অসুস্থ ব্যক্তির জন্য দোয়া
-6739ef751289b.jpg)
তিন কুল পড়ে ফুঁ দিয়ে শরীরে হাত বুলানো
আয়েশা (রা.) বলেন, ‘রাসুল (সা.) যখন ঘুমানোর জন্য বিছানায় যেতেন, উভয় হাতের তালু মিলিয়ে তাতে তিন কুল পড়ে ফুঁ দিতেন। এরপর শরীরের যতটুকু অংশ সম্ভব মুছতেন। মাথা, চেহারা ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। এভাবে তিনবার করতেন। যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, তখন আমাকে এমন করার জন্য আদেশ করলেন।’ (বুখারি, হাদিস: ৬২৬৬)
কারও অসুস্থতার কথা জানলে যে দোয়া পড়বেন
সাহাবিরা অসুস্থ হলেই রাসুলুল্লাহ (সা.)-এর কাছে ছুটে আসতেন। অসুস্থতার কথা জানাতেন। তখন তিনি তাদের জন্য দোয়া করতেন। আয়েশা (রা.) বলেন, ‘কেউ রাসুল (সা.)-এর কাছে কোনো বিষয়ে অভিযোগ করলে বা কোনো আঘাত বা ব্যথার বিষয়ে জানালে, রাসুলুল্লাহ (সা.) তার আঙুল দিয়ে জমিনের দিকে ইঙ্গিত করে বলতেন—
باسْمِ اللهِ ، تُرْبَةُ أَرْضِنَا بِرِيْقَةِ بَعْضِنَا ، يُشْفَى بِهِ سَقِيْمُنَا، بِإِذْنِ رَبِّنَا
বাংলা উচ্চারণ: ‘বিসমিল্লাহি, তুরবাতু আরদিনা বি রিকাতি বাদিনা, ইয়ুশফা বিহি সাকিমুনা, বি ইজনি রাব্বি না।’
বাংলা অর্থ: আল্লাহর নামে ঝারছি! এই আমাদের মাটি, সঙ্গে একজনের থুথু। এতেই রোগী হবে সুস্থ, আল্লাহর ইচ্ছায় পাবে শিফা। (বুখারি, হাদিস: ৫৭৪৫)
স্ত্রীর সুস্থতায় যে দোয়া পড়েছিলেন রাসুলুল্লাহ (সা.)
আয়েশা (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) কোনো স্ত্রীর জন্য দোয়া করলেন, ডান হাতে তাকে স্পর্শ করে বললেন—
الهم رَبَّ النَّاسِ، أَذْهِبِ الْبَأْسَ، اشْفِ أَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءٌ لا يُغَادِرُ سَقَمًا
বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মা রাব্বান্নাসি, আজহিবিল বাসি, ইশফি আনতাশ শাফি, লা নিজা ইল্লা শিফাউকা। শিফাআল্লা ইয়ুগাদিরু সাকামা।’
বাংলা অর্থ: হে আল্লাহ, হে মানবকুলের মালিক! রোগ-যন্ত্রণা বিলোপ করুন। সুস্থতা দান করুন, আপনিই সুস্থ করার মালিক। আপনি ছাড়া আর কেউ সুস্থ করতে পারে না। এমন সুস্থতা দান করুন, যাতে সামান্য রোগ বাকি না থাকে। (মুসলিম, হাদিস: ২১৯১)
সুস্থতার জন্য ঝাড়ফুঁক
আনাস (রা.) একবার সাবেত (রহ.)-কে বললেন, ‘আমি কি তোমাকে রাসুলুল্লাহ (সা.)-এর ঝাড়ফুঁক শিক্ষা দেব? সাবেত (রহ.) বললেন, জি, অবশ্যই শিখিয়ে দিন। তিনি বললেন,
اللَّهُمَّ رَبَّ النَّاسِ، مُذْهِبَ الْبَأْسِ اشْفِ أَنْتَ الشَّافِي، لَا شَافِي إِلَّا أَنْتَ، شَفَاءُ
لَا يُغَادِرُ سَقَماً
বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মা রাব্বান্নাসি, মুজহিবাল বাসি, ইশফি আনতাশ শাফি লা শাফিয়া ইল্লা আনতা। শিফাআল্লা ইয়ুগাদিরু সাকামা।’
বাংলা অর্থ: হে আল্লাহ, হে মানবকুলের মালিক! রোগ-যন্ত্রণা বিলোপ করুন। সুস্থতা দান করুন, আপনিই সুস্থ করার মালিক। আপনি ছাড়া আর কেউ সুস্থ করতে পারে না। এমন সুস্থতা দান কর, যাতে সামন্য রোগ বাকি না থাকে। (বুখারি, হাদিস: ৫৮৪২)
অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে যে দোয়া পড়বেন
হজরত সাদ বিন আবি ওয়াক্কাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাকে দেখতে এসে এই দোয়া পড়লেন—
اللهُمَّ اشْفِ سَعْدًا، اللهُمَّ اشْفِ سَعْدًا
বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মাশ ফি সাদা, আল্লাহুম্মাশ ফি সাদা।’
বাংলা অর্থ: হে আল্লাহ, তুমি সাদকে সুস্থ করে দাও, হে আল্লাহ তুমি সাদকে সুস্থ করে দাও। (বুখারি, হাদিস: ৫৬৫৯)
হজরত আবদুল্লাহ বিন আমর বিন আস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, সে যেন এ দোয়া পড়ে—
اللهُمَّ اشْفِ عَبْدَكَ، يَنْكَأُ لَكَ عَدُوًّا، أو يَمْشِي لَكَ إِلَى صَلَاةٍ
বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মাশ ফি আবদাকা, ইয়ানকাউ লাকা আদুউয়ান, আও ইয়ামশি লাকা ইলা সালাতিন।’
বাংলা অর্থ: হে আল্লাহ, আপনি আপনার বান্দাকে সুস্থ করে দিন, সে আপনার শত্রুকে পরাস্ত করবে বা জানাজায় হেঁটে যাবে। (আবু দাউদ, হাদিস: ৩১০৭)
সুস্থতার জন্য যে দোয়া পড়বেন
হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মুমূর্ষু নয় এমন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল এবং তার কাছে সাতবার এ দোয়াটি পড়ল, আল্লাহতায়ালা অবশ্যই তাকে অসুস্থতা থেকে সুস্থ করে দেবেন। দোয়াটি হলো—
أَسْأَلُ اللهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ
বাংলা উচ্চারণ: ‘আসআলুল্লাহাল আজিম, রাব্বাল আরশিল আজিম, আন ইয়াশফিয়াক।’
বাংলা অর্থ: আরশের অধিপতি মহান আল্লাহর কাছে আমি আপনার সুস্থতা কামনা করছি। (আবু দাউদ, হাদিস: ৩১০৬)