Dutch Bangla Bank Online Account Open
-6799dcdaa3de3.jpg)
আমি কিভাবে একটি রকেট অ্যাকাউন্ট খুলতে পারি? অনুগ্রহ করে আপনার NID এবং ছবি সহ নিকটস্থ এজেন্ট পয়েন্টে যান। আপনি DBBL ফার্স্ট ট্র্যাক, শাখা, মোবাইল ব্যাঙ্কিং অফিস বা যেকোনো DBBL এজেন্ট ব্যাঙ্কিং আউটলেটেও যেতে পারেন। আপনি রকেট অ্যাপে ডিজিটাল-কেওয়াইসি স্ব-নিবন্ধন সুবিধার মাধ্যমেও অ্যাকাউন্ট খুলতে পারেন। ওপেন ব্যাঙ্কিং ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই অনলাইন ব্যাঙ্কিংয়ে নিবন্ধিত হতে হবে। ওপেন ব্যাঙ্কিংয়ের জন্য সাইন আপ করার জন্য আপনাকে পরিষেবা প্রদানকারীর সাইটের মাধ্যমে প্রাথমিক অনুমতি দিতে হবে। আপনার ব্যবহার করা প্রতিটি পরিষেবা প্রদানকারীর জন্য আপনাকে আলাদা অনুমতি প্রদান করতে হবে।
Dutch Bangla Bank Online Account Open
বর্তমানে ব্যাংক গুলো তাদের সেবা, সুযোগ সুবিধা সমূহ শুধু চাকরিজীবী , ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ রাখেনি , দেশ জুড়ে থাকা সকল শিক্ষার্থী ,গৃহিণী , উদ্যোক্তাদেরও তারা তাদের ব্যাংকিং সেবার আওতায় রেখেছে।
কেন ব্যাংক একাউন্ট প্রয়োজন
- ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলো তাদের লেনদেন ব্যাংকের মাধ্যমে করে থাকে।
- চাকুরিজীবীরা মাসের বেতন ব্যাংক একাউন্টের মাধ্যমে পেয়ে থাকেন।
- পরিবারের ,প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ লেনদেন করার নিরাপদ মাধ্যম হিসেবে।
- বিভিন্ন কেনা-কাটায় ব্যাঙ্কিং সুবিধা কাজে লাগাতে।
- বিভিন্ন রেস্টুরেন্টে ডিস্কাউন্ট পেতে/ বিল পরশোধের জন্য।
- ভবিষ্যতের জন্য সঞ্চয় করার লক্ষ্যে।
- উচ্চশিক্ষা লাভ / যে কোন ধরণের ঋণ পেতে।
- কিস্তিতে কোন কিছু কিনতে হলে ।
- প্রবাসীরা দেশে টাকা পাঠাতে ব্যাংক একাউন্ট ব্যবহার করেন।
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড / DBBL হচ্ছে বাংলাদেশের প্রথম যৌথ প্রযোজনার ব্যাংক যা ২০০২ সালে বাংলাদেশে তাদের ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
ডাচ-বাংলা ব্যাংক এ একাউন্ট ২ ভাবে খোলা যায়
- সরাসরি ব্যাংক এ গিয়ে।
- NexasPay অ্যাপ এর মাধ্যমে।
Dutch Bangla Bank Account খুলতে কি কি লাগে
- ব্যাংকের একাউন্ট খোলার ফর্ম।
- বর্তমানে তোলা রঙিন ২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি।
- জাতীয় পরিচয়পত্র / যে কোন ফটো আইডি কার্ড এর ফটোকপি
- জাতীয় পরিচয় পত্র না থাকলে জন্ম নিবন্ধনের ফটোকপি।
- নমিনির ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
- নমিনির জাতীয় পরিচয় পত্র / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স / জন্ম নিবন্ধন –এর তথ্য / ফটোকপি।
- ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের ফটোকপি লাগবে।
- বিদেশী নাগরিক হলে ভিসা সহ পাসপোর্ট ফটো কপি অবশ্যই লাগবে।
অনলাইনে NexusPay অ্যাপের মাধ্যমে Dutch Bangla Bank Account খোলার নিয়ম
- NexasPay অ্যাপ মোবাইলে ইন্সটল করা ও রেজিশট্রেশন করা।
- NID card দিয়ে ভেরিফাই করা।
- নিজের ছবি আপলোড করা।
- একাউন্ট ওপেন – অপশনে গিয়ে একাউন্ট খোলা।
- নিজের প্রয়োজনীয় তথ্য দিইয়ে ফর্ম পুরণ করা
- নিজের স্বাক্ষর একটি সাদা কাগজে লিখে তার ছবি তুলে রাখা।
- নমিনির যাবতীয় তথ্য দেয়া।
- নুন্যতম ৫০০ টাকা দিয়ে একাউন্ট খোলা।
ডাচ-বাংলা ব্যাংক এ কি ধরণের একাউন্ট খোলার সুবিধা আছে
- সেভিংস ডিপোসিট প্লাস একাউন্ট।
- সেভিংস ডি্পোসিট একাউন্ট – স্ট্যান্ডার্ড।
- এক্সেল সেভিং একাউন্ট।
- ইন্টারেস্ট ফ্রী সেভিংস ডিপোসিট একাউন্ট।
- কারেন্ট ডি্পোসিট একাউন্ট।
- স্পেশাল নোটিশ ডি্পোসিট একাউন্ট।
- DBBL স্কুল সেভার একাউন্ট।
Dutch Bangla Bank Account এ একাউন্ট খোলার সুবিধা সমূহ
- ফর্ম জমা দেয়ার কিছুক্ষণের মধ্যে একাউন্ট খোলার সুবিধা।
- ডাচ বাংলা ব্যাংক এ একাউন্ট খুললেই আপনি একটি নেক্সাস ক্লাসিক কার্ড ফ্রী পাবেন।
- নেক্সাস ক্লাসিক কার্ড এর মাধ্যমে ফ্রী ও আনলিমিটেড ইলেক্ট্রনিক্সস ব্যাংকিং সুবিধা পাবেন।
- মাত্র ৬০ টাকায় চেক বই পাবার সুবিধা।
- অনলাইন ব্যাংকিং ও ম্যাসেজ এলারট সুবিধা।
- রকেট একাউন্ট এর মাদ্ধ্যমে মোবাইল রিচারজের সুবিধা।
- বিভিন্ন বিল পরিশোধের সুবিধা।
- যে কোন রকম টিউশন ফি দেয়ার সুবিধা।
- বাংলাদেশের অভ্যন্তরীণ যে কোন ব্যাংক এ টাকা লেনদেন এর সুবিধা।
- বাংলাদেশের প্রত্যেক জেলাতে এই ব্যাংকের শাখা / এটিএম বুথ আছে।
- স্টুডেন্ট একাউন্ট হলে এটিএম কার্ডের জন্য বাৎসরিক ফি লাগেনা।
- বিভিন্ন ধরণের ঋণ গ্রহণের সুবিধা।
- সঞ্চয়ী / ডিপিএস এর ক্ষেত্রে বিভিন্ন সুবিধা।
- প্রবাসীরাও এখানে একাউন্ট খুলতে পারবে ফরম, প্রয়জনীয় কাগজ ও ছবি জমা দেয়ার মাধ্যমে।
FAQ
Dutch Bangla Bank Account খোলার পর কী কী সুবিধা পাওয়া যাবে?
- ডেবিট কার্ড
- চেকবুক
- ইন্টারনেট ব্যাংকিং
- এসএমএস অ্যালার্ট
- এবং আরো অনেক
Dutch Bangla Bank Account খুলতে কী কী লাগবে?
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- বর্তমান ঠিকানার প্রমাণ (বিদ্যুৎ বিল, গ্যাস বিল ইত্যাদি)
- দুইটি পাসপোর্ট সাইজের ছবি
- প্রাথমিক জমা (একাউন্টের ধরন অনুযায়ী পরিবর্তিত হতে পারে)
একাউন্টের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করব?
ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি সহজেই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
একাউন্টে টাকা জমা ও উত্তোলন কিভাবে করব?
ব্যাংক শাখা, এটিএম, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি টাকা জমা ও উত্তোলন করতে পারবেন।
কি ধরনের একাউন্ট খোলা যাবে?
সঞ্চয়ী একাউন্ট, চলতি একাউন্ট, ফিক্সড ডিপোজিট একাউন্ট ইত্যাদি।