অর্থনৈতিক ইতিহাস কাকে বলে

অর্থনৈতিক ইতিহাস কাকে বলে
Admin November 28, 2024 197
লেনদেন, চাহিদা, যোগান, বিনিময়, ভোগ ইত্যাদি অর্থনৈতিক পরিভাষার প্রয়োগ-প্রচলন পৃথিবীর প্রতিটি সমাজেই খুব স্বাভাবিকভাবে বিদ্যমান। অর্থনীতির এই পরিভাষা, হিসাব-নিকাশের প্রয়োগ পৃথিবীর প্রথম মানুষের মধ্য দিয়ে শুরু হলেও তার উদ্ভাবন মাত্র ২৫০ বছর আগে। সভ্যতার উন্নয়নের সাথে সাথে অ্যাডাম স্মিথের ১৭৭৬ সালের ‘অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেজ অভ দ্য ওয়েলথ অভ নেশনস’ নামক গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে অর্থনীতির আধুনিক যাত্রা শুরু হলেও এর আগে ইউরোপে আরো বেশ কিছু অর্থনৈতিক কালের আবির্ভাব ঘটেছিল, যেগুলো আধুনিক অর্থনীতি তৈরির পূর্বাভাস দিয়ে গিয়েছিল। মধ্যযুগ সামন্তবাদের পতন, জাতীয়তাবাদের উত্থান। দার্শনিক, ধার্মিক নেতারা রাষ্ট্র সিংহাসনে আসীন। স্বাধীনচেতা মনোভাবে পুষ্ট জাতি-গোষ্ঠীগুলো পরস্পর পরস্পরকে যোগ্য শত্রু হিসেবে বিবেচনা করতে শুরু করল। এদিকে ইউরোপীয় নবজাগরণের অগ্রদূত নিকোলা ম্যাকিয়াভ্যালির শাসক হয়ে ওঠার উৎসাহ তৎকালীন ইউরোপীয়দের মনে এক অভূতপূর্ব পরিবর্তনের আশার জন্ম দেয়।

অর্থনৈতিক ইতিহাস কাকে বলে:

পদ্ধতিগত সরঞ্জাম ব্যবহার করে, অর্থনৈতিক ঘটনাগুলার ইতিহাস বিশেষ মনোযোগ দিয়ে অধ্যায়ন করাকে অর্থনৈতিক ইতিহাস বলে। অর্থাৎ সূচনার দিক থেকে অর্থনৈতিক ব্যবস্থার সকল জ্ঞান অর্জন করায় অর্থনৈতিক ইতিহাস। আবার, পদ্ধতিগত সরঞ্জাম অনুযায়ী অর্থনৈতিক ঘটনাগুলোর ইতিহাস অধ্যায়ন করাকে অর্থনীতি ইতিহাস বলে। অর্থাৎ সংজ্ঞা অনুযায়ী এটি স্পষ্ট যে অর্থনীতির সূচনা সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করা বা এর অতীত সম্পর্কে জানা অর্থনৈতিক ইতিহাস।

অর্থনৈতিক ইতিহাস জানার উপায়:

অর্থনৈতিক ইতিহাস জানার উপায় সম্পর্কে আমাদের অনেকের ধারণা নাও থাকতে পারে, তাই এখানে জানবেন। যদিও বা সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের এই বিষয়টি নিয়ে একটি অনুশীলন রয়েছে কিন্তু সেখানে এই বিষয়টির স্পষ্ট ধারণা দেওয়া হয়নি।

মুদ্রার জ্ঞান:

বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মুদ্রা প্রচলিত হয়েছিল এবং এর ইতিহাস জানতে হবে।
নদীর জ্ঞান:  অর্থনৈতিক ইতিহাস জানার জন্য নদীর জ্ঞান জানতে হবে কেননা, পূর্বে নদী পথে অর্থনীতির প্রভাব ছিল।
পর্বতের জ্ঞান:  প্রাচীনকাল থেকে অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়নের জন্য পর্বতের ব্যবহার ছিল, এই বিষয়টি জানা।
মুদ্রার মূল্য চিনা:  মুদ্রা তো আমরা সকলেই দেখেছি কিন্তু এই মুদ্রার মূল্য নিয়ে যে ইতিহাস রয়েছে এ বিষয়টি জানা।
ব্যবসার ইতিহাস বোঝা: কিভাবে ব্যবসা শুরু হয়েছিল এবং কিভাবে শাসন এবং শোষণ হয়েছিল তা জানা।
এগুলো ছিল বেশ কয়েকটি উপযুক্তাগুলো অবলম্বন করে আপনি আমি খুবই সহজে অর্থনীতির ইতিহাস জানতে পারবো।