নাটক কাকে বলে

নাটক কাকে বলে
Admin November 28, 2024 409

সাহিত্যে, একটি নাটক হল লিখিত সংলাপের (গদ্য বা কবিতা) অভিনয়ের মাধ্যমে কাল্পনিক বা অ-কাল্পনিক ঘটনার চিত্রায়ন। নাটক মঞ্চে, চলচ্চিত্রে বা রেডিওতে পরিবেশিত হতে পারে। নাটকগুলিকে সাধারণত নাটক বলা হয় এবং তাদের নির্মাতারা "নাট্যকার" বা "নাট্যকার" নামে পরিচিত

নাটক কি বা কাকে বলে?

নাটক সাহিত্যতত্ত্বের একটি পারিভাষিক শব্দ। নাটকের অপর নাম দৃশ্যকাব্য।  কোনো দ্বন্দ্বমূলক আখ্যান যদি চরিত্রসমূহের সংলাপের মাধ্যমে মূর্ত হয়ে উঠে তাহলে তাকে নাটক বলে। নাটকে কাহিনী থাকে তবে, নাটকে কাহিনীর চেয়ে মুখ্য চরিত্রসমূহের দ্বন্দ্ব। নাটকের মূল অঙ্গ হচ্ছে কাহিনী, চরিত্র, ঘটনাসমাবেশ ও সংলাপ।

যদি সহজ ভাষায় বলা যায় তাহলে, মানুষের সুখ-দুঃখকে রঙ্গমঞ্চে স্বাভাবিক অভিনয়ের মাধ্যমে প্রকাশ করাকে নাটক বলে। নাটক সংলাপ এবং অভিনয়ের মাধ্যমে মঞ্চে প্রদর্শিত হয়ে থাকে।

নাটক কত প্রকার ও কী কী?

বাংলা নাটককে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা-

  1.  রসপ্রধান।
  2. রূপপ্রধান।

রসপ্রধানকে আবার চারভাবে ভাগ করা হয়েছে। যথা-

  1.  ট্রাজেডি।
  2.  মেলোড্রামা।
  3.  কমেডি।
  4.  ফার্স/প্রহসন।

নাটকের উপাদান কয়টি ও কি কি?

এরিস্টটলের মতে, নাটকের উপাদান ৬টি। যথা-

  1. কাহিনী।
  2.  চরিত্র।
  3. সংলাপ।
  4. দৃশ্য।
  5. ভাবনা।
  6. সঙ্গীত।

আবার অনেকের মতে, প্রত্যেক নাটকে প্রধান চারটি উপাদান থাকে। যথা-

  1. কাহিনী বা বিষয়।
  2. চরিত্র।
  3. সংলাপ।
  4. ঘটনা-সমাবেশ।

তাহলে এবার চলুন নাটক সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জেনে নিই

বাংলা নাটক প্রথম অভিনীত হয় কবে?

বাংলা নাটক প্রথম অভিনীত হয় ১৭৯৫ খ্রিষ্টাব্দ। হেরাসিম লেবেডেফ নামে রাশিয়ান এক ব্যক্তি প্রথম The Disguise এবং Love is the best Doctor নামে দুইটি নাটক বাংলায় অনুবাদ করে এদেশের পাত্র-পাত্রীর দিয়ে অভিনয় করান।

প্রথম বাংলা মৌলিক নাটক কোনটি?

তারাচরণ শিকদার রচিত ‘ভদ্রার্জুন’ হচ্ছে প্রথম বাংলা মৌলিক নাটক।  এটি ১৮৫২ সালে রচিত হয়।  এটি বাঙালি কর্তৃক রচিত প্রথম কমেডি নাটক। এ নাটকের মূল বিষয়বস্তু হচ্ছে অর্জুন দ্বারা সুভদ্রা হরণের কাহিনী। মহাভারত থেকে এ নাটকের কাহিনী সংগ্রহ করা হলেও এ নাটকে বাঙালি সমাজের বাস্তব পরিবেশ অঙ্কিত হয়েছে।

বাংলা ভাষার প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?

বাংলা ভাষার প্রথম সার্থক ট্রাজেডি নাটক হচ্ছে ‘কৃষ্ণকুমারী’। ১৮৬১ সালে মাইকেল মধুসূদন দত্ত এই নাটক রচনা করেন।   উইলিয়াম টডের ‘রাজস্থান’ গ্রন্থ থেকে এ নাটকের কাহিনী সংগ্রহ করা হয়েছে।  এ নাটকের বিখ্যাত চরিত্র হচ্ছে- কৃষ্ণকুমারী, মদনিকা, ভীমসিং, বিলাসবতী।

বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক কোনটি?

বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক হচ্ছে ‘পদ্মাবতী’। ১৮৬০ সালে মাইকেল মধুসূদন দত্ত এই নাটক রচনা করেন।  গ্রিক পুরাণের Apple of Discord অবলম্বনে মাইকেল মধুসূদন দত্ত এই নাটক রচনা করেন।

বাংলা ভাষার মুসলমান রচিত প্রথম নাটক কোনটি?

বাংলা ভাষার মুসলমান রচিত প্রথম নাটক হচ্ছে ‘বসন্ত কুমারী’। ১৮৭৩ সালে মীর মশাররফ হোসেন এই নাটক রচনা করেন।  এ নাটকের মূল বিষয়বস্তু হচ্ছে- বৃদ্ধ রাজা বীরেন্দ্র সিংহের যুবতী স্ত্রী রেবর্তী সপত্নী পুত্র নরেন্দ্র সিংহকে প্রেম নিবেদন করেন। কিন্তু নরেন্দ্র সিংহ এই প্রেম প্রত্যাখান করেন। প্রেমে প্রত্যাখাত হয়ে রেবর্তী ষড়যন্ত্র শুরু করে। এ কারণে সমগ্র রাজ পরিবারটি ধ্বংস হয়ে যায়।

বাংলা ভাষায় মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম নাটক কোনটি?

বাংলা ভাষায় মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম নাটক হচ্ছে ‘জমীদার দর্পণ’। ১৮৭৩ সালে মীর মশাররফ হোসেন এই নাটক রচনা করেন।  এই নাটকের মূল বিষয়বস্তু হচ্ছে- জমিদার হায়ওয়ান আলীর অত্যাচার ও অধীনস্ত প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নূরন্নেহারকে ধর্ষণ এবং হত্যার কাহিনী।

বাংলা নাট্যসাহিত্যে প্রথম ট্রাজেডি রচনার প্রচেষ্টা কোনটি?

বাংলা নাট্যসাহিত্যে প্রথম ট্রাজেডি রচনার প্রচেষ্টা হচ্ছে কীর্তিবিলাস’ । ১৮৫২ সালে যোগেন্দ্রচন্দ্র গুপ্ত এই নাটকটি রচনা করেছেন।   সপত্নীপুত্রের প্রতি বিমাতার অত্যাচারের কাহিনী অবলম্বনে এটি রচিত হয়েছে।  বিভিন্ন চরিত্রের মৃত্যুর মাধ্যমে ট্রাজেডির রূপায়ণ এ নাটকের বৈশিষ্ট্য।

ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক কোনটি?

ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক ‘নীলদর্পণ’। ১৮৬০ সালে দীনবন্ধু মিত্র এই নাটক রচনা করেছেন।  এ নাটকটি প্রথম মঞ্চায়ন হয় ঢাকায়। এ নাটক দেখতে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চের অভিনেতাদের লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছিলেন। এ নাটকে মেহেরপুরে কৃষকদের ওপর নীলকরদের নির্মম নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। মাইকেল মধুসূদন A Native ছদ্মনামে ইংরেজিতে The Indigo Planting Mirror নামে অনুবাদ করেন। এ নাটকের বিখ্যাত চরিত্র হচ্ছে- নবীন মাধব, তোরাপ ।