Normens Tablet এর কাজ কি

Normens Tablet এর কাজ কি
Admin February 02, 2025 538

নরমেন্স ট্যাবলেট খাওয়ার নিয়ম-মহিলাদের পিরিয়ড সংক্রান্ত সমস্যা হলে চিকিৎসকরা নরমেন্স ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। নারীদের অনিয়মিত মাসিক সমস্যায় নরম্যান্স ট্যাবলেট ভালো কাজ করে বিধায় ডাক্তাররা পরামর্শ দেন। মাসিক সংক্রান্ত সমস্যায় নরমেন্স ট্যাবলেট খাওয়ার কথা কমবেশি সবাই জানলেও নরমেনস ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে জানেন না অনেকে।শুধুমাত্র অনিয়মিত মাসিক সমস্যায় নয় হরমোন জনিত অনেক সমস্যায়ও নরমেন্স ট্যাবলেট কাজে লাগে। অনেক সময় দেখা যায় ১৮ বছর উর্ধ মেয়েদের ক্ষেত্রেও মাসিক হয় না এর কারণ হতে পারে বিভিন্ন হরমোন জনিত রোগ যেমন থাইরয়েড, ওজন বেশি কিংবা প্রেসার বাড়তি এই ধরনের সমস্যায় ডাক্তারদের কাছে গেলে নরমেন্স ট্যাবলেট খাওয়ার কথা বলেন। নরমেন্স ট্যাবলেট খাওয়ার নিয়ম মেনে এটি সেবন করলে মহিলাদের বিভিন্ন জটিল সমস্যার সমাধান পাওয়া যাবে।কাজেই নরমেন্স ট্যাবলেট খাওয়ার নিয়ম ভালোভাবে জেনতে হবে।

নরমেনস

নরমেনস ট্যাবলেট নারীর মাসিক ও হরমোনাল সমস্যার সমাধানে একটি কার্যকরী ওষুধ। চিকিৎসকের পরমাণু অনুযায়ী এবং সঠিক নিয়মের সেবন করা হলে, আপনি এর পুরো কার্যকারিতা ভোগ করতে পারবেন। আশা করি আপনাকে নরমেনস ট্যাবলেট খাওয়ার নিয়ম, Normens tablet এর কাজ কি, নরমেন্স ট্যাবলেট এর দাম কত, নরমেনস ট্যাবলেট এর উপকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া এবং সতর্কতা সম্পর্কে বুঝাতে পেরেছি।

নরমেনস ট্যাবলেট বা (Norethisterone) একটি হরমোনাল ওষুধ, যা মাসিক চক্র নিয়ন্ত্রণ বা মাসিক বিলম্বিত করতে ব্যবহৃত হয়। এটি মূলত Norethisterone ফরমুলা দিয়ে তৈরি বা এটি Norethisterone জেনেরিক এর ওষুধ। যেটা ভিবিন্ন্য কম্পানি বিভিন্য নামে তৈরি করে। যেমন বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় একটা রেনেটা কম্পানির ওষুধ নরমেন্স। এই রকম বিভিন্ন্য কম্পানির বিভিন্ন্য নামে আছে।  এটি নারীদের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা হয়, যেমন বিশেষ অনুষ্ঠান, ভ্রমণ বা ধর্মীয় কারণে মাসিক বিলম্বিত করা। এই ব্লগে নরমেনস ট্যাবলেট সম্পর্কে সবকিছু বিস্তারিত আলোচনা করা হবে, যাতে আপনার সব প্রশ্নের উত্তর পেতে পারেন।

নরমেনস ট্যাবলেট সেবনের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নরমেনস ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে আপনাকে জানতে হবে। কারণ সঠিক দোষ এবং সময় মেনে সেবন না করলে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থাকে।

নরমেনস ট্যাবলেট হল একটি হরমোনাল ওষুধ। যা সাধারণত নারীদের গাইনোকোলজিক্যাল সমস্যার জন্য ব্যবহার করা হয়। রেনেটা লিমিটেড কর্তৃক প্রস্তুত Normens Tablet মূলত মাসিকের বিভিন্ন সমস্যা যেমন অতিরিক্ত রজস্রাব, মাসিক শুরুর পূর্ববর্তী উপসর্গ এবং এন্ড্রোমেট্রিয়সিসে কার্যকর ভূমিকা পালন করে। এই আর্টিকেলের Normens tablet এর কাজ কি, নরমেনস ট্যাবলেট খাওয়ার নিয়ম, নরমেনস ট্যাবলেট এর উপকারিতা, দাম, পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা নিয়ে আলোচনা করা হবে।

আমাদের আজকের আর্টিকেলটিতে নরমেন্স ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা ইতোমধ্যেই বুঝতে পারছেন আজকের আর্টিকেলে মহিলাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।বেশিরভাগ নারীদেরই মাসিক সংক্রান্ত অনেক সমস্যা থাকে। যদিও এটি কোন লজ্জার বিষয় নয় কিন্তু তারপরেও আমাদের সমাজে বেশিরভাগ নারীরাই এই বিষয়টি নিয়ে আলোচনা করতে দ্বিধাবোধ করেন।

এমনকি এমন জটিলতায়  ডাক্তারের শরণাপন্ন হতে চায়না। যদিও এটি মোটেও উচিত নয় কিন্তু এমন সমস্যারও তো সমাধান প্রয়োজন। তাই আজকের আর্টিকেলটি নারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নরমেন্স ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে  জানা থাকলে নারীদের মাসিক সংক্রান্ত জটিলতার সমাধান পাওয়া যাবে খুব সহজে।

Normens Tablet এর কাজ কি

নরমেনস ট্যাবলেট খাওয়ার নিয়ম

মহিলাদের শরীরের সুস্থতার একটি গুরুত্বপূর্ণ নিয়মিত মাসিক হওয়া। তবে অনেক সময়ই অনিয়মিত মাসিকের সমস্যা দেখা দেয়।এই বিষয়টি বেশিরভাগ নারীরা শেয়ার করতে লজ্জা পায় যার কারনে সমস্যার সমাধান মিলে না।তবে অনিয়মিত মাসিক হওয়া অনেক সময় মহিলাদের শরীরে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করতে পারে তাই এই বিষয়ে কখনোই অবহেলা করা উচিত নয়।

মহিলাদের অনিয়মিত মাসিক হলে চিকিৎসকদের নিকট থেকে নরমেন্স ট্যাবলেট সাজেস্ট করা হয়।নরমেলস ট্যাবলেট খাওয়ার নিয়ম মেনে এটি সেবন করলে মহিলাদের অনিয়মিত মাসিক সমস্যার  সমাধান হয়। তাই এটি সেবনের পূর্বে  নরমেন্স ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে জানা জরুরী।

১। প্রতিদিন ৩ বেলা ৩টি করে ট্যাবলেট সেবন করতে হবে।

২। একই নিয়মে ২১ দিন পর্যন্ত একটানা খেতে হবে।

৩। ২১ দিন পর ৭ দিনের জন্য একটি খাওয়া বন্ধ রাখতে হবে। স্বাভাবিকভাবে ৭ দিনের মধ্যেই মাসিক হয়ে যাবে।

৪। ৭দিন পর আগের নিয়মে আবারো ২১ দিন ট্যাবলেট খেতে হবে।

৫। ২১ দিন পর আবার ৭দিনের জন্য খাওয়া বন্ধ রাখতে হবে।

এই নিয়ম মেনে ৩ মাস ট্যাবলেট মহিলাদের মাসিক সমস্যার সমাধান হবে। তবে নরমেন্স ট্যাবলেট খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে নিবেন।

নরমেন্স ট্যাবলেট খাওয়ার কত দিন পর মাসিক হয়

নরমেন্স ট্যাবলেট খাওয়ার পূর্বে যদি নরমেন্স ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে জানা থাকলে সেই নিয়ম অনুযায়ী নরমেন্স ট্যাবলেট সেবনের ২১ দিন পরেই মাসিক হবে। তবে মনে রাখতে হবে ২১ দিনে অবশ্যই নরমেন্স ট্যাবলেট খাওয়ার  নিয়ম অনুসরণ করতে হবে। নরমেনস ট্যাবলেট খাওয়ার নিয়মে যদি ত্রুটি থাকে তাহলে ২১ দিন পর মাসিক নাও হতে পারে।একটানা ২১ দিন ৩ বেলা নরমেন্স ট্যাবলেট খাওয়ার পর ৭ দিন ট্যাবলেটটি খাওয়া বন্ধ রাখতে হবে এবং এই ৭দিনের মধ্যেই মাসিক হবে।মাসিক হওয়ার আবার পুনরায় একই নিয়মে ২১ দিন ট্যাবলেট খেতে হবে। এভাবে ৩ মাস নরমেন্স ট্যাবলেট  খাওয়া চালিয়ে যেতে হবে।

নরমেন্স স্ট্যাবলেট খেলে কি হয়

আমরা ইতোমধ্যেই নরমেন্স ট্যাবলেট খাওয়ার নিয়ম এবং এর ফলাফল সম্পর্কে জেনেছি। তবুও এখনো যাদের মনে প্রশ্ন রয়েছে নরমেন্স ট্যাবলেট খেলে কি হয় তাদের জন্য আরো বিস্তারিত বলছি।মহিলাদের মাসিক সমস্যার সমাধানে যদি কোনো নারী নরমেনস ট্যাবলেট খাওয়ার নিয়ম অনুযায়ী এটি  সেবন করে তাহলে তার এই অনিয়মিত মাসিক সমস্যা সমাধান হয় ।

অনেক সময় দেখা যায় বেশিরভাগ নারীদের ক্ষেত্রেই মাসিক চলাকালীন সময়ে মাথা ব্যথা, মাইগ্রেন সমস্যা, পেটে ব্যথা এবং কালো রক্তপাত হয়ে থাকে। এই ধরনের সমস্যাগুলোতে নরমেন্স ট্যাবলেট খেলে সমাধান পাওয়া যায়।সকলের জন্য সতর্কবাণী নরমেন্স ট্যাবলেট খাওয়ার পূর্বে গাইনী চিকিৎসকের পরামর্শ নিয়ে নরমেন্স ট্যাবলেট খাওয়ার নিয়ম জেনে তারপরেই এই ট্যাবলেট খাওয়া উচিত।

নরমেন্স ট্যাবলেট খাওয়ার উপকারিতা

নরমেন্স ট্যাবলেট খাওয়ার নিয়ম এবং এর কাজ সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম। অনেকেই নরমেন্স  ট্যাবলেট খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে প্রশ্ন করে থাকেন। আমরা ইতোপূর্বে জেনেছি নরম্যান্স ট্যাবলেট সাধারণত মহিলাদের মাসিকের সমস্যার সমাধানকল্পে খাওয়া হয়। নরম্যান্স ট্যাবলেট খাওয়ার নিয়ম মেনে সেবন করলে এটি নারীদের হরমোনাল থেরাপি হিসেবে কাজ করে।

এছাড়াও বেশিরভাগ সময়ই মহিলাদের মাসিকের আগে ধরনের গুলো দেখা দেয় যেমন মাথা ব্যথা, স্তনে ব্যথা, মেজাজ খিটখিটে হওয়া এ সকল সমস্যা উপশমে নরমেন্স ট্যাবলেট খুব উপকারী। মনোপজের সময় নারীদেহে অনেক পরিবর্তন ঘটে এগুলো  নিয়ন্ত্রণে ট্যাবলেট খাওয়া যায়।

নরমেন্স ট্যাবলেট এর দাম

নরমেন্স  ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানার সাথে সাথে নরমেন্স ট্যাবলেট এর দাম জেনে রাখলে তা আপনার উপকারে আসবে।নারীদের শরীরে হরমোনাল বিভিন্ন রোগের হিসেবে ডাক্তাররা নরমেন্স ট্যাবলেট সাজেস্ট করে থাকেন। নরমেনস নামক একটি বাংলাদেশে রেনাটা ফার্মাসিউক্যালস কর্তৃক উৎপাদিত হয়। বাংলাদেশে নরমেন্স ট্যাবলেট  প্রতি পিসের দাম রাখা হয় ৬ টাকা। এক বক্সে ১০০ পিস ট্যাবলেট থাকে সেই হিসাবে এক বক্স ট্যাবলেট এর মূল্য ৬০০ টাকা রাখা হয়।নরমেন্স ট্যাবলেট  আপনার শরীরের জন্য উপযোগী কিনা  নিশ্চিত ভাবে জানতে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন  করবেন।

নরমেন্স ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া

সব ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া গুলো বেশিরভাগ পরিলক্ষিত হয় অতিরিক্ত সেবনের ফলে। নরমেন্স ট্যাবলেট খাওয়ার নিয়ম না মেনে যদি মন ইচ্ছা মতো খাওয়া হয় তাহলে এর পার্শ্ব প্রতিক্রিয়া শরীরের জটিলতার সৃষ্টি করে। বিশেষ করে যারা নরমেন্স ট্যাবলেট এর উপকারিতা জেনে ডাক্তারের কোনো রকম পরামর্শ ব্যতীত অতিরিক্ত সেবন করে থাকেন তারা ইটের পার্শ্ব প্রতিক্রিয়ার ভুক্তভোগী হয় বেশি। চলুন দেখে নেই নরমেনস ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া গুলো কি কি:

  • অতিরিক্ত নরমেন্স ট্যাবলেট খেলে স্তন পরিবর্ধন হতে পারে।
  • মাঝে মাঝেই বমি বমি ভাব আসতে পারে অনেক সময় বমি হতে পারে।
  • গর্ভবতী নরম্যান্স ট্যাবলেট ক্ষতি করতে পারে।
  • বেশি নরমেলস ট্যাবলেট সেবনের ফলে ঘুম ঘুম ঝিমুনি ভাব আসতে পারে ।
  • নরমেন্স ট্যাবলেট সেবনের ফলে কিডনি এবং লিভারের রোগীদের শরীরের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

নরমেন্স ওষুধ খেলে কি গর্ভপাত হয়

নরমেন্স ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে আপনি এটি নিয়মিত সেবন করছেন কিন্তু যদি আপনি জানেন আপনি জানেন আপনি একজন সন্তানসম্ভবা তাহলে আজই নরমেন্স ট্যাবলেট খাওয়া বাদ দিন। নরমেনস ট্যাবলেট খাওয়ার কারণ হলো অনিয়মিত মাসিকের সমস্যা থেকে মুক্তি। যার কারণে গর্ভবতী হলে নরমেন্স ট্যাবলেট খাওয়ার প্রয়োজন নেই।গর্ভবতী অবস্থায় যদি কোন ট্যাবলেট খাওয়া চালিয়ে যায় তাহলে তার গর্ভের শিশুর ক্ষতি হতে পারে। এমন কি গর্ভপাত ঘটতে পারে।তাই গর্ভবতী অবস্থায় গর্ভপাতের ঝুঁকি থেকে নিজেকে এবং পেটের সন্তানকে রক্ষা করতে  নরম্যান্স ট্যাবলেট খাওয়া উচিত নয়।

সচারাচর জিজ্ঞাসা

নরমেন্স ট্যাবলেট খেলে কি মাসিক হয়?

যাদের নিয়মিত মাসিক হয় না তারা নরমেন্স ওষুধটি নিয়ম মেনে সেবন করলে খুব তাড়াতাড়ি নিয়মিত মাসিক হওয়া শুরু করবে।মহিলাদের অনিয়মিত মাসিক হলে চিকিৎসকদের নিকট থেকে নরমেন্স ট্যাবলেট সাজেস্ট করা হয়।নরমেলস ট্যাবলেট খাওয়ার নিয়ম মেনে এটি সেবন করলে মহিলাদের অনিয়মিত মাসিক সমস্যার  সমাধান হয়।

নরমেন্স ট্যাবলেটের অপকারিতা কি?

সকল ওষুধের মধ্যেই গুনের পাশাপাশি দোষ বিদ্যমান থাকে।নরমেন্স ট্যাবলেটেরও তেমন কিছু অপকারিতা রয়েছে।বিশেষ করে গর্ভবতী মহিলাদের এই সময়ে এই ট্যাবলেট খাওয়া বর্জন করা বাধ্যতামূলক। অতিরিক্ত নরমেন্স ট্যাবলেট খেলে স্তন পরিবর্ধন হতে পারে। মাঝে মাঝেই বমি বমি ভাব আসতে পারে অনেক সময় বমি  হতে পারে।গর্ভবতী নরম্যান্স ট্যাবলেট ক্ষতি করতে পারে।বেশি নরমেলস ট্যাবলেট সেবনের ফলে ঘুম ঘুম ঝিমুনি ভাব আসতে পারে । নরমেন্স ট্যাবলেট সেবনের ফলে কিডনি এবং লিভারের রোগীদের শরীরের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

নরমেন্স ট্যাবলেট কেন খায়?

নরম্যান্স ট্যাবলেট সাধারণত মহিলাদের মাসিকের সমস্যার সমাধানকল্পে খাওয়া হয়। নরম্যান্স ট্যাবলেট খাওয়ার নিয়ম মেনে সেবন করলে এটি নারীদের হরমোনাল থেরাপি হিসেবে কাজ করে। এছাড়াও বেশিরভাগ সময়ই মহিলাদের মাসিকের আগে ধরনের গুলো দেখা দেয় যেমন মাথা ব্যথা, স্তনে ব্যথা, মেজাজ খিটখিটে হওয়া এ সকল সমস্যা উপশমে নরমেন্স ট্যাবলেট খুব উপকারী। মনোপজের সময় নারীদেহে অনেক পরিবর্তন ঘটে এগুলো  নিয়ন্ত্রণে ট্যাবলেট খাওয়া যায়।

শেষ কথা

সম্মানিত পাঠক পাঠিকা বন্ধুরা আমরা আজকের আর্টিকেলে আলোচনা করলাম নরমেন্স ট্যাবলেট খাওয়ার নিয়ম সম্পর্কে।আশা করছি আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে  নরমেন্স ট্যাবলেট খাওয়ার নিয়ম  সম্পর্কে বিস্তারিত অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছেন। বিশেষ করে আমাদের নারী পাঠিকা বন্ধুদের অনুরোধ করব নরমেন্স ট্যাবলেট খাওয়ার পূর্বে কোনো গাইনী ডাক্তারের পরামর্শ নিবেন।  এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে আমাদের কমেন্ট করতে পারেন।