কলেজের বাংলা কি

কলেজের বাংলা কি
Admin November 29, 2024 192
ইংরেজি কলেজ শব্দটি তেমনি বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে। কথাবার্তা গল্পের কবিতায় আলাপ আলোচনায় বহুল ব্যবহৃত কলেজ শব্দটি বাংলা ভাষারই অবিচ্ছেদ্য অঙ্গ।
কলেজের একটি বিকল্প প্রতিশব্দ মহাবিদ্যালয়। তবে মহাবিদ্যালয়ের পরিবর্তে কলেজ শব্দটি সাধারণ জনগণের মধ্যে বহুল প্রচলিত।

সরকারি বাংলা কলেজ

একটি কলেজে বৃহত্তর ধরণের শিক্ষা প্রদান করা হয়, যাতে ছাত্র-ছাত্রীরা বিশেষভাবে নির্বাচিত বিষয়ে শিক্ষা প্রাপ্ত করতে পারে। এছাড়া, কলেজ বিভিন্ন প্রকারের উচ্চশিক্ষার ডিগ্রি প্রদান করতে পারে, যেমন ব্যাচেলর, মাস্টার্স, ডক্টরেট, ইত্যাদি।

সরকারি চাকরি বিজ্ঞপ্তি

কলেজ সাধারণভাবে একটি বিশেষ এলাকায় অবস্থিত হতে এবং ছাত্র-ছাত্রীদের একটি সম্পূর্ণ শিক্ষামূলক অভিজ্ঞতা প্রদান করতে মুখ্য হতে পারে। কলেজের বাইরে শখের কাজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজ্ঞান মেলা, সামাজিক কর্ম, ইত্যাদি অনেক কিছু অনুষ্ঠিত হতে পারে।

কুইজ খেলুন পুরস্কার জিতুন

এছাড়া,কলেজে ছাত্র-ছাত্রীরা সামাজিক ও বৈচিত্র্যমূলক অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হতে পারে এবং তাদের কর্মক্ষেত্রে উচ্চ শিক্ষা বা ক্যারিয়ারের দিকে একটি নতুন দিকে প্রবৃদ্ধি করতে সাহায্য করতে পারে।

নটরডেম কলেজ

বর্তমানে রেজাল্ট, ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, মেধাবী ছাত্রদের আখড়া হিসেবে এটাই প্রায় সকল শিক্ষার্থীর প্রথম চয়েজ থাকে। গত ২-৩ বছর ধরে এ কলেজ শ্রেষ্ঠত্ব এমনভাবে আঁকড়ে ধরেছে যে ইন্টারমিডিয়েট স্কলারশিপ রেজাল্টের পিডিএফ খুললে শুধু নটরডেম কলেজের নামই চোখে পরবে। বা কোথাও বুয়েটে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের লিস্ট কলেজের নামসহ দিলে দেখা যায় প্রায় সবই নটরডেম কলেজ এর, মাঝে মাঝে কয়েকজন অন্যান্য কলেজ এর শিক্ষার্থী।

এর কারণ বিশ্লেষনে বলতে হয়, প্রথমত বাংলাদেশের সকল কলেজে এসএসসি বা মাধ্যমিক যে পরীক্ষাটি হয় তার নাম্বারের উপর ভিত্তি করেই শিক্ষার্থী নেয়া হচ্ছে। কিন্তু সে পরীক্ষাটি একদম নিট এন্ড ক্লিন নয়। নানা ধরণের নকল, অনিয়ম, খাতার অবমূল্যায়ন, অধিমূল্যায়ন ইত্যাদির মধ্য দিয়ে চূড়ান্ত নাম্বার আসে। আর তা দিয়ে পছন্দক্রম অনুযায়ী শিক্ষার্থীদের একেকটি কলেজ নির্বাচন করে দেয়া হয়। কিন্তু নটরডেম কলেজ তা মেনে নেয় নি। তারা আইনিভাবে বৈধতাসহ ভর্তিপরীক্ষা নিয়ে সেরা শিক্ষার্থীদের বেছে নিচ্ছে। শুধু এখানেই থেমে নেই, তাদের যথাযথ পরিচর্যা করছে অত্যন্ত ভালোবাসার সাথে।