ফরজ গোসলের নিয়ম

ফরজ গোসলের নিয়ম
Admin October 17, 2024 369
বিভিন্ন কারণে গোসল ফরজ হয়। আর ফরজ গোসল ইসলামি জীব বিধানের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ হলো কারো ওপর গোসল ফরজ হলে সঠিক-শুদ্ধ পদ্ধতিতে গোসল আদায় না করা পর্যন্ত ঐ ব্যক্তি নাপাক থাকবেন। আর এই নাপাকি অবস্থায় তার কোনো প্রকারের কোনো ইবাদত-বন্দেগি করার অনুমতি নেই।

সুতরাং সঠিক-শুদ্ধভাবে আমল করার জন্য শারীরীকভাবে পবিত্র থাকার উদ্দেশ্য গোসল ফরজ হওয়ার কারণ, ফরজ গোসলের ফরজ, সুন্নত ও মুস্তাহাব আমলসহ ফরজ গোসল করার পদ্ধতি সবার জানা থাকা একান্ত জরুরি।

গোসল ফরজ হওয়ার কারণ
চার কারণের একটি কারণ পাওয়া গেলে গোসল ফরজ হয়ে যায়। যথা—
  • নারী-পুরুষের যৌন মিলন, স্বপ্নদোষ বা যেকোনো উপায়ে বীর্যপাত হলে গোসল ফরজ হয়।
  • মাসিক বন্ধ হওয়ার পর নারীদের পবিত্র হওয়ার জন্য গোসল করা ফরজ।
  • সন্তান প্রসবের পর নেফাসের রক্ত বন্ধ হলে পবিত্র হওয়ার জন্য নারীদের গোসল করা ফরজ।
  • মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজ।

ফরজ গোসলের নিয়ম

  • গোসলের আগে প্রস্রাব-পায়খানা সেরে নেবে।
  • তারপর বিসমিল্লাহির রহমানির রাহিম বলে শুরু করা। 
  • প্রথমে উভয় হাত কব্জি পর্যন্ত ধৌত করা।
  • প্রস্রাব-পায়খানার রাস্তায় নাপাকি না থাকলেও ধৌত করা।
  • শরীরের কোনো স্থানে নাপাকি লেগে থাকলে তা ধৌত করা।
  • নামাজের অজুর মতো পূর্ণ অজু করা।
  • অজুর সময় ভালোভাবে গড়গড়া করা এবং নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো।
  • অজুর শেষ করে প্রথমে মাথায় পানি ঢালা।
  • অতঃপর ডান ও বাম কাঁধে পানি ঢালা।
  • এভাবে তিনবার পূর্ণ শরীর ভালোভাবে ঘষামাজা করে গোসল শেষ করা। পুরুষ-নারী সবার গোসলের নিয়ম একই। তবে নারীর মাথায় বেনী বাঁধা অবস্থায় স্বাভাবিকভাবে চুলের গোড়ায় পানি পৌঁছলে তা খোলা জরুরি নয়, অন্যথায় খুলতে হবে। (রদ্দুল মুহতার আলাদ্দুররিল মুখতার, ১/২৮৭,২৯২,২৯৫; ফতোয়ায়ে হিদায়া, ১/৩০; খুলাসাতুল ফাতাওয়া, ১/১৪; শরহুল বিকায়া,