ফরজ গোসলের নিয়ম
-6711241e52ec6.png)
Admin
October 17, 2024
369
বিভিন্ন কারণে গোসল ফরজ হয়। আর ফরজ গোসল ইসলামি জীব বিধানের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ হলো কারো ওপর গোসল ফরজ হলে সঠিক-শুদ্ধ পদ্ধতিতে গোসল আদায় না করা পর্যন্ত ঐ ব্যক্তি নাপাক থাকবেন। আর এই নাপাকি অবস্থায় তার কোনো প্রকারের কোনো ইবাদত-বন্দেগি করার অনুমতি নেই।
সুতরাং সঠিক-শুদ্ধভাবে আমল করার জন্য শারীরীকভাবে পবিত্র থাকার উদ্দেশ্য গোসল ফরজ হওয়ার কারণ, ফরজ গোসলের ফরজ, সুন্নত ও মুস্তাহাব আমলসহ ফরজ গোসল করার পদ্ধতি সবার জানা থাকা একান্ত জরুরি।
গোসল ফরজ হওয়ার কারণ
চার কারণের একটি কারণ পাওয়া গেলে গোসল ফরজ হয়ে যায়। যথা—
- নারী-পুরুষের যৌন মিলন, স্বপ্নদোষ বা যেকোনো উপায়ে বীর্যপাত হলে গোসল ফরজ হয়।
- মাসিক বন্ধ হওয়ার পর নারীদের পবিত্র হওয়ার জন্য গোসল করা ফরজ।
- সন্তান প্রসবের পর নেফাসের রক্ত বন্ধ হলে পবিত্র হওয়ার জন্য নারীদের গোসল করা ফরজ।
- মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজ।
ফরজ গোসলের নিয়ম
- গোসলের আগে প্রস্রাব-পায়খানা সেরে নেবে।
- তারপর বিসমিল্লাহির রহমানির রাহিম বলে শুরু করা।
- প্রথমে উভয় হাত কব্জি পর্যন্ত ধৌত করা।
- প্রস্রাব-পায়খানার রাস্তায় নাপাকি না থাকলেও ধৌত করা।
- শরীরের কোনো স্থানে নাপাকি লেগে থাকলে তা ধৌত করা।
- নামাজের অজুর মতো পূর্ণ অজু করা।
- অজুর সময় ভালোভাবে গড়গড়া করা এবং নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো।
- অজুর শেষ করে প্রথমে মাথায় পানি ঢালা।
- অতঃপর ডান ও বাম কাঁধে পানি ঢালা।
- এভাবে তিনবার পূর্ণ শরীর ভালোভাবে ঘষামাজা করে গোসল শেষ করা। পুরুষ-নারী সবার গোসলের নিয়ম একই। তবে নারীর মাথায় বেনী বাঁধা অবস্থায় স্বাভাবিকভাবে চুলের গোড়ায় পানি পৌঁছলে তা খোলা জরুরি নয়, অন্যথায় খুলতে হবে। (রদ্দুল মুহতার আলাদ্দুররিল মুখতার, ১/২৮৭,২৯২,২৯৫; ফতোয়ায়ে হিদায়া, ১/৩০; খুলাসাতুল ফাতাওয়া, ১/১৪; শরহুল বিকায়া,