খতমে খাজেগান পড়ার নিয়ম

Admin
November 17, 2024
385
প্রিয় পাঠক আমরা অনেকেই খতমে খাজেগান , খতমে শিফা , খতমে ইউনুস এর নাম শুনেছি কিন্তু আমরা খতমে খাজেগান পড়ার নিয়ম , খতমে শিফা পড়ার নিয়ম , খতমে ইউনুস পড়ার নিয়ম সম্পর্কে জানিনা। তাই আজকে আমরা আপনাদের সামনে খতমে খাজেগান পড়ার নিয়ম , খতমে শিফা পড়ার নিয়ম , খতমে ইউনুস পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমাদের পোস্টটি পড়ার অনুরোধ রইলো।
খতমে খাজেগান পড়ার নিয়ম
খতমে খাজেগান পড়ার নিয়ম নিম্নরূপঃ-
- প্রথমে আস্তাগফিরুল্লাহা রব্বী মিন কুল্লি যামবিওঁ ওয়া অতূবু ইলাইহি ---- ১১ বার,
- সূরা ফাতেহা ---- ৭০ বার
- দরুদ শরীফ ---- ১০০ বার
- সূরা আলাম নাশরাহ ---- ৭৯ বার,
- সূরা ইখলাস ---- ১০০ বার,
- পুনরায় সূরা ফাতেহা ---- ৭ বার,
- পুনরায় দরুদ শরীফ ---- ১০০ বার,
- তারপরঃ ফাসাহহিল ইয়া ইলাহী কুল্লা সাবিন বিহুরমাতি সায়্যিদিল আবরারি সাহহিল বিফাদ্বলিকা ইয়া আযীযু ---- ১০০ বার
- তারপরঃ ইয়া কাদিয়াল হাজাত ---- ১০০ বার।
- তারপরঃ ইয়া কা-ফিয়াল মুহিম্মা-ত ---- ১০০ বার।
- তারপরঃ ইয়া দা-ফি'আল বালিয়্যা-ত ---- ১০০ বার।
- তারপরঃ ইয়া রা-ফি'আদ দারাজা-ত ---- ১০০ বার।
- তারপরঃ ইয়া হাল্লা-লাল মুশকিলাত ---- ১০০ বার।
- তারপরঃ ইয়া মুসাব্বিবাল আসবা-ব ---- ১০০ বার।
- তারপরঃ ইয়া শাফিয়াল আমরা-দ্ব ---- ১০০ বার ।
- তারপরঃ ইয়া মুজীবাদ্ দা'ওয়া-ত ---- ১০০ বার।
- তারপরঃ ইয়া মুফাত্তিহাল আবওয়া-ব ---- ১০০ বার।
- তারপরঃ রাব্বি আন্নী মাগলূবুন ফানতাসির ---- ১০০ বার।
- তারপরঃ ইয়াগাওসু আগিশনী ওয়া আমদিদনী ---- ১০০ বার।
- তারপরঃ ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ---- ১০০ বার।
- তারপরঃ লা ইলাহা ইল্লা আনতা সুবহা-নাকা ইন্নী কুনতু মিনায্ যা-লিমীন ---- ১০০ বার।
- তারপরঃ ফাস্তাজাবনা লাহু ওয়া নাজজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযা-লিকা নুনজিল মুমিনীন ---- ১০০ বার।
- তারপরঃ ইয়া আর হামার র-হিমীন ---- ১০০ বার ।
- পুনরায়ঃ দরুদ শরীফ ---- ১০০ বার পাঠ করবেন। এভাবে খতমে খাজেগান পড়া শেষ করতে হবে।
খতমে ইউনুস পড়ার নিয়ম
খতমে ইউনুস পড়ার উদ্দেশ্য হলো, হযরত ইউনুস (আ.) যখন মাছের পেটে বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন তখন তিনি নিম্নের আয়াত শরীফ পাঠ করার বরকতে আল্লাহ তাআলা তাঁকে এ কঠিন বিপদ হতে মুক্ত করেছিলেন আল্লাহ তাআলা কুরআন মাজীদে নিম্নের আয়াত দ্বারা অঙ্গীকার করেছেনঃ ওয়া কাযা-লিকা নুনজিল মু'মিনীন। অর্থ :আমি (যেভাবে) ইউনুস (আ.)-কে বিপদমুক্ত করেছি, সেরূপ বিশ্বাসীদেরকে বিপদ হতে নাজাত দিয়ে থাকি।
অতএব কোনো মানুষের ওপর অথবা কোনো দেশে বালা-মসিবত বা কোনো বিপদ দেখা দিলে নিম্নের আয়াত শরীফ নিম্ন নিয়মে খালেস অন্তরে পাঠ করে আল্লাহর দরবারে কান্নাকাটি সহকারে প্রার্থনা করলে নিশ্চয় তিনি বিপদ হতে মুক্ত করবেন।