অপরিচিতা গল্পের এমসিকিউ প্রশ্নের উত্তর

অপরিচিতা গল্পের এমসিকিউ প্রশ্নের উত্তর
Admin December 02, 2024 438
“অপরিচিতা” গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনি বর্ণিত হয়েছে, তার নাম কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতঃপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু এই গল্পেই প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী-পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথকতা শোনালেন তিনি। এ গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্রবীক্ষা ও আচরণে সমাজে গেড়ে-বসা ঘৃণ্য যৌতুকপ্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশচেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক।

“অপরিচিতা” উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। গল্পের কথক অনুপম বিশ শতকের দ্বিতীয় দশকের যুদ্ধসংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্বরহিত, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুলমাত্র। তাকে দেখলে আজো মনে হয়, সে যেন মায়ের কোলসংলগ্ন শিশুমাত্র। তারই বিয়ে উপলক্ষ্যে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা-সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। ‘অপরিচিতা’ মনস্তাপে ভেঙেপড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপস্থালনের অকপট কথামালা। অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্যা হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কীর্তিত হয়েছে।


অপরিচিতা গল্পের MCQ প্রশ্নের উত্তর সহ


১. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

ক) ১৮৩৮
গ) ১৮৬১
খ) ১৮৪১
ঘ) ১৮৯৯

সঠিক উত্তরঃ গ) ১৮৬১

২. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

ক) ১৮৯১
গ) ১৯৪১
খ) ১৮৯৪
ঘ) ১৯৪৬

সঠিক উত্তরঃ গ) ১৯৪১

.কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতেন?

ক) মামা
খ) বিনুদা
গ) পন্ডিতমশাই
ঘ) হরিশ

সঠিক উত্তরঃ গ) পন্ডিতমশাই

৪. গজানন-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক) গজ ও আনন
গ) গজ আনন যার
খ) গঞ্জের আমন
ঘ) যে গজ সে আনন

সঠিক উত্তরঃ গ) গজ আনন যার

৫. ‘অপরিচিতা’ গল্পে গল্প বলায় পটু কে? অপরিচিতা গল্পের MCQ

ক) অনুপম
খ) মামা
গ) বিনুদা
ঘ) হরিশ

সঠিক উত্তরঃ ঘ) হরিশ

৬. ‘অপরিচিতা’ গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় –

ক) হরিশ
খ) মামা
গ) বিনু
ঘ) মা

সঠিক উত্তরঃ গ) বিনু

৭. “তিনি কোনোমতেই কারো কাছে ঠকিবেন না।”- ‘তিনি’ বলতে ‘অপরিচিতা’ গল্পে কাকে বোঝানো হয়েছে?

ক) মামা
খ) শম্ভুনাথ
গ) হরিশ
ঘ) অনুপম

সঠিক উত্তরঃ ক) মামা

৮. ‘অপরিচিতা’ গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে?

অথবা, ‘অপরিচিতা’ গল্পে বিয়ে অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে কী প্রকাশ পেয়েছে?

ক) কপটতা
খ) অবিশ্বাস
গ) অপমান
ঘ) হীনম্মন্যতা

সঠিক উত্তরঃ ঘ) হীনম্মন্যতা

৯. অনুপমের মামার সাথে করে সেকরা নিয়ে যাওয়ার কারণ

ক) মায়ের অনুরোধ
খ) লোকবল বৃদ্ধি
গ) বন্ধুত্বের খাতি
ঘ) বিশ্বাসের অভাব

সঠিক উত্তরঃ ঘ) বিশ্বাসের অভাব

১০. শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কী?

ক) শ্বশুরের ব্যবহারে
খ) লজ্জায়
গ) বিয়ের আয়োজন দেখে
ঘ) মামার গহনা পরীক্ষার কারণে

সঠিক উত্তরঃ ঘ) মামার গহনা পরীক্ষার কারণে

১১. “তবে চলুন আপনাদের গাড়ি বলিয়া দিই”—উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর

ক) ভদ্রতা
খ) দায়িত্ব
গ) প্রত্যাখ্যান
ঘ) প্রতিরোধ

সঠিক উত্তরঃ গ) প্ৰত্যাখ্যান

১২. ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই’- এই উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

ক) দুর্বলতা
খ) বদান্যতা
গ) বলিষ্ঠতা
ঘ) হীনম্মন্যতা

সঠিক উত্তরঃ গ) বলিষ্ঠতা

১৩. কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কী?

ক) অভিমান
খ) আত্মসম্মানবোধ
গ) অহংকার
ঘ) রাগ

সঠিক উত্তরঃ খ) আত্মসম্মানবোধ

১৪. “আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না।”- উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর-

ক) ক্ষোভ
খ) অভিমান
গ) একগুঁয়েমি
ঘ) আত্মমর্যাদাবোধ

সঠিক উত্তরঃ ঘ) আত্মমর্যাদাবোধ

১৫. অপরিচিতা’ গল্পে ‘কল্যাণী’ বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে?

ক) হলুদ
খ) বেগুনি
গ) নীল
ঘ) লাল

সঠিক উত্তরঃ ঘ) লাল

১৬. কোন ঘটনায় অনুপমের মন ‘পুলকের আবেশে ভরে গিয়েছিল?

ক) বিনুদা কর্তৃক মেয়ে পছন্দ হওয়া
খ) বিবাহের দিন-ক্ষণ ধার্য হওয়া
গ) বিবাহ না করতে কল্যাণীর পণ
ঘ) গাড়িতে কল্যাণীর সাথে সাক্ষাৎ

সঠিক উত্তরঃ গ) বিবাহ না করতে কল্যাণীর পণ

১৭. “সে নিজের চারদিকের সকলের চেয়ে অধিক –রজনীগন্ধার শুভ্র মঞ্জুরীর মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া, যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একবারে অতিক্রম করিয়া উঠিয়াছে”– কে? [ঢা.বো: ২২]

ক) বিলাসী
খ) আহ্লাদি
গ) জমিলা
ঘ) কল্যাণী

সঠিক উত্তরঃ ঘ) কল্যাণী

১৮. “যে গাছে সে ফুটিয়াছে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে।”- এই বর্ণনায় কল্যাণীর কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে?

ক.সাজসজ্জা
খ) মার্জিত সুরুচি
গ) সৌন্দর্য
ঘ) উদাসীনতা

সঠিক উত্তরঃ খ) মার্জিত সুরুচি

১৯. ‘জড়িমা’ শব্দের অর্থ কী?

ক) জড়িয়ে থাকা
গ) চাকচিক্য
খ) আড়ষ্টতা
ঘ) জং ধরা

সঠিক উত্তরঃ খ) আড়ষ্টতা