি করে ইনজেকশনের মাধ্যমে শিরায় স্যালাইন দিতে হতে পারে।