বয়স্ক ভাতা আবেদন করার নিয়ম

বয়স্ক ভাতা আবেদন করার নিয়ম
Admin February 18, 2024 2367

আসসালামু আলাইকুম। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে আলোচনা করবো বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার নিয়ম ২০২৪ সম্পর্কে। যারা বয়স্ক ভাতা প্রাপ্তির যোগ্য কিন্তু এখনও তা পাচ্ছেন না আবেদন করতে ইচ্ছুক তারা এই লেখাটি পড়ে খুব সহজে বয়স্ক ভাতার অনলাইনে আবেদন করতে পারবেন। বয়স্কভাতা সরকার কর্তৃক সবার জন্যই উন্মুক্ত একটি ভাতা। কিভাবে অনলাইনে বয়স্ক ভাতার জন্য আবেদন করবেন আমরা আজকে শিখিয়ে দেবো।

বয়স্ক ভাতা অনলাইন আবেদন ২০২৪, Boyosko vata online application 2024 লেখাটির মাধ্যমে আরও জানতে পারবেন- বয়স্ক ভাতার জন্য কারা আবেদন করতে পারবে, বয়স্ক ভাতা আবেদন করার পদ্ধতি, বয়স্ক ভাতা কত টাকা করে পাবেন। এ সকল প্রশ্নের উত্তর ও অনলাইনে Boyosko vata আবেদন করার নিয়ম সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন এই আর্টিকেলের মাধ্যমে।

বয়স্ক ভাতা কি?

বয়স্কভাতা হলো বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের একটি উন্নয়ন কর্মসূচি। এই কর্মসূচির আওতায় দেশের বয়োজ্যেষ্ঠ দুঃস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানের জন্য কাজ করা হয়।

বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার নিয়ম

অধিদপ্তরসমাজসেবা অধিদপ্তর
শিরোনামবয়স্ক ভাতা অনলাইন আবেদন করার নিয়ম ২০২৪
বয়স্ক ভাতা পেতে আবেদন পদ্ধতি অনলাইন / অফলাইন
বয়স্কভাতার হার৫০০ টাকা (প্রতি ব্যক্তি)

ইতিপূর্বে বয়স্ক ভাতার জন্য মানুষ ম্যানুয়ালি আবেদন করেছেন। ইউনিয়ন পরিষদে গিয়ে বয়স্ক ভাতার জন্য হাতে লিখে ফরম পূরণ করার মাধ্যমে আবেদন করতে হয়েছে। তবে ২০২৪ সাল থেকে ডিজিটাল পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে বয়স্কভাতার আবেদন গ্রহণ করা হবে।

বয়স্ক ভাতা কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য

১৯৯৭-৯৮ অর্থবছর থেকে বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম ব্যক্তিদের সামগ্রিক উন্নয়নের উদ্দেশ্যে বয়স্ক ভাতা কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হলো:

  • পরিবার ও সমাজে বয়স্ক ব্যক্তিবর্গের মর্যাদা বৃদ্ধি।
  • দেশের বয়স্ক নাগরিকদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান।
  • বয়স্ক ব্যক্তিবর্গের চিকিৎসা সেবা ও পুষ্টি সরবরাহ নিশ্চিত করা।
  • আর্থিক অনুদানের মাধ্যমে তাদের মনোবল বৃদ্ধি করে বয়স্কদের অনুপ্রাণিত করা।

বয়স্ক ভাতা আবেদন ফরম

বয়স্ক ভাতা আবেদন পদ্ধতি ২০২৪ এর সকল তথ্য আমাদের এই লেখার মাধ্যমে আপনি জানতে পারবেন। বয়স্ক ভাতার আবেদন দুই ভাবে করতে পারবেন যথাক্রমে অনলাইন এবং অফলাইনে। অনলাইনে ঘরে বসেই ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করে আবেদন করতে পারবেন। অফলাইনে ইউনিয়ন পরিষদে গিয়ে আবেদন ফরম সংগ্রহ করে তথ্য পুরণ করে আবেদন করতে হবে। বয়স্ক ভাতার আবেদন কতে কি কি ডকুমেন্ট লাগবে সব জানতে পারবেন এই আর্টিকেলটি মনযোগ সহকারে পড়লে।

  • বয়স্ক ভাতা পাওয়ার যোগ্যতা ও শর্তাবলী ২০২৪
  • বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • অনলাইন জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।
  • আবেদনকারীর বয়স কমপক্ষে পুরুষের ক্ষেত্রে ৬৫ বছর এবং নারীর ক্ষেত্রে ৬২ বছর হতে হবে।
  • ১০ হাজার টাকার কম বার্ষিক গড় আয় থাকতে হবে।

যেসকল নাগরিক বয়স্ক ভাতা পাবে না

  • যেসকল বাংলাদেশী নাগরিক সরকারি কর্মচারী পেনশন পান
  • যেসকল নাগরিক ভিজিডি কার্ড ধারী রয়েছেন
  • যেসকল নাগরিক অন্যান্য আর্থিক অনুদান পান
  • সরকারি বা অন্য কোন সংস্থা থেকে যারা অনুদান বা ভাতা পেয়ে থাকেন

কত বছর হলে বয়স্ক ভাতার জন্য আবেদন করা যাবে

বয়স্ক ভাতার অনলাইনে অথবা অফলাইনে আবেদন করার জন্য পুরুষের ক্ষেত্রে বয়স ৬৫ বছরের উর্দ্ধে এবং মহিলার ক্ষেত্রে বয়স ৬২ বছরের উর্দ্ধে হতে হবে। যাদের বয়স ৬৫ (পুরুষ) বছরের উপরে, এবং নারীদের বয়স ৬২ বছরের উপরে তারা এই বয়স্ক ভাতা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।

স্থানীয় জনপ্রশাসন কার্যালয়ে বয়স্ক ভাতা আবেদন

বয়স্ক ভাতার চূড়ান্ত আবেদনের জন্য উপজেলা সমাজসেবা অফিসে আবেদনপত্র জমা দিতে হয়। এক্ষেত্রে আবেদনের জন্য-

  • অনলাইনে আবেদন ফরমের প্রিন্ট করা কপি,
  • আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,
  • নাগরিকত্ব সনদ বা চেয়ারম্যান সার্টিফিকেট,
  • বয়স প্রমাণের প্রত্যয়ন পত্র প্রয়োজন হবে।

এসকল কাগজপত্র সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট জমা দিয়ে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে। পরবর্তীতে, আবেদনের তথ্যসমূহ নির্বাচিত কর্মকর্তাদের দ্বারা সরেজমিনে যাচাই-বাছাই করে আবেদনকারীদের মধ্যে থেকে সঠিক মানদণ্ড বিবেচনা করে যোগ্য প্রার্থীদের অনুমোদন দেওয়া হবে।

বয়স্ক ভাতা কত টাকা ২০২৪

১৯৯৭-৯৮ সালে প্রাথমিকভাবে দরিদ্র বয়স্কদের জনপ্রতি মাসিক ১০০ টাকা করে প্রদান করার মাধ্যমে বয়স্ক ভাতার কার্যক্রম চালু হয়েছিল। তখন ৩ মাস পর পর একসাথে ৩০০ টাকা বাংলাদেশের সরকারি ব্যাংকিং প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হতো। প্রায় ২৬ বছর পর, বর্তমানে ২০২৩-২০২৪ চলমান অর্থবছরে জনপ্রতি মাসিক ৬০০ টাকা দেওয়া হবে। প্রতি ৩ মাস পর পর একসাথে ১,৮০০ টাকা বয়স্ক ভাতাভোগীদের বিকাশ/ নগদ/ রকেট মোবাইল ব্যাংকিং একাউন্টে সরাসরি প্রদান করা হবে।

বয়স্ক ভাতা অনলাইন আবেদন প্রক্রিয়া ২০২৪

সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক ভাতা আবেদন করতে যেকোন কম্পিউটার অথবা মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন আবেদন সম্পন্ন করতে পারবেন। যারা ইতিমধ্যেই বয়স্ক ভাতা প্রাপ্ত হয়েছেন তাদের আর নতুন করে আবেদন করার কোন প্রয়োজন নেই। তো চলুন নিচের ধাপ গুলো ফলো নতুন বয়স্ক ভাতার জন্য আবেদন করি:

  • প্রথমে https://mis.bhata.gov.bd/ প্রবেশ করুন।
    বয়স্ক ভাতা হিসাবে ভাতা প্রোগ্রাম সিলেক্ট করুন।
  • এবার ওয়েবসাইট থেকে নতুন পেজ অ্যাপ্লিকেশন ফরম আপনার সামনে আসবে।
  • আপনার পরিচয় যাচাই করতে আপনার NID এবং জন্ম তারিখ লিখতে হবে।
  • এবার বৃদ্ধ ব্যক্তিদের প্রোগ্রাম অনুযায়ী বিস্তারিত তথ্য প্রদান করতে হবে।
  • সকল প্রয়োজনীয় তথ্য লিখুন যেমন নাম, শিক্ষার অবস্থা, পেশা, বৈবাহিক অবস্থা, পরিবারের সদস্য, কাজের ক্ষমতা ইত্যাদি।
  • বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিতে হবে।
  • চুক্তি নম্বর এবং ইমেল লিখুন তারপর সংরক্ষণ করুন বাটনে ক্লিক করুন।

বি:দ্র: কারিগরি ত্রুটি অথবা সময়সীমার পরে আবেদন করলে ওয়েবসাইটের লিংক নাও কাজ করতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন।