আসসালামু আলাইকুম এর উত্তর

সে অনুযায়ী আদম গিয়ে বলেন, "আস্সালামু আলাইকুম" (অৰ্থ: আপনাদের উপর শান্তি বর্ষিত হোক)। ফেরেশতারা উত্তর দেন, "ওয়া-আলাইকুমুস সালাম ওয়া-রহমাতুল্লাহি" (অৰ্থ: আপনাদের উপর শান্তি এবং আল্লাহর দয়া বর্ষিত হোক)।
সালামের সঠিক উত্তর কোনটি?
মুসলিম বক্তৃতা এবং খুতবা অনুষ্ঠানে নিয়মিত এই অভিবাদনটি বিনিময় হয়। এর পূর্ণ রূপ হল: সম্পূর্ণ ফর্ম "ওয়া-আলাইকুমুস সালাম ওয়া-রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু (وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ , "এবং তোমাদের উপর শান্তি এবং আল্লাহর করুণা ও তাঁর নেয়ামতসমূহ বর্ষিত হোক")।
ওয়ালাইকুমুস সালাম অর্থ কি?
ওয়া ʿলাইকুমু স-সালাম ( وَعَلَيْكُم ٱلسَّلَامُ ) হল একটি আরবি অভিবাদন যা প্রায়শই সারা বিশ্বের মুসলমানরা ব্যবহার করে "এবং তোমার উপর শান্তি বর্ষিত হোক"। এটি অন্যকে দেওয়া আশীর্বাদ। এটি আস-সালামু আলাইকুম ( ٱلسَّلَامُ عَلَيْكُمْ ) অভিবাদনের আদর্শ প্রতিক্রিয়া।
সালামের জবাব না দিলে কি হয়?
যে ব্যক্তি সালামের উত্তর দিতে অক্ষম তাকে সালাম দেয়া মাকরুহ। যথা, সালাত, আজান-ইকামত, জিকর , তিলাওয়াত, ধর্মীয় জ্ঞানচর্চা, খানাপিনা ও প্রস্রাবরত ব্যক্তিকে সালাম দেয়া, গুনাহের কাজে লিপ্ত ব্যক্তিকে সালাম দেয়া, স্ত্রী সহবাস ইত্যাদি অবস্থায় সালাম দেয়া মাকরুহ। (রদ্দুল মুহতার : ১/৪১৪)।