ওযু ভঙ্গের কারণ ৭টি
-67111e14198b1.png)
Admin
October 17, 2024
369
নামাজের পূর্বশর্ত অজু করা। অজু ছাড়া নামাজ আদায় করলে সেই নামাজ হবে না। আর সুন্দরভাবে অজু করার গুরুত্ব, সওয়াব ও ফজিলত অনেক বেশি। তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আগে অবশ্যই অজু করার চেষ্টা করবেন। অনেকেই একবার অজু করে এক বা দুই ওয়াক্তের নামাজ পড়েন। এ সময়ে বিভিন্ন কাজ করতে হয়। অনেক সময় এসব কাজের মধ্যে কখন অজু ভেঙে গেছে, সেটা বোঝা যায় না। এ জন্য কী কারণে অজু ভাঙে এবং সেগুলো কী কী, তা জেনে রাখা জরুরি।
অজু ভঙ্গের কারণ কয়টি?
- এক. পায়খানা ও পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া
- দুই. রক্ত, পূঁজ, বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। ( হেদায়া : ১/১০)
- তিন. মুখ ভরে বমি করা
- চার. থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া
- পাঁচ. চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া
- ছয়. পাগল, মাতাল বা অচেতন হলে
- সাত. নামাজে উচ্চস্বরে হাসি দিলে
ওজুর মাকরূহসমূহ
- প্রয়োজনের বেশি পানি ব্যয় করা।
- প্রয়োজনের চেয়ে কম পানি ব্যয় করা।
- মুখমণ্ডলে এমনভাবে পানি নিক্ষেপ করা যে, পানির ছিঁটা অন্যত্র পড়ে।
- ওজুর সময় অপ্রয়োজনীয় কথা-বার্তা বলা।
- ওজুর সময় বিনা ওজরে অন্যের সাহায্য নেয়া।
- নতুন পানি নিয়ে তিনবার মাথা মাসেহ করা।
আল্লাহ তাআলা বান্দার নামাজ আদায়ের জন্য ওজুকে করেছেন ফরজ। বিনা ওজুতে ফরজ ইবাদত করা পাপের কাজ। আল্লাহ উম্মাতে মুসলিমাকে সব ধরনের অনাচার, পাপাচার থেকে হিফাজত করে মনঞ্জিলে পৌঁছার তাওফিক দান করুন। আমিন।