কলেজের বাংলা কি

সরকারি বাংলা কলেজ
একটি কলেজে বৃহত্তর ধরণের শিক্ষা প্রদান করা হয়, যাতে ছাত্র-ছাত্রীরা বিশেষভাবে নির্বাচিত বিষয়ে শিক্ষা প্রাপ্ত করতে পারে। এছাড়া, কলেজ বিভিন্ন প্রকারের উচ্চশিক্ষার ডিগ্রি প্রদান করতে পারে, যেমন ব্যাচেলর, মাস্টার্স, ডক্টরেট, ইত্যাদি।
কলেজ সাধারণভাবে একটি বিশেষ এলাকায় অবস্থিত হতে এবং ছাত্র-ছাত্রীদের একটি সম্পূর্ণ শিক্ষামূলক অভিজ্ঞতা প্রদান করতে মুখ্য হতে পারে। কলেজের বাইরে শখের কাজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজ্ঞান মেলা, সামাজিক কর্ম, ইত্যাদি অনেক কিছু অনুষ্ঠিত হতে পারে।
এছাড়া,কলেজে ছাত্র-ছাত্রীরা সামাজিক ও বৈচিত্র্যমূলক অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হতে পারে এবং তাদের কর্মক্ষেত্রে উচ্চ শিক্ষা বা ক্যারিয়ারের দিকে একটি নতুন দিকে প্রবৃদ্ধি করতে সাহায্য করতে পারে।
বর্তমানে রেজাল্ট, ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, মেধাবী ছাত্রদের আখড়া হিসেবে এটাই প্রায় সকল শিক্ষার্থীর প্রথম চয়েজ থাকে। গত ২-৩ বছর ধরে এ কলেজ শ্রেষ্ঠত্ব এমনভাবে আঁকড়ে ধরেছে যে ইন্টারমিডিয়েট স্কলারশিপ রেজাল্টের পিডিএফ খুললে শুধু নটরডেম কলেজের নামই চোখে পরবে। বা কোথাও বুয়েটে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের লিস্ট কলেজের নামসহ দিলে দেখা যায় প্রায় সবই নটরডেম কলেজ এর, মাঝে মাঝে কয়েকজন অন্যান্য কলেজ এর শিক্ষার্থী।