বাংলাদেশের রুটির ঝুড়ি কাকে বলে এবং কেন

এছাড়াও ঠাকুরগাঁও এর আগে যেসব অঞ্চলে গম
উৎপাদনে শীর্ষ ছিল তাদের কেউ রুটির ঝুড়ি বলা হয়ে থাকে।পরিকল্পনার মন্ত্রণালয়ের
অধীনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত কৃষি পরিসংখ্যান সম্প্রসারণ
২০১৯-২০ ও ২০২১ এ গম উৎপাদনের
শীর্ষ ছিলেন ঠাকুরগাঁও এই জেলাটি। ২০২১ সালের হিসাব অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় গম
উৎপাদনের রেকর্ড ছিল এক লক্ষ ৭৫ হাজার ৬৯৯ মেট্রিক টন।
যা দেশের সব জেলায় গম উৎপাদনের থেকে উৎপাদনে অনেক কম। আর এইসব কারণ বিবেচনা
করে এই জেলাকে রুটির ঝুড়ি বলা হয়ে থাকে। আগের নাটোর জেলা ও দিনাজপুর জেলা এই
দুটি জেলা রুটি ঝুড়ি নামে পরিচিত ছিল কিন্তু বর্তমানে এসব অঞ্চলে ঠাকুরগাঁও জেলার
থেকে কম কম উৎপাদনের কারণে এই জেলাকে বর্তমানে রুটির জুরি বলা হয়।
বাংলাদেশের রুটির ঝুড়ি কাকে বলে এবং কেন?
বর্তমানে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় ঠাকুরগাঁও জেলাতে, তাই এই অঞ্চলটিকে রুটির ঝুড়ি বলা হয়।
ঠাকুরগাঁও যেহেতু দিনাজপুর অঞ্চলে অবস্থিত তাই সঠিক উত্তর হবে দিনাজপুর।
বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কাকে?
আমরা প্রতিনিয়ত আপনাদের কথা ভেবে বিভিন্ন ধরনের ছোট ছোট প্রশ্নের উত্তর গুলো
প্রদান করছি এবং আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা যখন জানতে পারবেন বাংলাদেশের
রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে তখন সঠিক তথ্য জেনে নিয়ে প্রত্যেকটি পরীক্ষায়
সঠিক উত্তর প্রদান করতে পারবেন। যেহেতু গম উৎপাদনের ওপরে নির্ভর করে রুটির ঝুড়ি
হিসেবে নির্দিষ্ট একটি জেলাকে ঘোষণা করা হয়েছে সেহেতু সেই জেলার নাম যদি আপনারা
জেনে নিতে পারেন তাহলে সেটা আপনার জন্য অনেক ভালো হবে। কারণ রুটি তৈরি হয় গম থেকে
এবং যে জেলায় গম সবচাইতে বেশি উৎপাদন হয় সে জেলাকেই রুটির ঝুড়ি বলা হবে এটাই
স্বাভাবিক। পৃথিবীর যে সকল রাষ্ট্র রয়েছে অথবা দেশ রয়েছে সে সকল দেশের ভেতরে যে
দেশে গম উৎপাদন বেশি হয় সে দেশকে বলা হয় রুটির ঝুড়ি।
রুটির ঝুড়ি মানে কি?
একটি দেশ বা একটি অঞ্চলের রুটির ঝুড়ি হল এমন একটি এলাকা যেখানে মাটির সমৃদ্ধি
এবং/অথবা সুবিধাজনক জলবায়ুর কারণে প্রচুর পরিমাণে গম বা অন্যান্য শস্য উৎপন্ন
হয়। চালের বাটি একটি অনুরূপ শব্দ যা দক্ষিণ-পূর্ব এশিয়াকে বোঝাতে ব্যবহৃত হয়;
ক্যালিফোর্নিয়ার
স্যালিনাস ভ্যালিকে কখনও কখনও আমেরিকার সালাদ বাটি হিসাবে উল্লেখ করা হয়।