মূল্যবোধ কি

মূল্যবোধ কি
Admin November 28, 2024 214
মূল্যবোধ হলো এমনসব আচার-আচরণ ও কর্মপ্রক্রিয়ার সমষ্টি যা মানুষকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। সততা, ন্যায় পরায়ণতা, শিষ্টাচার, শৃঙ্খলা, সৌজন্য, সহনশীলতা, সহমর্মিতা ইত্যাদি মানবিক গুণাবলি হচ্ছে মূল্যবোধের উপাদান। মূল্যবোধ মানুষকে তার কর্মকাণ্ডের ভালো-মন্দ দিক অনুধাবন করতে সহায়তা করে।

মূল্যবোধ বলতে কী বোঝায়?

মূল্যবোধ একটি মানবিক গুণ, এটি মানবিক গুনাবলির সব থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি গুণ। এই গুণের কারণেই আমরা মানুষ হিসেবে ভালো চরিত্রের অধিকারি হয়ে থাকি।

সমাজবিজ্ঞানীদের মতে ভালো-মন্দ, ঠিক-ভুল সম্পর্কে সমাজের মানুষের যেই ধারনা তাকেই মূলত মূল্যবোধ বলা হয়।
মূল্যবোধ এর সৃষ্টি হয়ে থাকে কিছু আচরনের উপর ভিত্তি করে। আর এই মূল্যবোধ তৈরি হয়ে থাকে আমাদের সমাজ-দেশের প্রচলিত নিয়ম এর উপর নির্ভর করে, দেশ-সমাজ ভেদে মূল্যবোধ এর পার্থক্য হয়ে থাকে।

মূল্যবোধ আমাদেরকে ভালোকে ভালো বলতে আর খারাপকে খারাপ বলতে শেখায়। মূল্যবোধ শিক্ষা আমাদের প্রতিদিনকার দিনের সাথে তাল মিলিয়ে পথ চলতে শেখায় ও কখন কোথায় কিভাবে নিজেকে তুলে ধরতে হবে সেটিরও শিক্ষা দিয়ে থাকে। আমরা সমাজ ও দেশ ভেদে বিভিন্ন জায়গা থেকে মূল্যবোধ এর শিক্ষা নিয়ে থাকি। যেমনঃ
১। পরিবার
২। শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য)
৩। সম্প্রদায়
৪। বন্ধু-বান্ধব, চলার ও খেলার সঙ্গী
৫। দেশ-সমাজ
৬। দেশ ও সমাজের প্রথা
আমরা ছোট থেকে বড় হয়ে থাকি, বড় হওয়ার সাথে সাথে আমাদের বয়স বাড়ে। মূল্যবোধ পরিবর্তনের কাড়নে বয়সের সাথে সাথে আমরা আমাদের আশাপাশের সকল বিষয়গুলো নিয়ে ভাবতে থাকি এবং সেগুলোর মধ্য থেকে ভালোগুলোকে নিজের কাছে টেনে নেয় এবং খারাপগুলোকে দূরে রেখে চলার চেষ্টা করি। তাই আমাদের জীবনে মূল্যবোধ একধনের চলার পথ অর্থাৎ গাইড হিসেবে ভূমিকা পালন করে থাকে।

সামাজিক মূল্যবোধ বলতে কী বোঝায়?

সামাজিক মূল্যবোধ হল এমন একটি ধারণা যা মানুষের মানসিক অবস্থার সাথে তার সম্পর্কিত সামাজিক মানদণ্ড, নীতিমালা, আদর্শ, স্বাভাবিক আচরণ ও সংস্কৃতি সম্পর্কে উন্নয়ন করে। এটি মানুষের ব্যক্তিগত সম্পর্কের সাথে সম্পর্কিত একটি সৎ ধারণা যা সমাজ ও সমাজের সংঘটিত অংশ সম্পর্কেও নির্ধারণ করে। সামাজিক মূল্যবোধ বিভিন্ন কারণে নিজেকে আরোগ্যসম্মত, উদার, স্বচ্ছ, নৈতিক, সহিষ্ণুতামূলক ও বিনয়ী ব্যক্তি হিসেবে উন্নয়ন করতে সাহায্য করে। এছাড়াও এটি সমাজের মানদণ্ড, নীতিমালা ও সংস্কৃতির বিকাশে অবদান রাখে।

পেশাগত মূল্যবোধ বলতে কী বোঝায়?

পেশাগত মূল্যবোধ বলতে পেশাজীবীর দায়িত্ব-কর্তব্য ও কজের আচরণ নির্দেশনাদানকারী নীতিমালাকে বোঝায়। এধরনের মূল্যবোধ কোন পেশাগত দায়িত্ব পালনের জন্য কতকগুলো কেন্দ্রীয় আদর্শাবলি।

কয়েকটি সাধারণ পেশাগত মূল্যবোধের মধ্যে রয়েছে:

১। সততা: পেশাজীবীদের সবসময় সত্য কথা বলতে হবে এবং তাদের কাজের ক্ষেত্রে স্বচ্ছ হতে হবে।
২। ন্যায়বিচার: পেশাজীবীদের তাদের কাজের ক্ষেত্রে সকলকে সমানভাবে বিবেচনা করতে হবে, বৈষম্য করা যাবে না।
৩। নির্ভরযোগ্যতা: পেশাজীবীদের তাদের কাজের ক্ষেত্রে নির্ভরযোগ্য হতে হবে এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।
৪। দায়িত্বশীলতা: পেশাজীবীদের তাদের কাজের জন্য দায়ী থাকতে হবে এবং তাদের কাজের ফলাফলের জন্য জবাবদিহি করতে হবে।
৫। সম্মান: পেশাজীবীদের তাদের সহকর্মী, গ্রাহক এবং অন্যান্যদের সম্মান করতে হবে।
পেশাগত মূল্যবোধ একটি পেশার গুণমান এবং সুনামকে উন্নত করতে সহায়তা করে। এটি পেশাজীবীদের মধ্যে বিশ্বাস এবং আস্থা তৈরি করে এবং তাদের কাজের প্রতি মনোযোগী হতে উৎসাহিত করে।