Current Affairs 2024

Current Affairs 2024
Admin April 19, 2024 66

সর্বশেষ বাংলাদেশী এবং বৈশ্বিক সংবাদ এবং বর্তমান ঘটনাবলীর সাথে আপডেট থাকার জন্য আপনার প্রধান উৎস Caption.com.bd -Current Affairs আপনাকে স্বাগতম। আমরা বাংলাদেশের অন্যতম সম্মানিত কারেন্ট অ্যাফেয়ার্স ওয়েবসাইট হতে পেরে গর্বিত, যা ব্যাংক, এসএসসি, এইচএসসি, বিসিএস, ব্যাংক পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত শিক্ষার্থীদের চাহিদা পূরণ করে। আমাদের লক্ষ্য আপনাকে একটি ব্যাপক এবং সর্বশেষ বর্তমান বিষয় সরবরাহ করা যা নিশ্চিত করে যে আপনি আসন্ন পরীক্ষার জন্য ভালভাবে অবহিত এবং ভালভাবে প্রস্তুত। চলুন এ সপ্তাহের Current Affairs গুলো দেখে আসি

বাংলাদেশী (Current Affairs) 

প্রশ্নঃ বাংলাদেশ বিমান বাহিনীর প্রস্তুতকৃত প্রথম প্রশিক্ষণ বিমানের নাম কী?

উত্তর : বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার (BBT) । 

প্রশ্নঃ এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংক এক হওয়ার স্মারকলিপি

স্বা ক্ষর করে কবে?

উত্তর : ১৮ মার্চ ২০২৪।

প্রশ্নঃ কোন প্রতিষ্ঠান প্রথম সিঙ্গেল সেল জিনোমিক ডেটা সংশ্লেষণ

উদ্ভাবন করেন?

ত্ত : চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন । প্রশ্ন: ১০ মার্চ ২০২৪ সমুদ্রের কতটি

ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহবান করা হয়?

উত্তর : ২৪টি।

প্রশ্ন: বিশ্বের কতটি দেশে বাংলাদেশে উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয়? ..

উত্তর : ১৫৭টি দেশে।


 জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি হয় বাংলাদেশ।

 গণতন্ত্র সূচকে ২০২২ সালে বাংলাদেশের অবস্থান দুই ধাপ এগিয়েছে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) শুক্রবার 'গণতন্ত্র সূচক ২০২২' প্রকাশ করেছে। ১৬৭টি দেশ ও অঞ্চল নিয়ে এই সূচক তৈরি করা হয়েছে। ২০২২ সালে ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশকে রাখা হয়েছে ৭৩ নম্বরে।

 বর্তমানে বিভিন্ন দেশ ও সংস্থা সব মিলিয়ে বাংলাদেশের কাছে ৭ হাজার ২২৯ কোটি ডলার পায়।

 গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী কারা ম্যাকডোনাল্ড। তার ঢাকা সফর স্থগিত করা হয়েছে। মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরটি কেন স্থগিত হয়েছে, সেই কারণ কোনো পক্ষ জানায়নি।

 গত ২০২২ অর্থবছরে দেশে মাথাপিছু আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৭৯৩ মার্কিন ডলার, যা ২০২১ অর্থবছরে রেকর্ড ২ হাজার ৫৯১ মার্কিন ডলার থেকে বেড়েছে।

 কোভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা কাটিয়ে গত অর্থবছরে (২০২২ অর্থবছর) দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭.১০ শতাংশে পৌঁছেছে।

আন্তর্জাতিক (Current Affairs) 

 হিনডেনবার্গ নামের যুক্তরাষ্ট্রভিত্তিক ছোট একটি বিনিয়োগ কোম্পানি এক প্রতিবেদন প্রকাশ করার পর গৌতম আদানির ব্যক্তিগত সম্পদমূল্য প্রায় অর্ধেক কমে গেছে। হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদনটিতে যেসব অভিযোগ আনা হয়েছে, তার মোদ্দা কথা হলো, কারচুপির মাধ্যমে ধনী হয়েছেন গৌতম আদানি। তাঁর মালিকানাধীন ব্যবসায়ী গোষ্ঠী কৃত্রিমভাবে শেয়ারের দর বাড়িয়েছে। এভাবে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

 জনপ্রিয় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ)। বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে আপত্তিকর ও পবিত্রতা ক্ষুণ্‌নকারী কনটেন্ট ব্লক না করায় বা সরিয়ে না নেওয়ায় এ সিদ্ধান্ত নেন তারা।

 উত্তর আমেরিকার আকাশসীমায় শনাক্ত হওয়া সন্দেহজনক চীনা 'নজরদারি বেলুন' ধ্বংস করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, শনিবার এফ-২২ যুদ্ধবিমান থেকে একটি ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংস করেছে তারা। চীনা বেলুনটির আকার তিনটি বাসের সমান: পেন্টাগন।

 দুই সপ্তাহ ধরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রীতিমতো আতঙ্কিত বিবিসির একটি তথ্যচিত্র নিয়ে। তথ্যচিত্রে ব্রিটিশ সরকারের এক গোপন প্রতিবেদন উদ্‌ধৃত করে বলা হয়েছে, ২০০২ সালের গুজরাট দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরাসরি ভূমিকা ছিল। ছবিটি ভারতে যাতে কোনোভাবেই দেখা না যায়—তা সুনিশ্চিত করেছে সরকার। নিষিদ্ধ করার পরও ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন তথ্যচিত্রের প্রদর্শনী চলছে ভারতের বিভিন্ন জায়গায়।

 করাচিতে সমাহিত হলেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান ও সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ।

খেলাধুলা (Current Affairs) 

। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

 রোনালদোকে টপকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসিই এখন সর্বোচ্চ গোলের মালিক।

 নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা বাংলাদেশের।

তথ্য যোগাযোগ ও প্রযুক্তি (Current Affairs) 

 বাজারে বিশ্বের দ্রুততম প্রসেসর নিয়ে এসেছে ইন্টেল। যার মডেল কোর আই৯-১৩৯০০কেএস। অন্যান্য প্রসেসর থেকে পাওয়ার ও টার্বো স্পিডের দিক থেকে নতুন এই প্রসেসর অধিক উন্নত।

 চ্যাটজিপিটিকে টেক্কা দিতে এলো গুগলের বার্ড।

 চীনের সবচেয়ে জনপ্রিয় সার্চ